পাওয়ার পয়েন্টের সাহায্যে এনিমেশন তৈরি করুন How to Make Animation by MS Office Powerpoint

আশাকরি ভালোই আছেন। আজ আমি আপনাদের শেখাব মাইক্রোসফট অফিস পাওয়ারপয়েন্ট দিয়ে কিভাবে এনিমেশন ভিডিও তৈরি করতে হয়। তো চলুন শুরু করি

powerpoint animation, powerpoint, animation, how to, animation in powerpoint, animation powerpoint, powerpoint animation tutorial, powerpoint tutorial, powerpoint 2016, how to make powerpoint animation, advanced animation in powerpoint, how to make a powerpoint, how to start and stop animation in powerpoint, how to use custom animation in ms powerpoint 2007, how to make bubbles in powerpoint; animation, how to, how to animate, how to make animation, how to make, 2d animation, how to draw, how i started animation, how to animate on ipad, how to make 3d animation movie, how to make 3d animation story, how to make 3d animation showree, how to make 3d building animation, how to make cartoon animation video, how to make 3d animation movie at home, animator, how to do animation; how to make animation, how to make animation in powerpoint, ppt animation, powerpoint animation, power point animation, easy animation, powerpoint 2016 animation, powerpoint 2016, animation powerpoint, cartoon kaise banate hai, animation in powerpoint, 2d animation, powerpoint 2016 tutorial, 2d animation in powerpoint, android me animation cartoon kaise banaye, animation scene, powerpoint effects, motion graphics tutorial;

প্রথমে পাওয়ারপয়েন্ট ওপেন করুন

তারপর Blank Pressentation অপশনটি সিলেক্ট করুন

এবার টেক্সট বক্স দুটি ডিলেট করে দেই। ইমেজে দেখানো জায়গায় ক্লিক করে ডিলেট বাটনে প্রেস করি।

Insert মেনু থেকে Shape option থেকে freedom শেপে ক্লিক করি

এখন এই শেপের সাহায্যে একটা সিড়ি তৈরি করব তার জন্য নিচে দেখানো জায়গায় Shift বোতাম চেপে ধরে মাউসের লেফট বাটনে প্রেস করে করে সিড়ি তৈরি করি।

হয়ে গেল সিড়ি তৈরির  কাজ এবার ব্যাকগ্রাউন্ড সেট করব। এর জন্য ব্যকগ্রাউন্ডের যেকোন জায়গায় মাউসের রাইট বাটন প্রেস করে format background এ ক্লিক করি।

তাহলে এরকম অপশন আশাকরি এবং স্ক্রিনে দেখানো patern টা  বেছে নেই।

ইটের কালার লাল আর ইটের বর্ডার কাল সিলেক্ট করি

ইমেজে দেখানো কাজ গুলো করি

এবার সিড়িতে মাউস এ ক্লিক করি আর format  অপশন থেকে Shape fill>Texture> আর ইমেজে দেখানো টেক্সার টা সিলেক্ট করি।

আবার shape outline No outline  সিলেক্ট করি।

Shape Effect > Bevel এবং ইমেজের বেভেল্টি নেই।

তারপর বেভেল অপশন টা নিচের মত করে ইডিট করে নেই। width=111 height =55

আবার একটা শেপ নিব frame shape। এটাকে সিড়ির মত করে ইডিট করে নেই। শুধু width = 20 height = 11

এখন ইন্সার্ট থেকে একটা ইমেজ নিতে হবে। আমি nature  ইমেজ নিব।

এবার ইমেজটাকে ড্রাগ করে করে ছোট করে ফ্রেমের ভেতর বসাই

এখন ফুটবলের একটা ইমেজ ইন্সার্ট করি এর জন্য ইমেজে দেখানো জায়গাতে ক্লিক করি

ফুটবলের ছবিটা ইন্সার্ট  করি

নিচের মত করে ফুটবল টী রাখি। একবারে টপ সাইডে।

এখন  animation option  এ ক্লিক করে ইমেজে দেখানো  custom path টিতে ক্লিক করুন।

এরপর মাউসের লেফট বাটন চাপদিয়ে ধরে ফুটবলের নিচের দিক থেকে সিড়ি গুলোর উপর বাউন্স আকৃতি তৈরি করুন। হয়ে গেলে এন্টার প্রেস করুন।

দেখে নিন ইমেজ টি

এবার preview এ ক্লিক করে দেখে নিন ঠিক আছে কিনা। তারপর

এখন duration এ ক্লিক করে ৪.৭৫ দিয়ে দিন

এবার এটাকে file > save as> mpeg-4  অর্থাৎ ভিডিও ফর্মেটে সেইভ করি।

এরকম আরো সুন্দর সুন্দর এনিমেশন তৈরির জন্য ভিসিট করুন sanzidredoy24.xyz

Level 3

আমি সানজিদ আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস