পাসওয়ার্ড দিয়ে একটি ফাইলকে সেভ করতে চাইলে-
উপরের মেনুবার থেকে File+Info+Protect Document+Encrypt With Password+ ২বার পাসওয়ার্ড দিয়ে+Ok এবার ফাইলটিকে সেভ করলেই কাজ শেষ। এবার ক্লজ করে ওপেন করতে গেলেই পাসওয়ার্ড চাবে।
সিকিউরিটি দিয়ে একটি ফাইল সেভ করতে চাইলে-
উপরের মেনু বার থেকে File+Info+Protect Document+Restrict Editing-এ ক্লিক।
আর ক্লিক করা মাত্রই ওয়ার্ড এর পেজটি চলে আসবে তবে বামে অথবা ডানে Restrict Editing নামে নতুন একটি অপশন সহ।
সেখান থেকে-
1.Formatting Restriction এর বক্স মার্ক করে দিতে হবে+
2. Editing Restriction এর বক্স মার্ক করে দিতে হবে+আর এটি বক্সমার্ক করার সাথে সাথেই Everyone আরেকটি বক্স ওপেন হবে কিন্তু ঐটা বক্স মার্ক করার প্রয়োজন নেই+
3. Start Enforcing Protection-এ ক্লিক+
এবার পাসওয়ার্ড চেয়ে একটি উইন্ডো আসবে সেখানে পাসওয়ার্ড ও রিপিট পাসওয়ার্ড দিয়ে সেভ করলেই কাজ শেষ। এবার ক্লজ করে ওপেন করলে দেখবেন পড়তে পারবেন কিন্তু লিখতে পারবেন না।
আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।
আমি রাকিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুনদের কাজে লাগবে, টিউনের জন্য ধন্যবাদ ভাই