MS-Excel Special Tips-এবার এক্সেল ফাইল খুলুন ওয়ার্ড ফাইলের মতো আলাদা আলাদা উইন্ডোতে [Windows 7/10 users]

উইন্ডোজ ৭/১০ এ এক্সেল ফাইল ওয়ার্ডের মত আলাদাভাবে ওপেন হয় না। বারবার একই উইন্ডোতে ওপেন হয়ে যায়। যারা ব্যবসায়িক হিসাব নিকাশ বা অফিসিয়ালি এক্সেল ব্যবহার করি, আর পিসিতে যখন উইন্ডোজ ৭/১০, তাদের জন্য একটা বিষ ফোড়ার মত ব্যাপার টা।

নিচের ছবিতে MS-Word এর দুইটা ফাইল আলাদাভাবে ওপেন হয়েছে।

কিন্তু এক্সেল ফাইল কখনোই একইসাথে আলাদাভাবে ওপেন হয় না।

 

 

সমাধানঃ

আমরা যারা এখনো উইন্ডোজ-৭/১০ ব্যবহার করি তাদের জন্য এই সমস্যাটা।

Login your machine with Administrator user and follow these steps: -      [Be careful]

Start > Run > regedit > Press Enter

এখন নিচের ধাপ অনুসারে ফোল্ডার গুলো Expand করুন।

HKEY_CLASSES_ROOT > Excel.Sheet.8 > shell > Open >command.

বাম দিকের ফোল্ডার খুলুন এভাবে

HKEY_CLASSES_ROOT/Excel.Sheet.8/shell/Open/commend:

এইবার ডান দিকের ডিফল্ট ভ্যালুতে {adding (space)"%1"}

Double Click on (Default) and write - "C:\Program Files\Microsoft Office\Office12\EXCEL.EXE" /e "%1"

Right Click on Command – choose "rename" and add something to the name  - for example 2 (commend2).

বাম দিকের ফোল্ডার খুলুন এভাবে

HKEY_CLASSES_ROOT/Excel.Sheet.8/shell/Open/ddeexec:

Right Click on the folder ddeexec and choose "rename" and add something to the name  - for example 2 (ddeexec2)

বাম দিকের ফোল্ডার খুলুন এভাবে

HKEY_CLASSES_ROOT/Excel.Sheet.12/shell/Open/commend:

এইবার ডান দিকের ডিফল্ট ভ্যালুতে {adding (space)"%1"}

Double Click on (Default) and write - "C:\Program Files\Microsoft Office\Office12\EXCEL.EXE" /e "%1"

Right Click on Command – choose "rename" and add something to the name  - for example 2 (commend2).

 

Excel.Sheet.8 ও Excel.Sheet.12 দুটো ফোল্ডারেই নিচের ছবির মত করে এডিট করে নিন।

 

এবার রেজিষ্ট্রি এডিটর বন্ধ করে দিন। পিসি রিষ্টার্টের দরকার নেই।

আশাকরি, এখন থেকে এক্সেল ফাইল আলাদা আলাদা উইন্ডোতে ওপেন হবে।

 

Thanks-My Home

 

Level 2

আমি জনি আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ ভাইজান,,,,থ্যাকস শেয়ার করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