এই ভিডিও লেকচার তৈরীতে আমি এক্সেল ২০১০ ভার্সন ইউজ করেছি। যারা ২০০৭, ২০১০, ২০১৬, ২০১৩ এক্সেল ভার্সনও ইউজ করে থাকেন তাদের জন্যেও একই নিয়ম এই ভিডিওতে ব্যবহার করা হয়েছে। আমরা জানি এক্সেল শিখতে শিখতে অনেকটা ধারাবাহিকভাবে শিখার প্রয়োজন হয় কিন্তু প্রায়ঃশ আমরা শিখতে গিয়ে অনেকাংশে ধারাবাহিকতা বজায় রাখতে পারি না যা কারণে পর্যাপ্ত শিখা সম্ভব না। তাই এখানে আমি সবার জন্যে এই টিউটোরিয়ালগুলো তৈরি করেছি যাতে একজন স্টুডেন্টস থেকে শুরু করে একজন জব হোল্ডার, এনজিও কর্মী, ডাটাবেজ অফসারসহ অনেকের কাছে বেশ উপভোগ্য হবে বলে আশাবাদী।
ধারাবাহিকভাবে ভিডিওগুলো এখানে যুক্ত করলাম। অবশ্যই পার্ট -১ শেষ না করে পার্ট -২ তে না যাওয়ার অনুরোধ রইলো যদি আপনার বেসিক লেভেলের এক্সেলে জ্ঞান না থাকে।
পূর্ব প্রকাশিতঃ সিইউলাইভ২৪ http://culive24.com/?p=21323
আমি Blogger Arfan। Founder, SiT, Cox's Bazar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
I am Arfan who is professionally working on SEO and WEB Design in Various marketplaces and also Working As a virtual Assistant In USA. My Aim is to share my Professional knowledge totally free on Various blog sites :)