হ্যালো টেকটিউনস কমিউনিটি।
আশা করি সবাই ভাল আছেন, এটা টেকটিউনসে আমার ২য় টিউন।
আজাইরা পেচাঁল না পেরে ডিরেক্ট কাজের কথায় আসি, গুগলে অনেক খোঁজাখুজির পরও যখন ফাল্গুন ৩.০ টা পেলাম না তখন এক বড় ভাই এর সহায়তায় পেয়ে গেলাম, সবার যেন কষ্ট করে খুজঁতে না হয় তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
এই অ্যাপ্লিকেশনটির সাহায্য আপনি অতি সহজেই কাষ্টম ফ্রন্ট দিয়ে বাংলা লিখতে পারবেন MS Word, MS Power Point ইত্যাদিতে।
আরেকটি সুবিধা হচ্ছে এটা দিয়ে মুনির অথবা বিজয় দুটিতেই টাইপ করা যায়।
আর হ্যা, সেটআপ দেয়ার আগে অবশ্যই নিচের নিয়মটি ফলো করবেনঃ
Control panel -> User accounts-> Change user account control settings -> Scroll down bar to lower never notify -> OK -> and restart your computer.
প্রথমে ফ্রন্ট ইনষ্টল করে তারপর ফাল্গুন সেটআপ দিন।
মিডিয়াফায়ার ডিরেক্ট লিংকঃ Direct ডাউনলোড
(অভ্র দিয়ে লিখে অভ্যস্ত নই তাই আর বিস্তারিত লিখতে পারলাম না বলে দুঃখিত)
আর যদি কেউ বিজয় এর মত হুবহু ওয়েবপেইজ এ টাইপ করার মত সফ্টওয়্যার এর নাম বলতে পারেন তাহলে উপকৃত হবো, কারন এই শব্দগুলো লিখতে আমার যথেষ্ট বেগ পেতে হয়েছে, ধন্যবাদ।
কোন সমস্যা হলে ফেসবুকে যোগাযোগ করতে পারেনঃ ফেসবুক
কৃতজ্ঞতা স্বীকারঃ আলাল ভাই
আমি রিয়াজুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hello there..!
thanks for share brother