বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। যাইহোক বন্ধুরা আজ আমি আমার ms excel 2007 এর উপরে লেখা ধারাবাহিক টিউটোরিয়ালের ৩য় পর্ব শুরু করছি। আর হা পড়া শেষ হলে পোষ্টটি কেমন হল তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু। আর যারা আমার পুর্বের পোষ্ট গুলো পড়েন নায় তারা উপরের লিঙ্কগুলি থেকে পড়ে নিন। গত দিন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সুত্রের মাধ্যমে কিভাবে যোগ,বিয়োগ, গুন, ভাগ ইত্যাদি ইত্যাদি গানিতিক কাজ গুলো সম্পন্ন করা যায়, আজ আমি আপনাদের দেখাব কিভাবে কোন সুত্র লেখা ছাড়ায় উক্ত কাজ গুলো করা যায়। তাহলে চলুন শুরু করি আমার আজকের আলোচনা…
কোন সুত্র লেখা ছাড়া দুই বা দুইয়ের অধিক সংখ্যা যোগের নিয়মঃ-
প্রথমে আপনার ওয়ার্কবুকের পর পর দুইটি সেলে বা দুইয়ের অধিক সেলে আপনার কাংক্ষিত সংখ্যা গুলি লিখুন, যে সেলে সংখ্যা লেখা শেষ হয়েছে তার পরের সেলে ফলাফল রাখার জন্য ক্লিক করুন। মনে করুনঃ- আপনি A3, B3, C3, D3 and E3 এই সেল গুলিতে আপনার কাংক্ষিত সংখ্যা গুলি রেখেছেন এখন এই সংখ্যা গুলির যোগফল রাখার জন্য F3 সেলে ক্লিক করুন, বুঝতে না পারলে নিচের ছবিটি দেখুন
তারপরে এই সংখ্যা গুলি যোগ করার জন্য Ribbon bar থেকে Formulas বাটনে ক্লিক করুন। তারপরে দেখুন একেবারে বাম পাশে লেখা আছে Insert Function সেখানে ক্লিক করুন। বুঝতে সমস্যা হলে নিচের ইমেজটিতে লক্ষ্য করুন
তারপরে যে অপশনটি আসবে সেখান থেকে Sum সিলেক্ট করে Ok বাটনে ক্লিক করুন । বুঝতে না পারলে নিচের ছবিটি দেখুন।
তারপরে যে অপশনটি আসবে সেখানে কিছুই না করে Ok বাটনে ক্লিক করুন
এবার দেখুন আপনার কাংক্ষিত যোগফল বের হয়ে গেছে।
বিঃদ্রঃ উপরে উল্লেখিত যোগফল বের করার নিয়ম ফলো করে আপনি বিয়োগ, গুন, ভাগ, সর্বোচচ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা, গড় ইত্যাদি ইত্যাদি গানিতিক কাজ গুলো করতে পারবেন। যদি Insert Function এ ক্লিক করার পরে কোন একটি ফাংশন না খুজে পান তাহলে Select a category থেকে All সেলেক্ট করে দিলে সকল ফাংশন দেখা যাবে। দেখুন নেচের ছবিতে
আজ এই পর্যন্ত আবার দেখা হবে আগামি পোষ্টে এই আশা বাদ ব্যক্ত করে বিদায়, আল্লাহ হাফেজ।
পোষ্টটি প্রথম প্রকাশিত এখানে।
সোজন্যেঃ- টেকটুইট২৪ ডট কম।
ফেসবুকে আমি।
আমি কবির হুসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।