মাইক্রোসফট ওয়ার্ড ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ২

সবাইকে জানাচ্ছি আমার সালাম। কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।

আমার দেওয়া মাইক্রোসফট অফিসের অন্যান্য সফটওয়্যার গুলোর টিউটোরিয়াল :

মাইক্রোসফট এক্সেল

মাইক্রোসফট অ্যাক্সেস

মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট

এটি মাইক্রোসফট ওয়ার্ড এর ২য় পর্ব। পুর্বের পর্ব  :

মাইক্রোসফট ওয়ার্ড (ভিডিও টিউটোরিয়াল) পর্ব ১

পূর্বের পর্বটি দেখার পরেই এই পর্বটি দেখুন, যদি আপনি মাইক্রোসফট ওয়ার্ড এ নতুন হয়ে থাকেন। যারা পূর্বের পর্বটি দেখেছেন তারা জানেন যে আমি ভিডিও গুলতে প্রতিটি অপশন বিস্তারিত আলোচনা করেছি। তেমনি নতুনদের জন্য এই ভিডিওতেও আমি প্রতিটি অপশন সমন্ধে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিও তে দেখলে আপনি সরাসরি বিষয় গুলো দেখে বুঝতে পাবেন, আর এখন সময় না থাকলে পরে দেখার জন্য আমি টিউনের নিচে ডাউনলোড করার পদ্ধিতি দিয়ে দিছি।

এই ভিডিও তে আপনি Page layout সম্পর্কে ধারনা পাবেন। মাইক্রোসফট ওয়ার্ড এর ডকুমেন্ট এ বিভিন্ন ধরনের পেজ সাইজ রয়েছে, যেগুলর ব্যবহার এবং পেজ স্টাইল করা যেমন : পেজ এর ব্যাক গ্রাউন্ড পরিবর্তন করা ইত্যাদি। আরও কিভাবে আপনি পেজ সেটআপ এর মাধ্যমে পেজ টি প্রিন্ট আউট করবেন। পেজ থিম সম্পর্কে মোটামটি একটি ধারনা দেয়ার চেষ্টা করেছি। এছাড়াও রয়েছে Page arrange, paragraph অপশন সমন্ধে আলোচনা। water mark দেয়া এবং মারজিন দেওয়া সহ রয়েছে আরও কিছু বিষয়।

আশা করি আপনাদের কাজে আসবে :

ভিডিও লিংক

 

আপনি হয়তো বিষয়টি জানেন বা প্রয়োজন নেই কিন্তু অন্যরা জানে না বা অনেকের প্রয়োজন, তাই Social media site গুলোতে এ শেয়ার করে অন্যদের জানিয়ে দিন।

পরের পর্বসমূহ :

মাইক্রোসফট ওয়ার্ড ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব  ৩

মাইক্রোসফট ওয়ার্ড ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব  ৪

মাইক্রোসফট ওয়ার্ড ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব  ৫

মাইক্রোসফট ওয়ার্ড ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব  ৬

মাইক্রোসফট ওয়ার্ড ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব  ৭

মাইক্রোসফট ওয়ার্ড ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব  ৮

মাইক্রোসফট ওয়ার্ড ২০১০ (ভিডিও টিউটোরিয়াল) পর্ব  ৯

মাইক্রোসফট ওয়ার্ড ২০১০(ভিডিও টিউটোরিয়াল) পর্ব ১০

Level 0

আমি মিনহাজুর রহমান সাক্ষর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

কম্পিউটার সম্পর্কে শিখতে ও শিখাতে ভালবাসি । :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মাইক্রোসফট ওয়ার্ড ২০১০ এর লিংটা দিলে খুসি হতাম।কারন আমি ২০০৩ চালাই।মডিফায়ার এর লিং দিয়েন ভাই

    আমি তো মাইক্রোসফট অফিস ২০১০ Profesional plus এর ডিস্ক ক্রয় করেছিলাম । ওটা ফুল ভার্সন ছিল । আপনি যদি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আমি গুগল সার্চ দিয়ে এই লিঙ্ক তা পাইলাম , এটা কাজ না করলে গুলে থেকে সার্চ দিন আরও লিঙ্ক পাবেন : https://2msoffice-downloads.phpnuke.org/en/c09262/microsoft-office-2010

tnx ভাই