বন্ধুরা আশা করি সবাই ভালো আছ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। বন্ধুরা আজ আমি ms word 2007 এর উপর আমার ধারাবাহিক টিউটোরিয়াল এর ৪র্থ পর্বের লেখা শুরু করছি। যারা আমার পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেন নি তারা দেখে নিন এই লিঙ্ক থেকে। আজ আমি আপনাদের সাথে ms word 2007 এর একটি গুরুত্ব পূর্ণ কমান্ড নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা।
ms word 2007 এর প্রতিটি পেজে watermark(জলছাপ) দিবেন কিভাবে?
প্রথমে ms word 2007 ওপেন করুন তারপর Ribbon Bar থেকে Page Layout ট্যাবে ক্লিক করুন। Ribbon Bar না চিনলে এখান থেকে দেখে নিন। তারপর watermark এ ক্লিক করুন এবার যে অপশনটি এসেছে সেখান থেকে আপনি আপনার ইচ্ছামত ছবি অথবা যে কোন লেখা দ্বারা জলছাপ তৈরি করার জন্য Custom watermark এ ক্লিক করুন। না বুঝতে পারলে নিচের ছবিটি দেখুন
তারপরে যে অপশনটি আসবে সেখান থেকে ছবি দ্বারা জলছাপ তৈরি করার জন্য Picture Watermark এ ক্লিক করুন, তারপর Select picture এ ক্লিক করে আপনার হার্ড ড্রাইভে থাকা যে কোন একটি ছবি সিলেক্ট করে Ok বাটোনে ক্লিক করুন।
আবার যদি আপনি আপনার ইচ্ছা মত কোন লেখা দ্বারা জলছাপ তৈরি করতে চান তাহলে Text watermark এ ক্লিক করুন। তারপরে নিচের Language অপশন থেকে আপনি যে ভাষায় লিখতে চান সে ভাষাটি সিলেক্ট করুন, তারপরে Text অপশন থেকে যেখানে ASAP লেখা আছে তা মুছে দিয়ে আপনি যা লিখতে চান তা লিখুন, একই ভাবে নিচের থেকে Font, Size, Color ইত্যাদি আপনার মত করে ঠিক করে দিয়ে Ok বাটোনে ক্লিক করুন। আবার দেখুন আপনার কাজ সম্পূর্ণ রুপে হয়ে গেছে। আমি জলছাপ হিসাবে DO NOT COPY ব্যবহার করেছি।
আজ এই পর্যন্ত আবার দেখা হবে আগামী পোষ্টে ইন শা আল্লাহ, আল্লাহ হাফেজ।
পোষ্টটি প্রথম প্রকাশিত এখানে।
সোজন্যে ঃ- টেকটুইট২৪ ডট কম ।
ফেসবুকে আমি
আমি কবির হুসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।