ফ্রীতে নিয়ে নিন জটিল একটা PDF Editor + Reader, সাথে Convert করুন সহজেই PDF to Word, Word to PDF, PDF to Powerpoint,Powerpoint to PDF সহ আরও অনেক কিছু !!!

আজ আমি আপনাদেরকে এমন একটা PDF Editor এর কথা বলব যার মাধ্যমে আপনারা সহজেই যে কোন PDF ফাইলকে Edit করাসহ PDF ফাইলকে Microsoft Word, Powerpoint, Excel এ রুপান্তর অথবা Microsoft Word, Powerpoint, Excel কে PDF ফাইলে রুপান্তর করতে পারবেন। আমার কাছে এটা অসম্ভব ভাল লেগেছে। নাম হচ্ছে Wondershare PDF Editor. ভার্সন 3.1.0. অনেকেই নাম শুনেই বুঝে ফেলেছেন এর কাজ কি। সেই সাথে এটা PDF Reader এরও কাজ করে থাকে। কয়েকটা স্ক্রীনশট দেখুন, আশা করি ভালই লাগবে।

যে কোন ফাইলকে কনভার্ট করতে পারবেন খুব সহজেই।

যে কোন PDF ফাইলকে পাসওয়ার্ড Protect করে রাখতে পারবেন।

যে কোন PDF এর Text ও Image কে সহজেই Modify করতে পারবেন।

এছাড়াও আরও অনেক Feature আছে, যা আপনি ব্যাবহার করলেই বুঝতে পারবেন।

ডাউনলোড করে নিন এখান থেকে

Level 0

আমি মেহেদি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জটিল তো !!!

এটাতে কি বাংলা সাপোর্ট করে? মানে বাংলা লিখলে কি লেখা ভেঙ্গে যায়?

    হ্যাঁ আমার ক্ষেত্রে বাংলা সাপোর্ট করে বাংলা লিখলেও ভেঙ্গে যায় না।

আপনি অসাধারণ সুন্দর একটি জিনিস দিয়েছেন।
কৃতজ্ঞতা রইল।

বাংলা লিখতে কি কোন সমস্যা হয়??

Level 2

ওরে ভাই আপনিতো মোরে বাঁচাইছেন, পিডিএফ কনর্ভাটার খুঁজতে খুঁজতে মুইতো মরা ধরছালাম।মোর জিন্যে দোয়া কোরিয়েন। আপনার টিউনের জন্য একগাধা ধন্যবাদ।

Level 2

মেহেদী ভাই আপনার কাছে ফটোশপের কোন প্লাগইন আছে ???

    ভাই আমি ফটোশপে খুব একটা Expert না আপনি এখানের হোসাইন ভাইয়ের সাহায্য নিতে পারেন।

অনেক অনেক ধন্যবাদ ভাই।

    স্বাগতম ভাই আপনাকে টিউমেন্টের জন্য।

    Level 0

    @মোহাম্মদ খালিদ হোসাইন: আপনি কি সফট টা ডাউনলোড করতে পেরেছেন । আমি পারছিনা । মিডিয়াফায়ার লিংক দিলে সুবিধা হত । আর এটাতে সিরিয়াল বা ক্রাক বা প্যাচ আছে কিনা সে ব্যাপারে কিছু লেখা হয়নাই ।

      ভাই ডাউনলোড করলে ভিতরে License Key আর Email পাবেন ওটা দিয়েই ফুল ভার্সন করে নিতে পারবেন। আর ভাই আমাকে Mediafire এর কথা ভুলেও বইলেন না। শালারা দুইদিন পর পরই কষ্টের ফাইলগুলা কেটে দেয়। একবার এক টিউনে Mediafire লিংক দিছিলাম, কিছুক্ষণ পরই ফাইলটা Delete হয়ে গেল। সবাই শুরু করছে বকাবকি, কারণ আসল জিনিসই যে নাই! আমি যদি এই টিউনেও Mediafire লিংক দিতাম তাহলে আজ না যেতে কালই এটা উধাও হয়া যেত। আশা করি বুঝতে পারছেন।

      @sumon70: ami sondor bhabei download korechhi try again

Level 2

একজন টিউনার অনেক কষ্টকরে একটা টিউন করেন। কিন্তু আমরা এতটাই কৃপন যে টিউনটা পড়ে টিউনারকে ধন্যবাদ জানাতেও কৃপনাতা করি। টিটিতে আমি যত টিউন পড়েছি প্রায় টিউনেই মোহাম্মাদ খালিদ হোসাইন এর কমেন্ট থাকে। একটি কমেন্ট একজন টিউনারকে উৎসাহিত করে। ধন্যবাদ মোহাম্মাদ খালিদ হোসাইন। ধন্যবাদ সকল টিউনারকে।

    খুব সুন্দর একটা মন্তব্য করেছেন। আসলে মোহাম্মাদ খালিদ হোসাইন ভাইকে আমার মনে হয় আমার প্রায় বেশিরভাগ টিউনেই পাই। আর একটি কমেন্ট একজন টিউনারকে আরও টিউন করতে উৎসাহিত করে। বেশি বেশি কমেন্ট পেলে আসলে টিউন করার উদ্দীপনাও বেড়ে যায়। 🙂

Level 0

ভাই জটিল এক সফটওয়্যার উপহার দিলেন ।
আপনাকে অনেক ধন্যবাদ ।

Level 0

onek sondor post vaia

Level 0

খুব ভালো দাখি বাব হার কারা আশা কারি ভালই হাবে । আশঙ্খ
ধন্যবাদ

ভাই আমি তো ডাউনলোড করতে পারছিনা ।

বার বার এই লিঙ্ক টা http://uppit.com/0miw2jwwd6d9/WonderShare_PDF_Editor_3.1.0_By_Forum_Mahadi.rar আসছে

