প্রশ্ন: ১৯- কিভাবে ডিফল্ট ফন্ট সেটাপ করতে হয় যাতে নতুন ফাইল Open করার সাথে সাথে সেই সেটাপ অনুযায়ী File ওপেন হয়?
প্রশ্ন: ২০-একাধিক ফন্ট নিয়ে সহজে কাজ করার জন্য কিভাবে ফন্টগুলোকে-কে কী-বোর্ড শর্টকাট করে রাখা যায়?
New File নিলে ওয়ার্ড নিজে থেকে Times New Roman অর্থাৎ ইংরেজী ফন্ট সিলেক্ট রাখে। যারা বাংলা ফন্ট দিয়ে বা অন্য কোন ফন্ট নিয়ে সচরাচর কাজ করে তাদের প্রত্যেকবারই ফন্টগ্রুপ থেকে ফন্ট সিলেক্ট করতে হয়। এটা যাতে না করতে হয় সে জন্যেই ডিফল্ট ফন্ট সেটাপ অপশনটি রাখা হয়েছে।
ধন্যবাদ।
উত্তর: কোন একটি Font-কে শর্টকাট করে রাখার জন্য-
উপরের মেনু বার থেকে File + Option-এ ক্লিক করে Word Option নামের উইন্ডোটি আনতে হবে। এরপর এখান থেকে-
এবার আপনি আপনার প্রয়োজনে উক্ত শর্টকাট কী চাপলেই দেখবেন আপনার ফন্টটি সিলেক্ট হয়ে গেছে। এ পদ্ধতিতে আপনি একাধিক ফন্টকেও শর্টকাট করে রাখতে পারবেন।
ধন্যবাদ।
আমি রাকিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভাই বাংলা PDF ফাইল Word এ convert করলে অনেকসময় ফন্ট change হয়ে যায়। মানে লেখাটা আর পড়ার যোগ্য থাকে না।। একাধিক ফন্ট দিয়ে try করেও কোন কাজ হয় নাই।। এইটার solution কি ভাই??