মাইক্রোসফট ওয়ার্ডে ফন্টের সাইজ পরিবর্তন করুন সহজে কীবোর্ড দিয়ে!

আসালামু আলাইকুম । কেমন আছেন সবাই । আশা করি ভাল আছেন। আলহামদুল্লিাহ  আমি ও ভাল আছি।

আমি গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে কীবোর্ড দিয়ে ফন্ট বদলানো যায় । আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে  কীবোর্ড দিয়ে ফন্টের সাইজ বদলানো যায়। সাধারনত মাউস দিয়ে যেকোন কাজ করলে তা ধীর গতির হয়ে যায়।
একটি ডকুমেন্ট এ বিভিন্ন ফন্ট সাইজের লেখার প্রয়োজন পড়ে। তাহলে চলুন দেখি কিভাবে কীবোর্ড এর মাধ্যমে ফন্ট সাইজ বদলানো যায় অতি সহজে......

প্রথমে আপনি যে লেখাকে বড় বা ছোট করবেন সে লেখাটিকে সিলেক্ট করুন। Shift + এ্যারো কী গুলোর মাধ্যমে আপনি লেখাকে ডানে বামে বা উপরে নিচে সিলেক্ট করতে পারবেন। আর সম্পূন ডকুমেন্টের লেখাকে সিলেক্ট করতে চাইলে কীবোর্ড থেকে Ctrl + A চাপুন।

লেখা সিলেক্ট থাকা অবস্থায় আপনি কীবোর্ড থেকে  Ctrl + ] চাপতে থাকুন তাহলে দেখবেন লেখার ফন্ট সাইজ বাড়েতেছে !!!!!!!

এবার লেখা সিলেক্ট থাকা অবস্থায় আপনি কীবোর্ড থেকে  Ctrl + [  চাপতে থাকুন তাহলে দেখবেন লেখার ফন্ট সাইজ কমতেছে !!!!!!!

Level 0

আমি আজাদ খাঁন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 185 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, বুঝলাম না এইটা কিভাবে সুপার ডুপার টিপস হইল। যাইহোকা শেয়ার করার জন্য dhonybad.

ভাই সুপার ডুপার টিপস লেখাটা আসলে আমি দিইনি! আমি কিছুদিন আগের ম্যাক্রো নিয়ে একটা টিউন করেছিলাম । পড়ে এটাকে টেকটিউনস সুপার ডুপার টিপস:১ করেছিল। এজন্য এটাকে ২ দিলাম।

সুপার ডুপার লেখাটা বাদ দিলাম।

আজাদ ভাই, আপনার Excel এর উপর টিউনগুলো কিন্ত সুপার ডুপার তা কিন্তু বলা যায়। আপনাদের কাজ থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। ধন্যবাদ আপনাকে

আগে জানা ছিল, নতুনদের অবশ্যই কাজে আসবে ধন্যবাদ টিউনটি আমাদের মাঝে শেয়ার করার জন্য

তোমাকে ও ধন্যবাদ @সপ্নীল সাগর

ধন্যবাদ আপনাকে, আমি মূলত নতুনদের জন্যই টিউন করি @হোছাইন আহম্মদ