মাইক্রোসফট ওয়ার্ড ২০১৬ এর A-Z [পর্ব-০১] :: অফিস 2016 তে কিভাবে পাসওয়ার্ড সেটাপ করতে হয়।

মাইক্রোসফট ওয়ার্ড ২০১৬ এর A-Z

  • প্রশ্ন:-১। কিভাবে পাসওয়ার্ড সেটাপ করতে হয় যাতে কেউ ফাইল ওপেন করতে না পারে?
  • প্রশ্ন:-২। এমনভাবে কি সিকিউরিটি দেওয়া যায় যাতে ডকুমেন্ট ওপেন করে পড়তে পারবে কিন্তু এডিট করা বা কিছু লিখতে পারবে না?

১নং প্রশ্নের উত্তর:

পাসওয়ার্ড দিয়ে একটি ফাইলকে সেভ করতে চাইলে-
উপরের মেনুবার থেকে File+Info+Protect Document+Encrypt With Password+ ২বার পাসওয়ার্ড দিয়ে+Ok এবার ফাইলটিকে সেভ করলেই কাজ শেষ। এবার ক্লজ করে ওপেন করতে গেলেই পাসওয়ার্ড চাবে।

2নং প্রশ্নের উত্তর:

সিকিউরিটি দিয়ে একটি ফাইল সেভ করতে চাইলে-
উপরের মেনু বার থেকে File+Info+Protect Document+Restrict Editing-এ ক্লিক।

আর ক্লিক করা মাত্রই ওয়ার্ড এর পেজটি চলে আসবে তবে বামে অথবা ডানে Restrict Editing নামে নতুন একটি অপশন সহ।
সেখান থেকে-
1.Formatting Restriction এর বক্স মার্ক করে দিতে হবে+
2. Editing Restriction এর বক্স মার্ক করে দিতে হবে+আর এটি বক্সমার্ক করার সাথে সাথেই Everyone আরেকটি বক্স ওপেন হবে কিন্তু ঐটা বক্স মার্ক করার প্রয়োজন নেই+
3. Start Enforcing Protection-এ ক্লিক+
এবার পাসওয়ার্ড চেয়ে একটি উইন্ডো আসবে সেখানে পাসওয়ার্ড ও রিপিট পাসওয়ার্ড দিয়ে সেভ করলেই কাজ শেষ। এবার ক্লজ করে ওপেন করলে দেখবেন পড়তে পারবেন কিন্তু লিখতে পারবেন না।

আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।

Level 1

আমি রাকিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নতুনদের কাজে লাগবে, টিউনের জন্য ধন্যবাদ ভাই

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।