কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন। ইদানিং সময় পাচ্ছি তাই প্রতিদিন টিউটোরিয়াল দিচ্ছি। এই পর্বটি নতুনদের জন্য ফাইনাল। এর আগের পর্ব গুলো আপনেরা বুঝেছেন আশা করি।
আমার দেওয়া মাইক্রোসফট অফিসের অন্যান্য সফটওয়্যার গুলোর টিউটোরিয়াল :
পূর্বের পর্বসমূহ :
মাইক্রোসফট ওয়ার্ড ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ১
মাইক্রোসফট ওয়ার্ড ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ২
আজকের ভিডিওটিও পূর্বের মত একটু বড় হবে তবে এর পরের গুলো ছোট ছোট করব কারন এর পরের গুলতে আর বেসিক অপশন থাকবে না, বেসিক দেখে এই ভিডিও গুলতে বিস্তারিত বুঝানোর চেষ্টা করেছি, যাতে নতুনরা ভাল করে বিষয় গুলো বুঝতে পারে। আর পরের গুলতে প্রতিটাতে কোন এক নির্দিষ্ট অপশন সমন্ধে আলচনা করব ইনশাল্লাহ।
এই ভিডিও তে আছে Insert option সমন্ধে বিস্তারিত আলোচনা। এখানে আপনি Pages, tables, Illustrations, Links, header & footer, text, symbols ইত্যাদি রয়েছে। এখানে আপনি একটি Documents এ বিভিন্ন জিনিশ অ্যাড করতে শিখবেন। যেমন একটি Documents এ পিকচার অ্যাড করা, আবার কোন টেক্সট এ লিঙ্ক অ্যাড করা, ডকুমেন্ট এ হেডার এবং ফুটার সংযুক্ত করা, বিভিন্ন ধরনের চিহ্ন ডকুমেন্ট এ লিখতে শিখবেন পাবেন, Chart, clip art, shapes ইত্যাদি সমন্ধে ধারনা পাবেন, এছাড়াও আপনার ডেস্কটপের স্ক্রীন শর্ট তুলে ডকুমেন্ট এ অ্যাড করা ইত্যাদি আরও বিষয় রয়েছে।
আপনি হয়তো বিষয়টি জানেন বা প্রয়োজন নেই কিন্তু অন্যরা জানে না বা অনেকের প্রয়োজন, তাই Social media site গুলোতে এ শেয়ার করে অন্যদের জানিয়ে দিন।
পরের পর্বসমূহ :
মাইক্রোসফট ওয়ার্ড ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ৪
মাইক্রোসফট ওয়ার্ড ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ৫
মাইক্রোসফট ওয়ার্ড ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ৬
মাইক্রোসফট ওয়ার্ড ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ৭
মাইক্রোসফট ওয়ার্ড ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ৮
মাইক্রোসফট ওয়ার্ড ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ৯
আমি মিনহাজুর রহমান সাক্ষর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
কম্পিউটার সম্পর্কে শিখতে ও শিখাতে ভালবাসি । :)
🙂