সবাইকে সালাম জানিয়ে আমি আমার প্রথম পোস্ট শেয়ার করছি। মাইক্রোসফট অফিস ওয়ার্ডে বেকগ্রাউন্ড পিকচার দিতে চাইলে প্রথমত আপনাকে যা করতে হবে তা হল আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামটা চালু করতে হবে। এরপর আপনি প্রথমে Menu বার থেকে Format েএ যাবেন এরপর Background ক্লিক করে Printed Watermark সিলেক্ট করুন এবার Picture Watermark সিলেক্ট করে আপনার কাঙ্খিত ছবিটি সিলেক্ট করুন এরপর ok ক্লিক করুন দেখবেন আপনার বেকগ্রাউন্ডে জলছাপ ছবিটি সেট গেছে।
আপনাদের সুবিধার্থে কিছু স্ক্রিনশট দিলাম।
Format > Background > Printed Watermark
এরপর Picture Watermark> Select Picture. এরপর একটি ছবি সিলেক্ট করে ok ক্লিক করুন।
আমি Nayem1237। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ। জানা ছিল না জানলাম।