Microsoft Word 2013, ওয়ার্ড 2013 দিয়ে যাদের কাজ করতে হয়, তারা একবার হলেও উঁকি মেরে যান। হয়তো কাজের কিছু পেতেও পারেন

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের টিউন শুরু করছি।

শিরোনাম দেখেই নিশ্চয় অভিজ্ঞ মহাজনেরা বুঝে ফেলেছেন যে ওয়ার্ড 2013 এর টুকটাক সমস্যা নিয়েই আজকে টিউন সাজিয়েছি। অনেক শখ করে ওয়ার্ড 2013  ইন্সটল করেছি। বিজয়ের লেস্টেট ভার্সন বিজয় 71 এর অরজিনাল লাইসেন্স কপি ইন্সটল করেছি। কাজ করে যাচ্ছিলাম সুন্দর ভাবেই হঠাৎ করেই গতকাল থেকে ওয়ার্ড  তালবাহানা শুরু করলো। বাংলায় বেশ কিছু যুক্ত বর্ণ লিখলেই সেগুলো অটো চেঞ্জ হয়ে যাচ্ছিলো, 🙁 তো ভাবলাম যে অটো কারেক্ট অপশন থেকে হয়তো ঝামেলা করছে। তাই অটো কারেক্ট অপশন এ গিয়ে সকল টিক মার্ক তুলে দিলাম। কিন্তু কাজের কাজ কিছুই হলোনা। পড়ে গেলাম মহা ফাপড়ে, 🙄 সাহায্যের আবেদন করলাম টিটি’র ফেসবুক পেজে। কেউই কোন সাহায্য করলোনা। অবশেষে সমাধান পাওয়ায় এখন বেশ খুশি লাগছে। 😛  এখন ওয়ার্ডের অটোকারেক্টের সকল  অপশন এ টিক মার্ক দিয়ে দিব্যি শান্তি মতো বাংলা লিখছি 😆

তো ভাবলাম প্রিয় টিটি’র আরো  যতো বন্ধুরা আছে তাদের সাথে ব্যপারটা শেয়ার করি, হয়তো কারো কাজে লাগতে পারে।

সমস্যা ০১. বাংলা বর্ণ অটো চেঞ্জ হয়ে যাওয়া

বাংলা বিভিন্ন যুক্ত বর্ণ যেমনঃ গ্রু, রু, ব্ল ইত্যাদি লিখে স্পেস দিলেই তা অটো চেঞ্জ হয়ে যাচ্ছে। অটোকারেক্ট অপশনের সকল টিক মার্ক তুলে দিয়েও সমাধান হচ্ছেনা। এমনকি আমিতো সম্পূর্ন অফিস আনইন্সটল করে পুনরায় ইন্সটল করেও কোন ফল পাইনি।

সমাধান ০১. এটি আসলে ফন্টের ভার্সন গত সমস্যার কারণে সম্ভবত হয়ে থাকে

অফিসিয়াল কাজে সাধারণত আমরা বাংলা লিখতে সুতুনি এমজে ফন্টটি ব্যবহার করে থাকি। কিন্তু এ ধরনের সমস্যার ক্ষেত্রে আপনি খুব সহজেই এ মহা সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। আর তাহলো গুগোল এ সার্চ করে সুতনি এমজে ফন্টটি ডাউনলোড করে সেটি ইন্সটল করুন। আর দেখুন আপনার সকল সমস্যা সমাধান হয়ে গেছে। আপনি চাইলে আমার ড্রপ বক্স লিংক থেকেও ফন্টটি ডাউনলোড করে নিতে পারেন। Download : Font Name: SutonnyMJ version: Macromedia Fontographer 4.1 8/3/99

সমস্যা ০২. ওয়ার্ড ২০১৩ এর হেডার/ফুটারে প্রিন্টকৃত ফাইলটির লোকেশন কিভাবে প্রিন্ট করবো?

সমাধান ০২.

