আজ আপনার বয়স কত? মাঝে মাঝেই এই প্রশ্নের সম্মুখিন আমাদের হতে হয়। হুট করে বয়স বের করাটাও সব সময় সহজ হয় না। সেই কবে বয়স নির্ণয়ের অংক করেছিলাম, আজ কি আর মনে আছে? কিন্তু বয়স নির্ণয়ের এই অংকটা আমাদের প্রায়ই করতে হয়। বিশেষত সরকারী কোন চাকরীতে আবেদন করতে অথবা বিভিন্ন ধরনের ফরম পূরণের সময় বয়স নির্ণয় করতে হয়।
এই বয়স নির্ণয়টা Microsoft Excel এ মাত্র অল্প সময়ে এবং খুব সহজেই করা যায়। ১ মিনিটেরও কম সময়ে
Microsoft Excel এ আপনি বানিয়ে ফেলতে পারেন Age Calculator.
ইউটিউবে বয়স নির্ণয়ের এই ভিডিওটা দেখলে, Microsoft Excel এ বয়স নির্ণয়ের সুত্রটা খুব সহজেই বুঝতে পারবেন। আর এই ভিডিও এর ডেস্ক্রিপশন লিংকে বয়স নির্ণয়ের Excel ফাইল আপলোড করা আছে, ফাইলটা ডাউনলোড করে শুধুমাত্র আপনার জন্মতারিখ আর আজকের তারিখ দিলেই আপনার বয়স বের করতে পারবেন। বয়স নির্ণয়ের সুত্রটা মনে না রাখলেও চলবে, বয়স নির্ণয়ের সুত্রটা Excel ফাইলে দেওয়া আছে।
আমি কামরুল নূর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।