একটি অসাধারণ এম.এস ওয়ার্ড প্লাগিন (পবিত্র কোরআনের সকল সূরা)

আস্সালামু আলাইকুম, সরাসরি কাজের কথায় আসি। আমরা যারা মাইক্রোসপ্ট ওয়ার্ডে লেখালিখি করি তাদের অনেক সময় আরবী টাইপ বা কোরআন শরীফের বিভিন্ন সূরা বা সূরার অংশ বা আয়াত প্রয়োজন হয়। তো তখন সেটা হরকত সহ টাইফ করা অনেক ঝামেলার ও সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। আমরা জানি মাইক্রোসপ্ট ওয়ার্ডে Add-ins নামক একটি মেনু আছে, সেটাতে বিভিন্ন Add-ins যোগ করে বিভিন্ন কাজ করা যায়। আজকে যে প্লাগিনটির কথা বলব সেটার মধ্যে পবিত্র কোরআনের সকল সূরা সন্নিবেশিত আছে। আপনার প্রয়োজন শুধু সিলেক্ট করা কোন সূরার কত নং আয়াত লাগবে। সিলেক্ট করে ওকে দিলেই সেই সূরার আয়াতাংশ আপনার ডকুমেন্টে পেষ্ট হয়ে যাবে কোন রকম ঝামেলা ছাড়াই। তো প্রথমে এই লিংক থেকে প্লাগিনটি নামিয়ে নিন (লিংকে ক্লিক করার আগে আপনার যে কোন জিমেইল এ লগইন করা থাকতে হবে)। স্বাভাবিক নিয়মে ইনস্টল করে নিন। তারপর মাইক্রোসপ্ট ওয়ার্ড ওপেন করে Add-ins মেনুতে যান। দেখবেন প্লাগিনটি চলে আসছে, জাস্ট ক্লিক করুন তারপর সূরা সিলেক্ট করুন তারপর কত নং আয়াত থেকে কত নং আয়াত প্রয়োজন সেটা দিয়ে দিন।

 

Level 0

আমি সাইফুল বিন আ কালাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জাযাকাল্লাহ্‌!

বাংলা অনুবাদ থাকলে আরও ভালো হতো। ধন্যবাদ!