মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে ভিডিও বানাবেন যেভাবে

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম।
অনেক পর আজকে ফিরে এলাম ভিন্নতর একটা টিউটোরিয়াল নিয়ে।
কেমন আছেন সবাই?
আশা করি অবশ্যই ভালো?
আর ভালো থাকারও কথা, গতকাল আমাদের জাতীয় দল টেস্ট ম্যাচ জিতেছে সেই আনন্দে অবশ্যই মন ভালো থাকার কথা।

যাইহোক চলুন মূল আলোচনায় চলে যাই।
প্রথমেই আপনাকে কিছু টিপস দেই।
আমরা তো সচরাচর অনেকেই মাইক্রোসফট এর অফিস প্যাকেজ ব্যবহার করি, তাইনা?
তো আমরা যদি একটু ভিন্ন ভাবে আমাদের সেই প্যাকেজ এর মধ্যে থাকা প্রেজেন্টেশন প্রোগ্রাম "এম এস পাওয়ার পয়েন্ট" এর একটা মজাদার কাজ করি তাহলে আমাদের অন্য কোনো ভিডিও এডিটিং এর প্রয়োজন পড়বে না।
আমরা অইটার সাহায্যেই আমাদের ভিডিও এডিট এর কাজ করতে নিতে পাড়বো।

আমাদের যাদের লো-কনফিগার এর পিসি তারাও এটা দিয়ে খুব সুন্দর ভাবে ভিডিও এর ইফেক্ট গুলো দিতে ভিডিওতে জীবন্ত রুপ দিতে পারবেন।

এইটার বেশ কিছু সুবিধা ও অসুবিধা আছে। এইটা আপনার খুব কাজে আসবে তা নয়!
এইটা যে সব সময় ব্যবহার যোগ্য, তাও কিন্তু নয়!
সব কিছুই আপনার ইচ্ছার উপর নির্ভর করবে।
যেমন ধরুণ,
আমি একটা ইফেক্ট দিবো
"আমার লেখাটা স্লিম ভাবে আসবে এবং এসে অন্য রকম একটা রঙ দিয়ে আবার ঘুরে চলে যাবে"
এক্ষেত্রে এনিমেশন এর কাজে আপনাকে যেতে হবে।

কি হলো?
ভয় পেয়ে গেলেন?
তাহলে আমি আছি কেন? যে কোনো সমস্যার জন্য আমাকে নক করবেন।
আর আপনাদের বোঝার স্বার্থে একটা সর্ট ১৫:৫৯ সেকেন্ডের একটা ভিডিও বানিয়েছি যাতে আপনি/আপনারা সহজেই বুঝতে পাড়েন।

ভিডিও দেখলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে।
আরেকটা কথা বলে রাখি,
সব কিছুই নির্ভর করে আপনার কাজের ধরণ এবং আপনার প্রাকটিস এর উপর।
যে যত প্রাকটিস করবে, সে তত বেশি ভালো করে শিখতে পাড়বে।
আশা করি আমি বোঝাতে সক্ষম?

প্রয়োজনীয় লিংকঃ

ডাউনলোড করতে চান না?
আপনার না থাকলে ডাউনলোড করে নিতে পারেন।
এখন যাদের পিসি/ল্যাপটপ আছে তাদের অফিভ ইন্সটল করাই থাকে এর পরেও যদি না থাকে তাহলে আমি ইন্সট্রাকশন দিচ্ছি আপনি কাজ চালিয়ে যান।
তার আগে ডাউনলোড করে ফেলুন এখান থেকে।
Office 2016 for x64

Office 2016 for x86
এবার জিপ ফাইলটা এক্সট্রাক করে ফেলুন এবং "সেটাপে ডাবল ক্লিক করুন"
যদি লাইসেন্স কি চা তাহলে ফাইলের ভেতরেই লাইসেন্স কি আছে সেটা কপি করে পেস্ট করে কন্টিনিউ করুণ।
ব্যাস আপাতত একটু জিরান, জিরা পানি খান 😜
এবার ইন্সটল হয়ে গেছে দেখুন।
স্টার্ট মেনু থেকে রান এ ক্লিক করুন এর পর লিখুন "MS Powerpoint" বান্দা হাজির হয়ে যাবে।
এখন আপনি আমার বানানো টিউটোরিয়াল দেখে কাজ গুলো চালিয়ে যেতে থাকুন।

আগামীতে দেখাবো কিভাবে সাউন্ড সিস্টেম এর কাজ করতে হয়।
আশা করি সাথেই থাকবেন।

ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখেবন।
যে কোনো সমস্যার জন্য টিউমেন্ট করতে পাড়েন। ইনশাহ আল্লাহ্‌ হেল্প করতে পাড়বো।
আজ আসছি, দেখা হবে আগামী টিউটোরিয়ালে, সবাই সুস্থ্য থাকুন, সুন্দর থাকুন, মেতে থাকুন প্রযুক্তির সুরে।
আল্লাহ হাফেজ।

প্লাস করুন আমাকে
ফলো করুন আমাকে
মেসেজ করুন আমাকে
ট্রিক্স এবং টিপস পেতে এখানে ক্লিক করুন

Level 8

আমি মামুন। COO, Injaazh Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস