মাক্রোসফট পাওয়ার পয়েন্টের জাদুর খেলা- পর্ব ১

বর্তমান সময়ে আমাদের মাঝে মধ্যেই নানারকম প্রেজেন্টেশন দেয়া লাগে। এই সকল প্রেজেন্টেশন গুলো তৈরী করতে এবং সবার সামনে আকর্ষণীয় রূপে তুলে ধরতে আমরা যে প্রোগ্রাম টি ব্যবহার করতে পারি তা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট অফিস সফটওয়্যার এর মধ্যে অন্যতম একটি প্রোগ্রাম হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আজকে আমরা জানব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এর বেসিক কিছু বিষয়।

Microsoft Power Point কি ?

MS Office এর গুরুত্বপূর্ণ অংশ হল Microsoft  Power point। একে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বলা হয়। প্রেজেন্টেশন কথার অর্থ হল উপস্থাপন করা। কোন বিষয় সম্বন্ধে বিভিন্ন তথ্যকে উপস্থাপন করার পদ্ধতিকে Presentation বলে। যেমন- বিভিন্ন আলোচনা চক্র, বিভিন্ন প্রদর্শনী, সভাসমিতি, কনফারেন্স, সেমিনার ইত্যাদি জায়গার কোন বিষয় বস্তুর উপর বক্তা তার মতামত দর্শক ও শ্রোতাদের কাছে উপস্থাপন করে থাকেন। কিন্তু বক্তার অনুপস্থিতে দর্শক ও শ্রোতারদের মনোযোগ ও দৃষ্টি আকর্ষণ করার জন্য বক্তা তার বিষয় বস্তুতে বিভিন্ন লেখা, ছবি, সাউন্ড, গ্রাফ ইত্যাদি ব্যবহার করেন। তারপর Projector এর মাধ্যমে সেগুলি দর্শকের সামনে তুলে ধরেন।  আর এই সমস্ত কাজ পাওয়ার পয়েন্টে সহজে করা যায়। এছাড়াও এরকম অনেক কাজ পাওয়ার পয়েন্টে করা যায়।

পাওয়ার পয়েন্টের সাহায্যে কি কি কাজ করতে পারবেন?

  • একটি সম্পূর্ণ উপস্থাপনা (Presentation) করা যায়।
  • স্লাইডে চ্যাট, গ্রাফ, ছবি, সাউন্ড ব্যবহার করা যায়।
  • স্লাইড গুলি একত্রে একটি ফাইলে (File) এ store করা যায়।
  • স্লাইড গুলি প্রয়োজনে প্রিন্ট দেওয়া যায়।
  • Presentation টিকে Internet এর মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো যায়।
  • Slide  গুলি প্রয়োজনে Edit বা Delete করা যায়।
  • বিষয়গুলি আলাদা আলাদা স্লাইড (Slide)  এ লেখা যায়।
  • স্লাইড এর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন Design (ডিজাইন) দেওয়া যায়।
  • Projector এর সাহায্যে slide show করিয়ে কোন বিষয় উপস্থাপন করা যায়।
  • ওয়েবসাইট ডিজাইন করা যায়।
  • ছবি এডিট করা যায়।
  • যেকোনো অফিসিয়াল প্রেজেন্টেশন খুব সহজেই উপস্থাপন করা যায়।

আজকের পর্বে শুধু পাওয়ার পয়েন্ট এর প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এর পরের পর্বে পাওয়ার পয়েন্টে কিভাবে কাজ করতে হবে তা লিখার চেষ্টা করব। এছাড়াও পাওয়ার পয়েন্টের প্রাথমিক বিষয়গুলো নিয়ে কারো কিছু জানার থাকলে টিউমেন্টস সেকশনে বা [email protected] ইমেইলে জানাবেন। লিখাটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

আব্দুল্লাহ আল মেহেদী

রাজশাহী

Level 0

আমি আব্দুল্লাহ আল মেহেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস