আসসালামুআলােইকুম, কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।
আমরা সবাই আসলে সব সময় আপডেট থাকতে চাই প্রযুক্তির সাথে। আর সে কারনেই তো আমরা টিটি তে আসি তাই না?
আর সেজন্যই আমি আজ আপনাদের সাথে দারুন একটি নিউজ শেয়ার করতে এলাম আর তা হল Microsoft তাদের Microsoft Office 2016 সফটওয়্যারটির মূল সংস্করণ এ বছরের মাঝামাঝি সময়ে উন্মুক্ত করার ঘোষনা দিয়েছে। তবে আমাদের জন্য খুশির খবর হল আমরা এক্ষুনি তাদের Microsoft Office 2016 এর টেকনিক্যাল প্রিভিউ ব্যবহার করতে পারব। এবং তাও আবার মাইক্রোসফ্ট নিজে আমাদের দিবে। আর এ জন্য আমাদের তেমন কিছুই করতে হবে না।শুধু মাত্র তাদের মাইক্রোসফটের নন ডিসক্লোজার চুক্তিতে সম্মতি দিতে হবে।
এখন চলুন বিস্তারিত দেখি কিভাবে পাবেন Microsoft Office 2016 টেকনিক্যাল প্রিভিউ
১। প্রথমেই সাইর আপ করতে এখনে যান
এবার ফর্মটি সুন্দর ভাবে পুরন করুন এখানে আপনি আপনার যে কোন ইমেইল আইডি ব্যবহার করতে পারেন লাইভ মেইল ব্যবহার করতে হবে এমর কোন বাধ্যবাধকতা নেই। ফর্ম পূরন করা হলে ক্রিয়েট একাউন্ট এ ক্লিক করেন।
২। একাউন্ট ক্রিয়েট সফল হলে আপনার কাছে একটা মেইল যাবে সেটা কনফার্ম করুন আপনার ইনবক্স হতে।
কনফার্মেশন সফল হলে নিচের মত পাবেন
৩। ওকে ক্লিক করুন ও ধাপে ধাপে নিচের ছবি গুলো অনুসরন করুন।
কন্টিনিউ ক্লিক করুন। নিচের মত পাবেন...
যেভাবে মার্ক করা আছে সে ভাবে আপনার নাম দিয়ে ফর্ম টি পুরন করুন ও কন্টিনিউ ক্লিক করুন। নিচের মত পাবেন...
এই চিত্রের উপরের দিকে আরও কিছু অংশ আছে ঠিক ভাবে পুরন করে চিত্রে মার্ক করা যায়গা গুলো মার্ক করুন। এবার নিচের মত পাবেন যে ভাবে পুরন করা আচে সেভাবে পুরন করুন।
সাবমিট এ চাপুন । নিচের মত দেখতে পাবেন।
উপরের চিত্রের মত পাবেন । আপনার কাজ সফল ভাবে সম্পন্ন। মার্ক করা যায়গায় ক্লিক করে বিস্তারিত তথ্য পাবেন।
মাইক্রোসফ্ট 2013 ও 2016 এর মধ্যে কেশি পার্থক্য নেই তবে 2016 ভার্সনে নতুন ফিচার হিসেবে রয়েছে টেল মি টুল নামের সাহায্যকারী টুল এবং স্বয়ংক্রিয় ইমেজ রোটেশন ফিচার। আরও কিচু সুবিধা আছে সে সম্পর্কে তাদের সাইটে বিস্তারিত পাবেন।
আজ এপর্যন্তই কারও কোন সমস্যা হলে টিউনমেন্ট করতে পারেন। আমি সাহায়্যের জন্য প্রস্তুত।
যারা এখানে কমেন্ট করতে পারেননা তারা নিচের লিংক গুলো অনুসরন করুন।
আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...
চমৎকার টিউন, খুব ভালো লিখেছেন 🙂
আশা করি পরবর্তিতে এরকম আরও সুন্দর টিউনের ধারাবাহিকতা বজায় রাখবেন।