মাইক্রোসফট অফিসে শর্টকাট ভাবে ফন্ট পরিবর্তন করুন মাত্র এক ক্লিকে…….

আজকে অনেক দিন পর টিউন করতে বসলাম। প্রথমেই বলে রাখি যারা এটা জানেন তাদের না পড়লেও চলবে। আর যারা জানেন না তারা দেখতে পারেন। মাইক্রোসফট ওযার্ডে লিখার সময় অনেক বার ফন্ট পরিবর্তন করা লাগতে পারে। তো এটা দ্রুত শর্টকাট করতে কিছু টিপস রয়েছে। এ নিয়েই আজকের আলোচনা।

প্রথমত আপনি মাইক্রোসফট অফিস ওপেন করুন। এরপর যদি আপনি মাইক্রোসফট অফিস ২০০৩ ব্যবহার করেন। তবে Tools Menu তে যান। এখানে দেখতে পারবেন Customize নামে একটা অপশন আছে। প্রথমে এই অপশন থেকে Command Option টা সিলেক্ট করুন। এবার এখান থেকে Keyboard Option এ গিয়ে Categories থেকে Fonts সিলেক্ট করুন। তাহলে বাম পাশের Command Option এ আপনার ফন্টগুলোর নাম লিখুন। এখান থেকে প্রথমে অাপনি আপনার কাঙ্খিত ফন্ট সিলেক্ট করুন। আমি ইংরেজী ফন্ট হিসেবে Times New Roman সিলেক্ট করলাম। এখন Press New Shortcut Key তে কার্সর রেখে অাপনি Alt+V চাপুন এরপর Assign এ ক্লিক করুন দেখবেন একটি সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা বাংলা ফন্ট হিসেবে Sutonny Mj সিরেক্ট করলাম এবং Press New Shortcut Key তে কার্সর রেখে অাপনি Alt+B চাপুন এরপর Assign এ ক্লিক করুন দেখবেন একটি সিলেক্ট হয়ে গেছে। এখন দুইটা অপশনই Close ক্লিক করে বেড়িয়ে আসুন। এখন যখনই বাংলা ফন্ট দরকার পড়বে তখনই কম্পিউটারের ভাষা পরিবর্তন করে Alt+B চাপুন দেখবেন ফন্ট পরিবর্তন হয়ে বাংলা হয়ে গেছে। আবার যখন ইংলিশ দরকার পরবে তখন আবার কম্পিউটারের ভাষা পরিবর্তন করে Alt+V চাপুন দেখবেন ফন্ট পরিবর্তন হয়ে ইংলিশ হয়ে গেছে। তো এবার লিখা শুরু করে দিন অারও দ্রুত। আরেকটা কথা কম্পিউটারের ভাষা পরিবর্তনের জন্য যারা বিজয় ব্যবহার করেন তারা Ctrl+Alt+B তে ক্লিক করলেই দেখবেন কম্পিউটারের ভাষা পরিবর্তন হয়ে গেছে।

নিচে আপনাদের সুবিধার্থে কিছু স্ক্রীণশট দিলাম.......

Customize এ ক্লিক করলে নিচের মত একটি উইনডো বার আসবে......... এখান থেকে Key board ক্লিক করলে Customize Keyboard এর মত আরেকটি বার আসবে........ এবার এখান থেকে Fonts এ ক্লিক করুন....

এবার ইংরেজীর জন্য Fonts থেকে Times new roman সিলেক্ট করে Press new shortcut key তে Alt+V চাপুন এবং Assign এ ক্লিক করুন........

তারপর আবার বাংলার জন্য Fonts থেকে Sutonny Mj সিলেক্ট করে Press new shortcut key তে Alt+B চাপুন এবং Assign এ ক্লিক করুন........

বাস এবার Close ক্লিক করে বেড়িয়ে আসুন। আর কি বোর্ড এর শর্টকাট অর্থাৎ Alt+B ও Alt+B চেপে আপনার কাঙ্খিত ফন্ট পরিবর্তন করুন। আরেকটা কথা মনে রাখবেন Alt+B চাপার সময় Alt এর পরে + চিহ্ন দেওয়ার দরকার নেই শুধু Alt ও B একসাথে চাপলেই হবে।

তো আজকের মত এখানেই সমাপ্তি পরের টিউনে মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭ এ কিভাবে ফন্ট পরিবর্তন করা যায় তা নিয়ে আলোচনার করব............. সেসময় পর্যন্ত সবাই ভালো থাকবেন। (আল্লাহ্ হাফেজ)

Level 0

আমি Nayem1237। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস