সবাইকে সালাম জানিয়ে আজকের টিউটোরিয়াল শুরু করছি। গত পর্বে বলেছিলাম নতুনদের জন্য ওখান থেকেই ফাইনাল। ভিডিও গুলো বড় হওয়ার কারন ছিল, নতুনদের জন্য প্রতিটি অপশন বিস্তারিত আলোচনা করেছি। এবার থেকে ভিডিও গুলো ছোট এবং একটি নির্দিষ্ট অপশন নিয়ে আলোচনা করা হয়েছে। গত পর্ব গুলো কেমন লেগেছে ? আশা করি ভাল লেগেছে এবং সব বুঝেছেন। না বুঝলে টিউমেন্ট করিয়েন, আমি বুঝানোর চেষ্টা করব।
আমার দেওয়া মাইক্রোসফট অফিসের অন্যান্য সফটওয়্যার গুলোর টিউটোরিয়াল :
পূর্বের পর্বসমূহ :
মাইক্রোসফট ওয়ার্ড ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ১
মাইক্রোসফট ওয়ার্ড ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ২
মাইক্রোসফট ওয়ার্ড ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ৩
এবারের পর্বে আমি টেবিল নিয়ে আলোচনা করেছি, এই টেবিল আবার পড়ার টেবিল বা খাওয়ার টেবিল নয় :D, মজা করলাম একটু, ডোন্ট মাইন্ড ! যাহুক টেবিল এর আগের পর্বেও দেখছেন কিভাবে একটি ডকুমেন্ট এ অ্যাড করা যায়, তবে এই পর্বে টেবিল সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে, যেমন : পেন্সিল দিয়ে টেবিল আঁকা, টেবিল রিসাইজ করা, মেনুয়ালি সাইজ নির্ধারণ করে দেয়া, কলাম, ছেল বিষয়ে ধারনা, quick টেবিল এর ব্যবহার, টেবিল থেকে টেক্সট এ পরিবর্তন আবার টেক্সট থেকে টেবিল এ পরিবর্তন করা, টেবিল এ বিভিন্ন স্টাইল দেয়া যেমন টেবিল কালার করা, বর্ডার ডীপ করা ইত্যাদি বিষয় গুলো। এক কথায় টেবিল ডিজায়নিং, এবং এর layout সম্পর্কে আলোচনা করা হয়েছে।
আপনি হয়তো বিষয়টি জানেন বা প্রয়োজন নেই কিন্তু অন্যরা জানে না বা অনেকের প্রয়োজন, তাই Social media site গুলোতে এ শেয়ার করে অন্যদের জানিয়ে দিন।
পরের পর্বসমূহ :
মাইক্রোসফট ওয়ার্ড ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ৫
মাইক্রোসফট ওয়ার্ড ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ৬
মাইক্রোসফট ওয়ার্ড ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ৭
মাইক্রোসফট ওয়ার্ড ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ৮
মাইক্রোসফট ওয়ার্ড ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ৯
আমি মিনহাজুর রহমান সাক্ষর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
কম্পিউটার সম্পর্কে শিখতে ও শিখাতে ভালবাসি । :)
ধন্যবাদ অনেকের কাজে লাহতে পারে