কিভাবে Outlook এ Auto BCC rule করবেন।

যারা outlook ব্যবহার করেন তাদের হয়তো কাজে লাগতে পারে। Auto BCC rule তৈরির জন্য প্রথমে outlook open করুন। নিচের ধাপসমূহ follow করুন।

1) Open outlook.
2) Press Alt+F11 to open visual basic.
3) Expand Project1, Microsoft Outlook Objects and double click on ThisOutlookSession.
4) Copy and paste below codes and save project.
5) Replace your desired mail address to [email protected]

6) Enable all macroes from trust center settings. "Go to- File/Tool (Tool for prior version of office)--> Options--> Trust Center--> Trust Center Settings--> Macro Settings--> Enable All Macros (Select this option)-->ok

Codes:

Private Sub Application_ItemSend(ByVal Item As Object, _
Cancel As Boolean)
Dim objRecip As Recipient
Dim strMsg As String
Dim res As Integer
Dim strBcc As String
On Error Resume Next

' #### USER OPTIONS ####
' address for Bcc -- must be SMTP address
' or resolvable to a name in the address book
strBcc = "[email protected]"

Set objRecip = Item.Recipients.Add(strBcc)
objRecip.Type = olBCC
If Not objRecip.Resolve Then
strMsg = "Could not resolve the Bcc recipient. " & _
"Do you want to send the message?"
res = MsgBox(strMsg, vbYesNo + vbDefaultButton1, _
"Could Not Resolve Bcc")
If res = vbNo Then
Cancel = True
End If
End If

Set objRecip = Nothing
End Sub

তথ্য ও প্রযুক্তির ‍বিশাল ভান্ডারে নিজেকে এত ছোট মনে হয় যে, টিউন করার সাহস হয় না। তবু্ও করলাম। কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

Md. Harun-Or-Rashid, +8801785-675-102

Level 2

আমি মোঃ হারুন অর রশিদ। IT Manager, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 203 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks,,, ekta jinis Outlook e ektar beshi account set up korbo kivabe?

Thanks
Saiful Islam
http://www.cheapoutsourcing.info/

Level 2

এটা দুইভাবে করা যায়। আপনি outlook এর account settings থেকে একাধিক account add করতে পারেন অথবা Control Panel এর mail option থেকে একাধিক mail profile add করে account setting করতে পারেন।

Thanks, parchi control panel theke

ভাই, কেমন আছেন? আউটলুক নিয়ে আমার একটা সমস্যা হচ্ছে। আউটলুকে আমি আমার ই্য়াহু মেইল কনফিগার করেছি। বেশ কিছুদিন যাবত এটাচমেন্টের ফাইলগুলি (যেগুলির সাইজ মেগাবাইট) ডাউনলোড হয় কিন্তু ইনবক্সে আসে না। । 2013 ভার্ষনে এই সমস্যা হতো তাই এখন 2016 ভার্ষন ইন্সটল করলাম তাতেও একই সমস্যা। আউটলুক চালু করলেই মেইল ডাউনলোড শুরু হয়। সাইজ যতটুকুই থাকুক না কেন সম্পূর্নই ডাউনলোড দেখায় Receiving 4 of 4 (17.4 of 17.4 MB) কিন্তু ফলাফল send/receive error. ছোট সাইজের ফাইলগুলি কয়েকবার চেষ্টার পর ডাউনলোড হয়ে ইনবক্সে আসে কিন্তু বড়গুলি হয় না। এটার কি কোন সমাধান আছে?
অগ্রীম ধন্যবাদ রইল।

    Level 2

    মাসুদ ভাই আমি ইয়াহো মেইল দিয়ে কখনো চেষ্টা করি নাই। আপনি বরং G-Mail দিয়ে টেস্ট করে দেখতে পারেন এটাকি আপনার আউটলুক এর সমস্যা নাকি ইয়াহো মেইলের সমস্যা। আমি যতটুকু জানি বড় সাইজের এটাচমেন্ট হলে ইয়হো মেইল কিছু কিছু ক্ষেত্রে জামেলা করে।

      2015 সালের আগে কোন সমস্যা করতো না। এই বছর থেকেই ঝামেলা করতেছে। ইয়াহু মেইলটাই সব জায়গাতে ব্যবহৃত হয়ে আসছে এজন্য পরিবর্তন করতে চাচ্ছিনা। যাই হোক। ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য।

        Level 2

        আমি ঠিক ইয়াহু মেইল চেঞ্জ করতে বলছি না। শুধুমাত্র টেস্টের জন্য জিমেইল ব্যবহার করতে বলছি।