মাইক্রোসফট ওয়ার্ড এ ফন্ট চেইঞ্জ করুন কীবোর্ড দিয়ে!

আসালামু আলাইকুম । কেমন আছেন সবাই । আশা করি ভাল আছেন। আলহামদুল্লিাহ  আমি ও ভাল আছি। অনেক সময় আমাদেরকে বাংলা ও ইংরেজী একসাথে টাইপ করেত হয়। আর তখনই ঘটে বিড়ম্বনা বার বার মাউস দিয়ে ফন্ট বদলাতে হয়। সাধারনত মাউস দিয়ে যেকোন কাজ করলে তা ধীর গতির হয়ে যায়। আজকে আমরা দেখব কিভাবে কীবোর্ড দিয়ে ফন্ট বদলানো যায়।।।আর নয় কথা চলুন মিশন শুরু করা যাক………………………..

আমরা ফন্ট বদলানোর জন্য এই  কীবোর্ড শর্টকাট টি তৈরী করব ম্যাক্রো এর মাধ্যমে ।।

ম্যাক্রো তৈরী করা

১ম ধাপ:

মাইক্রোসফট ওয়ার্ড  চালু করুন। তারপর View মেনুতে ক্লিক করুন। এরপর Macro এর ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে Record Macro তে ক্লিক করুন।

২য় ধাপ:

Macro Name এ একটি নাম দিন । যেমন: Bangla। তারপর Keyboard এ ক্লিক করুন।

৩য় ধাপ:

তারপর কীবোর্ড থেকে F8 কী চাপুন। এরপর Assign এ ক্লিক করে Close এ ক্লিক করুন।

৪র্থ ধাপ:

এখন Home মেনুতে গিয়ে নির্দিষ্ট বাংলা ফন্ট ও সাইজ সিলেক্ট করুন।

৫ম ধাপ:

View মেনুতে গিয়ে  View>Stop Recording এ ক্লিক করুন।

ব্যস কাজ খতম!!! এখন যখনই মাইক্রোসফট ওয়ার্ড এ ঢুকবেন কীবোর্ড থেকে F8 চাপবেন, আর দেখবেন বাংলা ফন্ট সিলেক্ট হয়ে গেছে!!!!!!!!

উপরের ধাপ গুলো অনুসরন করে এবার ইংরেজী ফন্ট এর জন্য আরেকটি কীবোর্ড শর্টকাট তৈরী করে ফেলুন ঝটপট।।।।।।।

আজ এ পর্যন্ত । কেমন লাগল জানাবেন।।।

Level 0

আমি আজাদ খাঁন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 185 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

খুব খুব সুন্দর হয়েছে। এগিয়ে যাও আমারা আছি তোমার সাথে।

ধন্যবাদ আপনাকে @jehad boksh

আপনার পস্টটা ভালো লাগো। ধন্যবাদ।

জটিল তো

valo . thanks for share.

Level 0

সমস্যায় ছিলাম সমাধান হল

ধন্যবাদ সবাইকে…………..

শুনে ভাল লাগলো… @GreenArmy:

চালিয়ে যান সাথেই আছি।

ধন্যবাদ আপনাকে @মোহাম্মদ খালিদ হোসাইন

ata korar por F8 die age j kaj kora jeto seta ki kaj korbe na,???

আপনি যেকান কী ব্যবহার করতে পারবেন, তবে খেয়াল রাখবেন ডিফল্ট যে কী গুলো আছে ঐ গুলো না দেয়ার জন্য.

jotil . onek bhalo laglo

ধন্যবাদ @Md. Mustafizur Rahman

very fine