অনেক সময় প্রিন্টকৃত ডকুমেন্টটির লোকেশন অর্থ্যাৎ ফাইলটি কোন ড্রাইভের কোন ফোল্ডারের ভিতর আছে সেই তথ্যটি ডকুমেন্টটির হেডারে বা ফুটারে প্রিন্ট করার প্রয়োজন পড়ে। ওয়ার্ড  ২০০৩ ভার্সনে কাজটি খুব সহজে করা গেলেও ওয়ার্ড ২০১৩ এ এসে অপশনটি খুজে পেতে আমাকে বেশ কিছুটা গলদগর্ম হতে হয়েছিলো। সে যাই হউক ধরুন আপনি আপনার ডকুমেন্ট এর ফুটার এ সেটির লোকেশন প্রিন্ট করতে চাইছেন ওয়ার্ড ২০১৩ এ। কাজটি করার জন্য ডকুমেন্টটির যে কোন পেজের একেবারে নিচের দিকের (প্রিন্ট করলে যেখানে লেকেশনটি প্রদর্শিত হবে) মার্জিন এড়িয়ার বাইরে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে ডাবল ক্লিক করুন তাহলেই দেখুন সেখানে ফুটার টাইপ করার জন্য কার্সর চলে এসেছে। সেই সাথে উপরে রিবনে HEADER & FOOTER TOOLS নামক নতুন একটি ট্যাব সৃজন হয়েছে যার ভেতর DESIGN নামক ট্যাবটি সিলেক্টকৃত অবস্থায় আছে। (যদি নাথেকে থাকে তাহলে ক্লিক করে সিলেক্ট করুন HEADER & FOOTER TOOLS >DESIGN ) এবার লক্ষ্য করুন যে ডিজাইন ট্যাবের ভেতর Insert নামক একটি গ্রুপ আছে। এই গ্রুপ থেকে Quick Parts টুলটির পাশে ছোট্ট যে ডাউন এ্যারো আছে সেটিতে ক্লিক করুন তাহলে যে ড্রপডাউন মেনু আসবে সেখান থেকে Field টুলটি নির্বাচন করুন।

আপনার সামনে Field ডায়লগ বক্সটি চলে আসবে। এবার এই ডায়লগ বক্স এর Field Names: বক্স থেকে  FileName ফিল্ডটি খুজে বের করুন এবং নির্বাচিত করুন। এবার লক্ষ্য করুন ডায়লগ বক্সের ডান পাশে Field options হতে  Add Path to filename চেক বক্সে টিক মার্ক দিন। ওকে করুন ।

দেখুন আপনার ডকুমেন্টটির লোকেশন আপনার ফুটারে এ্যাড হয়ে গিয়েছে। একটু সতর্কতা * যদি এ্যাডকৃত লোকেশনের ফন্ট ঠিকমতো প্রদর্শন না করে উল্টা পাল্টা বাংলা দেখায় সেক্ষেত্রে  আপনি পুরো লাইনটিকে সিলেক্ট করে ফন্ট পরিবর্তন করে যেকোন ইংরেজি ফন্ট নির্বাচন করুন দেখুন আপনার কাজ হয়ে গিয়েছে।

সমস্যা ০৩. ওয়ার্ডে টেবিলে কাজ করতে অনেক সময় Split Cells / Merge Cells করার প্রয়োজন পড়ে কিন্তু এটির কীবোর্ড শর্টকাট কী জানিনা।

সমাধান ০৩.

Split Cells কিংবা Merge Cells করার কোন শর্টকাট কীওয়ার্ডে বাই ডিফল্ট দেয়া থাকেনা 🙁 । তাই খোঁজে লাভ নেই। 🙄 এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন তাহলে নিজের পছন্দ মতো শর্ট কাট তৈরী করে নিতে পারেন।  😯 আর ওয়ার্ড ২০১৩ তে শর্টকার্ট তৈরীর জন্য। কীবোর্ড থেকে Alt+F চাপুন এবার  T চাপুন তাহলেই Word Option ডায়লগ বক্স চলে আসবে। এবার বামপাশের প্যান থেকে Customize Ribbon নির্বাচন করুন।

এবার ডায়লগ বক্সের নিচের দিকে লক্ষ্য করুন নিচের দিকে Keyboard shortcuts: Customize বাটন আছে সেখানে ক্লিক করুন। আপনার সামনে Customize Keyboard ডায়লগ বক্স আসবে।এবার Categories: লিস্ট থেকে Table Tools Layout Tab  নির্বাচন করুন এবং ডান পাশের  Commands: লিস্ট থেকে TableMergeCells  খুজে বের করে নির্বাচিত করুন। এবার নিচের  Press new shortcut key: বক্সে কার্সর রেখে আপনার পছন্দ মতো শর্টকাট চাপুন (যেমন Ctrl+M) এবং নিচের  Assign বাটনে ক্লিক করে কমান্ডটি এ্যাসাইন করে দিন।

