আর নয় কম্মোজের দোকানে দৌড়-ঝাপ।নয় কারো জন্যে প্রতিক্ষা।শুধু মাত্র নূন্যতম কম্পিউটার ব্যবহার জানলেই পারবেন নিজের BIO-DATA/CV তৈরী করে নিতে।এখানে ১৫টি ভিন্ন ফরম্যাট এর ডিজাইন দেওয়া রয়েছে।একই টিউনে কিভাবে বাংলা ও ইরেজি ফন্ট এক বাটন প্রেস করেই লেখতে পারা যায় সেটাও দেওয়া আছে।সুতরাং খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন।দয়া করে তাড়াহুড়া করবেন না।সহজ ভাবে দেওয়ার চেষ্টা করেছি নতুন পুরাতন সবাই পারবেন।
আসসালামু আলাইকুম।প্রথমে টিকটিউনস কে ধন্যবাদ যার কারনে আমি কিছু শিখতে এসে শিখাতে পারছি।সবার আমার প্রতি এমন নিদারুন ভালবাসা দেখে আমি সত্যেই অনেক আবেগ প্রবন হয়ে পড়েছি।কেননা কেউ যখন কোন জিনিস শিখতে পারে তখন সে যার কাছ থেকে জিনীসটি শিখতে পারল তাকে ধন্যবাদ না দেওয়া পর্যন্ত মনের অস্তিরতা যেন কমে না।অনেক ভা্ই ফেইসবুকে/স্কাইপিতে/মোবাইলে ফোন করে আমাকে প্রতিনিহিত ধন্যবাদ যাপন করে যাচ্ছেন।বিগত টিউন পড়ে অনেকে নাকি আমার চরম ফ্যান ও হয়ে গেছেন :-D। এর মধ্যেই এত ভালবাসা আপনারা প্রদান করেছেন এতে সত্যিই আমি অনেক খুশি ও আন্দিত হয়েছি।একচুয়্যালি আমি, আপনাদের শিখিয়েই আনন্দ পাই।আমার মতে, নিজে শিখে কোন আনন্দ নেই যদি না তা অন্য কাউকে শেখানো যায়।যাই হোক এই টিউনটি সবার খুব কাজে আসবে বলে আমি মনে করি।মূল্ প্রসঙ্গে আসা যাক।সাধারনত আমরা কোন ভাল মানের CV/BIO-DATA তৈরী করার জন্য কম্পোজের দোকানমুখি হই কেননা আমাদের মনে হয় এত টাইপ করে সিভি তৈরী করা অনেক সময় সাপেক্ষ্য ব্যাপার।কিন্তু যদি CV/BIO-DATA এর সকল অসাধারন ফরম্যাট আপনার হাতেই থাকে এবং শুধু মাত্র নাম,ঠিকানা চেইঞ্জ করলেই আপনার সিভি রেডি হয় যায় নিমিষেই তাহলে ভাবেন ত ব্যাপারটি কত সুন্দর হয়।আপনার মনের মাধুরি মিশিয়ে নিজের জিবন বিন্ত্যান্ত্য নিজেই তৈরী করতে পারবেন।আর এটাই ত সবাই চায়।এখানে ১৫ টি ফরম্যাট রয়েছে।১পেইজ এর CV,২পেইজ এর CV,৩পেইজ এর CV,৪পেইজ এর CV,৫পেইজ এর CV, ৬পেইজ এর CV,রয়েছে।পছন্দ অনুয়ায়ী ডাউলোড করে just Edit করে নিলেই হবে।যাইহোক অনেক ভূমিকা হয়েছে এখন কাজের ধাপে আসা যাক-
➡ ১৫টি BIO-DATA ডাউনলোড করতে এখানে ক্লিক করুন-Download
১.এভাবে সুন্দর ভাবে ফরম্যাট করা রয়েছে ১৫টি।১পেইজ, ২ পেইজ যা চান তাই আছে।শুধু মাত্র আপনার নাম,পিতার নাম,অন্যান্য গুলো পরির্বতন করেলেই CV তৈরী করা হয়ে যাবে ঝটপট।তারপর পেনড্রাইভে নিয়ে ৫টাকা দিয়ে প্রিন্ট দিলেই হল। 😀 !।কষ্ট নাই বললেই চলে।
এখন আসা যাক দ্বিতীয় টিউনটিতে ➡
আমরা যারা অফিস কিংবা বাসায় বিজয় দিয়ে বাংলা লেখি তখন সবথেকে যে সমস্যাটি দেখা যায় সেটা হচ্ছে যখন MS Word এ কোন ইংরেজী বাংলা ওয়ার্ড একসাথে লেখার প্রয়োজন পড়ে ঠিক তখনই।কেননা প্রতিবারই ফন্টস এ গিয়ে sutonnyMJ দিতে হয় বাংলা এর জন্য আবার ইংরেজী এর জন্য Times New Roman দিতে হয়।তাই অধিক সময় অপচয় হয়।তাই আমি এখন আপনাদের একটি কমান্ড শিখাচ্ছি দয়াকরে
খেয়াল করে লক্ষ্য করুন নিচের ফরমুলা গুলি। ➡
ধাপসমূহঃ-
১.MS Word Open করে File>Word Option
.
২. ৩.Customize>৪.Customize তারপর ➡
৩.স্কলটি নিচে টেনে নিয়ে Fonts সিলেক্ট করুন এবং >ডান পাশের স্কলটি নিচে নামিয়ে SutonnyMJসিলেক্ট করুন।SutonnyMJ এর জন্য F2 বাটটি নিবাচর্ন করুন।তারপর Assgin এ ক্লিক করুন। [ এই ফন্টটি যদি না পান তাহলে এইটি এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করতে হবে।যা-আপনার পিসিতে ফন্টস এর ভিতরে থাকতে হবে।
তারপর ➡
৪.তারপর Times New Roman এর জন্য F3 যা কির্বোড এর উপরের অংশে আছে দখবেন। Assign করে ওকে করুন।
৫.এখন F2 দিলে SutonnyMj চলে আসবে।এবং F3 চাপলেই Times new roman চলে আসবে।সুতরাং আপনার আর বাড়তি সময়নিয়ে ফন্টস খুজতে হবে না।দ্রুত ইংরেজী বাংলা টাইপ করতে পারবেন মাউস না ধরেই। 🙂
সমাপ্ত। 🙂 ধর্য্যসহকারে এতক্ষন থাকার জন্য ধন্যবাদ।
আমার অন্য টিউন গুলো দেখতে পারেন-
➡ ৩৭৪ mb এর দারুন ইংরেজী শিখার সফটয়্যার ডাউলোড করুন। Seemore
➡ ইরেজী শিখতে এর চাইতে সহজ রাস্তা আর নেই Seemore
➡ মোবাইল ব্যবহারে সাবধান হউন Seemore
:-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-
ভাল থাকবেন।পরবর্তী আমার টিউনে চোখ রাখুন।
ফেইসবুক এ আমার ফ্যান পেইজ- page
ফেইসবুক এ আমার আইডি-facebook
স্কাইপিতে আমি-rahattafsir
সবার সু-স্বাস্থ্য কামনা করি সবাই ভাল থাকেন।এবং আমার জন্যে দোয়া করেন। 🙂
-Eng.Rahat Khan Tafsir
আমি রাহাত খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 11 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am a simple boy with a creative mind....love to make new things.That's y my dad think one day i'll b a really famous person.and that day i'll make my country proud.....so FRNDZ always b with me...i really need u beside me.. :D
Tnx bro……………..