আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন।
Microsoft Excel এর VBA কোড দিয়ে আমরা অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করে থাকি। এর মধ্য থেকেই খুব মজার একটি Excel এর ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করছি আর তা হলো, কিভাবে কোন একটি Row এর উপরে কিভাবে অটোমেটিক্যালি Row Insert করা যায়।
এটি মূলত আমাদের এক্সসেল ফাইলকে অনেক বেশী Secured রাখে। মানে আমারা যদি আমাদের Excel File টিকে অন্যের এডিট করা থেকে দূরে রাখতে চাই, এবং যে আমাদের দেয়া File টিতে ডাটা এন্ট্রি করবে তারও যেন Row Insert করতে কোন অসুবিধা না, এই VBA কোডটি দ্বারা আমারা খুব সহজেই করতে পারবো। ভিডিওটি দেখলে আপনারা আরো অনেক Clear হয়ে যাবেন আশা করি।
তো চলুন দেরি না করে ভিডিও তিঊটোরিয়ালটি দেখে নেই।
আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে আসবে, আর সত্যিই যদি আপনাদের কিছুটা হলেও ভালো লাগে, তাহলে আমি Excel VBA এর উপরে একটি চেইন টিউটোরিয়াল করতে চাই।
হয়তো অনেক ভুল-ভ্রন্তি থাকবে, আশা করি টিউমেন্টস করে আপনাদের মতামত জানাবেন।
ধন্যবাদ আপনাদের সবাইকে।
আমি আসিফ ইকবাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বড় ভাই খুব ভাল একটা পোষ্ট করছেন। এজন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু ভিডিও টিউটোরিয়াল এর ভিডিও কোয়ালিটি যদি hd প্রিন্ট হত তবে আমরা বুঝতে পারতাম।