তারপর একই ভাবে Commands: লিস্ট থেকে TableSplitCells খুজে বের করে নির্বাচিত করুন। এবং উপরে দেখানো পদ্ধতি মতো নিজের পছন্দ মতো শর্টকাট কী এ্যাসাইন করুন। এবার মনের আনন্দে টেবিলে কাজ করুন আপনার পছন্দের শর্টকাট কী ব্যবহার করে। এই পদ্ধতি ব্যবহার করে আপনি ওয়ার্ডের যেকোন কাজের জন্য পছন্দের শর্টকাট তৈরী করে নিতে পারেন।

তারপরও যাদের সমস্যা হচ্ছে তাদের জন্য তো টিউনের নিচে টিউমেন্ট বক্স খোলাই আছে।

(শুধুমাত্র নতুন টিটি ব্যবহারকারীদের জন্য ) আর হ্যাঁ টিউনটি পড়ে আপনার যদি মনে হয় যে এই টিউনটি অন্যদেরও কাজে লাগতে পারে তাহলে অন্যদের পড়ার সুবিধার্থে  অবশ্যই কমেন্ট করুন/ এবং “নির্বাচিতটিউন মনোনয়ন” লিখাটির নিচের থামস্ আপ বাটনে ক্লিক করুন। তাহলে টিউনটি হট টিউন বিভাগে কিছুদিন স্টিকি হয়ে থাকবে। আর যদি মনে করেন যে কিছুদিন পর আবার হয়তো আপনাকে এইটিউন টি খুজতে হতে পারে, তাহলে  “প্রিয় টিউনে যুক্ত কর”বাটনে একটি ছোট্ট ক্লিক দিন ব্যাস আপনাকে আর টিউন খুজে মরতে হবেনা। আর ফেসবুকের লাইক অপশনে ক্লিক করে টিউনটি আপনার ফেসবুক টাইম লাইনেও প্রকাশ করতে পারবেন।

পরিশেষে সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের টিউন। ঈদমোবারক

Level 2

আমি মোহাম্মদ খালিদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 1511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর হয়েছে @ চালিয়ে যান খালিদ ভাই

    @হোছাইন আহম্মদ: প্রথমেই আপনার কমেন্ট পেয়ে সত্যিই খুবই খুশি হলাম। কেমন আছেন হোছাইন ভাই।

    @হোছাইন আহম্মদ: হোছাইন ভাই আপনার সাহয্য দরকার। আগে সাইট দেখুন আপনার পরিচিত মনে হবে।

প্রথমেই বলে রাখছি নির্বাচিত টিউন হিসেবে মনোনয়ন করেছি কারন টিউনটি অনেকেরই কাজে লাগবে।আর খালিদ ভাইয়ের টিউন দেখে মাঝে মাঝে অবাক হয়ে যায় যে এটা কি আমার পরিচিত খালিদ ভাই না কি অন্য কোন খালিদ।সত্যি অসাধারন।আপনার সাবলীল উপস্থাপনা অনেক ভালো লাগলো।আগামী টিউনের অপেক্ষায়………… আমরা সবাই।

    @প্রবাসী: খান রওনক আলী প্রবাসী যে আমার কাছে আমার আদর্শ টিউনার। যার টিউনের সময় অপেক্ষায় আমি সবসময় থাকি। টিউনটি নির্বাচিত হবে কিনা আমি জানিনা, তবে প্রবাসীর কমেন্ট আমার টিউন করাকে করলো সার্থক। অনেক অনেক কৃতজ্ঞতা প্রবাসী ভাই।

ভাই আমার কম্পিউটারে ল্ল, ল্প, রু ইত্যাদি যুক্ত হইনা সুতানু এমজি তে। অনেক চেষ্টা করেছি ঠিক হইনি আপনারটা ও চেষ্টা করলাম হল না? একটু যদি সমাধান দেন?

