প্রশ্ন:-১৩: Auto Correct অপশন কি ও এর গুরুত্ব কতটুকু, এটাকে কিভাবে Quick Access Toolbar-এড করা যায়?
প্রশ্ন:-১৪: টাইপিং এর বেলায় লেখার নিচে লাল ও সবুজ আন্ডার লাইন কেন আসে ও এই লাল আন্ডার লাইনটির গুরুত্ব কতটুকু, যাতে না আসে সে জন্যে কি করণীয় ?
প্রশ্ন:- ১৫: Auto Correct অপশনের মাধ্যমে কোন একটি Sentence কি শর্টকাট করে রাখা যায়?
Auto Correct অপশন বলতে আপনার অজান্তে করা কোন ভুলকে অটোমেটিক করেক্ট করে দেওয়া। এর মাধ্যমে Punctuation Mistake, Capital letter, Small letter, Pronunciation ইত্যাদি মৌলিক সমস্যার অটোমেটিক সমাধান করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। ইংরেজী টাইপিং এর বেলায় এর যথেষ্ঠ গুরুত্ব রয়েছে তবে বাংলার বেলায় প্রায়ই লেখা চেঞ্জ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় সে ক্ষেত্রে Auto Correct অপশনের সকল বক্স মার্ক ওঠিয়ে টাইপিং করলে আর বাংলায় লেখা চেঞ্জ হয়ে যাওয়ার সমস্য হবে না। সাধারণভাবে Auto Correct অপশনে যাওয়ার জন্য-
উপরের মেনু বার থেকে File -এ ক্লিক করে –
1. Option-ক্লিক। এখানে ক্লিক করা মাত্রই Word Option নামে একটি নতুন উইন্ডো আসবে; সেখান থেকে-
2. Proofing-এ ক্লিক করলেই Auto Correct ও Spelling জনিত সকল Option শো করবে। এখান থেকে লাল রং-এর
4নং মার্কিং করা Auto Correct Options-এ ক্লিক করলেই Auto Correct Options-এর উইন্ডোটি আসবে। উক্ত উইন্ডো থেকে সবগুলি বক্সের মার্ক উঠিয়ে দিলে বাংলা টাইপিং এর বেলায় কোন সমস্যা হবে না।
উপরের মেনু বার থেকে File -এ ক্লিক করে –Option-ক্লিক। এখানে ক্লিক করা মাত্রই Word Option নামে একটি নতুন উইন্ডো আসবে; সেখান থেকে-
উত্তর:
টাইপিং এর বেলায় বানান ভুল হলে লাল আন্ডার লাইন আর গ্রামার ভুল হলে সবুজ আন্ডার লাইন আসে। এটি আপনার ভুল সংশোধনে যথেষ্ঠ সহায়তা করে থাকে। তবে অনেক ক্ষেত্রে বিভিন্ন টিউটরিয়াল তৈরী করার জন্য প্রায়ই স্ক্রীন শট নিতে হয় তখন এ আন্ডার লাইন দূর করা একান্ত আবশ্যক হয়ে পরে-সেক্ষেত্রে
উপরের মেনু বার থেকে File -এ ক্লিক করে –
Windows Key এর পাশে
উত্তর:
হ্যাঁ এটি করা যায়। এটি করার জন্য Auto Correct Options উইন্ডোটি আনতে হবে। সেখান থেকে-
এবার আপনার শর্টকাট কমান্ডটি লিখে স্পেস বার চাপলেই দেখবেন আপনার বাক্যটি Replace হেয়ে গেছে। আমি n লিখে স্পেস বার চেপেছি Narayanganj is a District of Bangladesh. হয়ে গেছে।
আজেকের মতো এ-পর্যন্তই, ধন্যবাদ।
আমি রাকিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
sundor video