আসালামু আলাইকুম, সকলের শুভ কমনায় আমার প্রথম টিউনটি শুরু করছি। টেকটিউনস থেকে অনেক উপকৃত হয়েছি অনেক শিখেছি কিন্তু কিছু দিতে পারি নাই। ছোট্ট একটা টিউন দিয়েই শুরু করলাম। জানিনা আগে কেউ এই টিউন দিয়েছে কিনা। বলতে বলতে অনেক কথাই বলা হয়েছে এবার শুরু করা যাক।
অনেক সময় দেখা যায় বেতন শীট তৈরী করার পর যে কোন কারনে সবার কাছ থেকে কিছু টাকা কেটে নেওয়া হবে তখন অনেক ঝামেলা পোহাতে হয় এই যোগ বিয়োগ করার জন্য। আজ এরই সমাধান দেওয়ার চেষ্টা করব ইং-শা-আল্লাহ।
প্রথমে এক্সেল ওপেন করুন তারপর আপনার ঐ শীট ওপেন করুন যেখানে আপনি কাজ করবেন। এবার পাশের সেলে টাকার অংকটা লিখুন যা আপনি যোগ/বিয়োগ/গুন করতে চান।
এবার সেলটা কপি করুন। এবং যে ডাটা থেকে যোগ/বিয়োগ/ গুন ইত্যাদি করবেন তা সিলেক্ট করুন এবং ফাইল মেনুর নিচেয় পেষ্টর নিম্নগামী এরোতে ক্লিক করুন সেখান থেকে paste Special এ ক্লিক করুন একটি মেনু আসবে। এই মেনুর Operation এর Add এ ক্লিক করুন এবং Ok ক্লিক করুন। কাজ শেষ দেখুন সব ডাটা থেকে নির্দিষ্ট অংক যোগ হয়েছে।
আর ভালো করে বুঝার জন্য নিচেয় একটা ভিডিও লিংক দিলাম
এডভান্স এক্সেল
ফেসবুকে আমি Abdul Aziz Wasim
ইমেইল Email
আমার এটা নতুন টিউন ভুল হলে জানাবেন সংশোধন করার চেষ্টা করব ইন-শা-আল্লাহ।
আমি আজিজুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Charpara, Habashpur, Pangsa, Rajbari.
Step by step approach with screenshot is more helpful to understand for novice users. Good tips of excel for new users.