হ্যাঁ তা করা যায়। এটি করার জন্য প্রথমেই Office Clipboard ওপেন করতে হবে।
১। Home রিবনে ক্লিক করে
২। Clipboard গ্রুপের ডানে যে ছোট্ট তীর চিহ্নটি দেখা যাচ্ছে এটাতে ক্লিক করলেই Office Clipboard ওপেন হবে।
৩। এবার যতবার Copy করবেন দেখবেন তা ক্লিপ বোর্ডে চলে যাচ্ছে যা আপনি প্রয়োজনে পরবর্তীতে সেখানে ক্লিক করে কাজে লাগাতে পারবেন। ধন্যবাদ।
Format Painter মানে ধরুন আপনি কোন একটি বাক্যের কালার পরিবর্তন করলেন, শেডো দিলেন, গ্লো দিলেন ইত্যাদি শেষে উক্ত বাক্যটি সিলেক্ট রেখে যদি Format Painter এর উপর ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন আপনার মাউসের কার্সরটি পেইন্টারের মতো ব্রাশে রুপ নিছে। তখন ঐ ব্রাশ দিয়ে যে ওয়ার্ডের উপর ক্লিক করবেন সেটিতে উক্ত বাক্যটিকে আপনি যেভাবে সাজিয়েছেন তা এপ্লাই হবে।
ধন্যবাদ।
আমি রাকিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
চালিয়ে যান !
আরোও তথ্যবহুল পোস্ট চাই !