A-Z মাইক্রোসফট অফিস 2016 ও 2013 [পর্ব-৫] :: MS Word 2016 ও 2013 এর Home Ribbon বিস্তারিত।

টেকটিউনস কমিউনিটির সকল বন্ধু বান্ধব কে ভিশন টিউটোরিয়্যালের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে রইল শারদীয় দূর্গা পূজার নিমন্ত্রন ও শুভেচ্ছা সেই সাথে সকলের জন্যে রইল শুভ কামনা।

আজকে আমরা A-Z অফিস 2016 ও 2013 শিরো নামের বাংলা ভিডিও টিউটোরিয়্যালের ৫ম পর্বে যে সকল বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হল যে, অফিস প্রোগ্রোমের Home Ribbon এর সকল বিষয়বস্তু নিয়ে সম্যক আলোচনা এবং প্রতিটি Option এর ভেতরের সকল Sub Option ও Command Tools নিয়ে আলোচনা।  এবং কিভাবে দ্রূততার সাথে অনুশীলন করার মাধ্যমে কম্পিউটারে দক্ষতা অর্জন করা যায়। আমি চেষ্টা করেছি সহজেই আপনাদের সাথে তা আলোচনা করতে। আশাকরি আপনার সকলে আমার Project Video Tutorial দেখে উপকৃত হবেন।

তবে প্রথমেই একটি কথা বলে নেয় উচিত আর তা হল যে কম্পিউটারে দক্ষ হতে হলে প্রয়জন প্রতি নিয়ত অনুশীলন  ও যথাযত গাইড লাইন।

আশাকরি আপনারা সকলেই সেটা ভালভাবে বুঝতে পারছেন। তবে পূর্বে সতর্ক হউন এবং যে যেই পদ্ধতিই অবলম্বন করুন না কেন নিয়মিত চর্চা না করলে কোন ফলই পাওয়া সম্ভব হবে না। আমি চেষ্টা করছি যে আপনাদের জন্যে যতটা বিস্তারিত এবং সহজ ভাষায় সহজ ভাবে আলোচনা করার। তাই এটা অনেকের কাছেই বিরক্তিকর বলে মনে হতে পারে। চেষ্টা থাকে ভাল করার, তবে অনেক সময় তো ভুল ত্রুটি কম বেশি হয়েই যায়।

আমি চেষ্টা করছি আপনাদের কে সুন্দর এবং মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে। তাই আপনার মতামত আমাদের একান্ত ভাবে কাম্য। আমার পূর্বের টিউন গুলো দেখে জানাবেন কেমন হয়েছে।

 

 

 

Level 3

আমি Tuton Sarkar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 51 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আশা করি আপনারা উপকৃত হবেন।

আপনাদের যে কোন প্রকার মতামত দিলেই খুশি হবে।

Must read: মাইক্রোসফট এক্সেল ২০১৩ বাংলা টিউটোরিয়াল – সম্পূর্ণ কোর্স একটি টিউনেই https://www.techtunes.io/microsoft-excel/tune-id/368901

মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০১৩ বাংলা টিউটোরিয়াল – সম্পূর্ণ কোর্স একটি টিউনেই: https://www.techtunes.io/microsoft-word/tune-id/368360