    ঠিকই আছে ভাই প্রথমে Generate Link এ ক্লিক করুন। তারপর দেখবেন Download লেখা আসবে পাশে সাইজ লেখা থাকবে। ব্যাস, আপনার ডাউনলোড শুরু হয়ে গেল।

Level 0

ধন্যবাদ না দিয়ে পারলাম না

ধন্যবাদ।

Level 0

download করা যাচ্ছে না । বারবার যেনারেট লিংক ও ডাউনলোড বারবার আসতেছে । যারা ডাউনলোড করেছেন তারা বা যিনি টিউন করেছেন তিনি যদি মিডয়া ফায়ার লিংক দিতেন তাহলে কৃতজ্ঞ থাকতাম ।

    ভাই আপনি মনে হয় Uppit এ নতুন। যাই হোক, প্রথমে ৫-৬ সেকেন্ড অপেক্ষা করে Generate Link এ ক্লিক করুন। তারপর দেখবেন Download লেখা আসবে পাশে সাইজ লেখা থাকবে। ব্যাস, আপনার ডাউনলোড শুরু হয়ে গেল। আর কোন অসুবিধা হওয়ার কোন প্রশ্নই উঠে না।

বাংলা পিডিএফ ফাইল ডক-এ কনভার্ট করলে কি লেখা ভেঙ্গে যায়?

কেউ কি আমাকে সাহায্য করবেন? আমি IDতে ছবি যুক্ত করতে পারছিনা। Please Help. 01711-245189

Level 0

ডাউনলোড করা যাচ্ছে না । অঅর ফুল ভারশনের মানেটা বুঝলঅম না ।

দারুণ একটা জিনিষ দিসেন! ক্যামনে যে ধন্যবাদ দিমু?!?!?!?!

এখনও download করিনি, সবার কমেন্টস দেখে মনে হচ্ছে জিনিষটি জটিল হবে।
তাই এখনি নামিয়ে নিচ্ছি………………………………।।

    কোন জটিল নাই ভাই দেখতে অনেকটা মাইক্রোসফট ওয়ার্ডের মতই, ব্যাবহার কইরা দেখেন!

Level 0

টিউন করার জন্যে ধন্যবাদ,
ডাউনলোড লিঙ্কটা রিসামএবল নয় তাই অনেকেরি ডউনলোড করতে আসবিধা হচ্ছে,
নিচের লিঙ্ক থেকে নামিয়ে নিতে পারেন।
এটি সম্ভোবত ট্রাল র্ভাসন। sreial কিংবা crack টা কেউ দিতে পারলে ভাল হত।
ধন্যবাদ।
http://download.cnet.com/Wondershare-PDF-Editor/3000-18497_4-75699626.html
http://download.wondershare.com/pdf-editor_full1042.exe

মেহেদী আল হাসান ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর টিউন করার জন্য। অনেক দিন ধরে এ রকম সফ্ট খুঁজছিলাম । ডাউনলোড দিচ্ছি 20% হয়েছে আমার তো কোন অসুবিধা হচ্ছেনা।
ধন্যবাদ।

Level 0

super tunes vaiaa

Level 0

টিউন করার জন্যে ধন্যবাদ,
ডাউনলোড লিঙ্কটা রিসামএবল নয় তাই অনেকেরি ডউনলোড করতে আসবিধা হচ্ছে,
নিচের লিঙ্ক থেকে নামিয়ে নিতে পারেন।
এটি সম্ভোবত ট্রাল র্ভাসন। sreial কিংবা crack টা কেউ দিতে পারলে ভাল হত।
ধন্যবাদ।
অথবা মিডিয়া ফায়ার লিংক দিলে ডাউনলোড করতে পারতাম

ধন্যবাদ ভাই আপনাকে।

দারুন কাজের সফট, শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ।

download করতে পারছি না। Resum site দেন।

জটিল !!! দারুন কাজের সফট, শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ।

Level 0

মেহেদী আল হাসান ভাই আপনার মোবাইল নং টা দিবেন যাতে কথা বলতে পারি ।

    ভাই Mediafire এ Upload করেছিলা আপনাদের সমস্যা হওয়ার কারণে। Upload হওয়ার সাথে সাথেই “File Belongs to Non-Validated Account” বলে Error দেখাইসে বুঝেন Mediafire এর অবস্থা !!!

ভাই download দিলে Idm ফাইলটা ধরে কিন্তু তার পর anerror occurred during download.
Details–Http/1.1 404 not found দেখায়।

Level 0

sobai koto kotha bole dekhi . nice post vai . nice post আমার ব্লগ সময় হলে দেখুন- http://allfreetunes.blogspot.com

onek darun jinish disen vai… onek onek donnobad…download kore raklam , kaj e ashbe

Level 0

Resumeable link den……..

Level 0

Gpmms Bujhtei to paren…..

Level 0

Crack file ta mail koren [email protected]

Level 0

ডাউনলোড হচ্ছে।
সুন্দর একটী টিউন করার জন্য একবস্তা ধইন্না…
সামনে এগিয়ে যান ভাই…

Level 2

আমি ডা্উনলোড করে ইনস্টল করেছি। চমৎকার একটা সফটওয়্যার। আশা রাখি সকলের উপকারে আসবে। আবারও টিউনারকে ঈদের অগ্রিম শুভেচ্ছা সহ অসংখ্য ধন্যবাদ।

thenk you mehedi vai, kaje asbe

অনেক ধন্যবাদ আপনাকে

Level 0

Thanks Vai……….Download Cholse

Level 0

Thanks na dia parlam na…

thank you bro. but i cant resister this with your said email & Registration code. please provide me the solution if u have.