    @আব্দুর রব: অনেক ধন্যবাদ ভাই। আপনি অফিসের কোন ভার্সন ব্যবহার করেন এবং বিজয়ের কোন ভার্সন ব্যবহার করেন তা একটু কষ্ট করে জানান। সেই সাথে অটোকারেক্ট অপশনগুলোও একটু চেক করুন।

Level 0

ভাই, দয়া করে প্রথম থেকে শিখানো শুরু করেন। স্ক্রীন শর্ট দিয়ে যে গুলো খুব দরকারী সেগুলো ধারাবাহিক ভাবে লিখুন।

    @nil cactus: আপনার মূল্যবান পরামর্শের জন্য অনেক ধন্যবাদ ভাই। কিন্তু সমস্যা হলো ওয়ার্ড ২০১৩ নিয়ে শুরু থেকে ধারাবাহিক ভাবে টিউন করার জন্য যে পরিমান সময় প্রয়োজন তা আমার হাতে নেই। তবুও আপনার কমেন্ট আমাকে আগামীতে টিউন করার উৎসাহ যুগালো। আর এই টিউন এ আমি প্রয়োজন মতোই স্ক্রীন শর্ট ব্যবহারের চেষ্টা করেছি। তারপরও যদি কোন স্টেপ বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে নির্দিষ্ট ভাবে বলুন আমি অবশ্যই প্রয়োজনে নতুন আরো স্ক্রীন শর্ট যোগ করে দেবো।

Level New

ভাই দয়া করে বলবেন কি কিভাবে ফন্ট ভিউ ইংরেজীতে দেখা যাবে।

    @dmehedi: ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য, কিন্তু আপনার প্রশ্নটি আমি বুজতে পারিনি। দয়া করে একটু ডিটেইলস লিখুন।

Level New

Front Preview তে কিভাবে English দেখা যাবে। বিভিন্ন ফন্টের নাম বাংলাতে আসে। যেমন SutonnyMJ আসে ঝঁঃড়হহুগঔ এটা আমি English দেখতে চাই

    @dmehedi: কষ্ট করে পুনরায় কমেন্ট করার জন্য ধন্যবাদ। কিন্তু আপনার প্রশ্নের জবাব আমার জানা নেই ভাই। যদি কেউ পারেন তাহলে কমেন্ট করে জানানোর অনুরোধ করছি।

Thanks vai…

আমাদের মতো নতুনদের জন্য অনেক উপকারী টিউন হয়েছে খালিদ ভাই। আগামীতে আরো টিউন চাই। টেকটিউনস্ এ এইটা আমার প্রথম টিউমেন্ট

    @জয় আহমেদ: কারো উপকার করতে পারাটা অদ্ভুত এক আনন্দের কাজ। টেকটিউনস্ এ স্বাগতম ভাই। আশা করি নিয়মিত টেকটিউনস্‌ এ টিউমেন্ট করবেন।

Level 0

মোহাম্মদ খালিদ হোসাইন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটা পোষ্টের জন্য। যদি কিছু মনে না করেন তবে আপনার কাছে কয়েকটি লিংক শেয়ার করছি । আশাকরি সবার উপকার হবে। প্লিজ এটাকে অন্য কোন কিছু ভেবে নিবেন না। হয়ত অনেক ভাই বলতে পারেন স্প্যামিং । কিন্ত আসলে এখানে বালায় লিখতে অনেক দেরী হচ্ছে । তাই শেয়ার করলাম। ভুল হলে দয়াকরে অবশ্যই ক্ষমা করবেন।
http://www.skytipsbd.com/how-can-fix-microsoft-word-product-activation-key-failed/
http://www.skytipsbd.com/how-to-fix-font-problem-of-microsoft-word-2010/
http://www.skytipsbd.com/how-to-write-bangla-font-clearly/
http://www.skytipsbd.com/how-to-add-path-to-file-name-on-microsoft-word-document/
http://www.skytipsbd.com/how-to-get-equation-in-office-word-2010/
http://www.skytipsbd.com/how-to-fix-bijoy-bayanno-fonts-problem/
http://www.skytipsbd.com/how-to-get-keyboard-shortcut-of-microsoft-word/

Microsoft Word 2013 এর প্রোডাক্ট কি বা ক্র্যাক ফাইল কিভাবে পেতে পারি , একটু হেল্প করবেন ??
আমার কাছে Microsoft Word 2013 নেয় , আমি কোন লিঙ্ক থেকে ডাউনলড করে নিতে পারি , যদি কাইন্ডলি বলে দিতেন 🙂

ধন্যবাদ ভাই