ms excel 2007 এর ধারাবাহিক টিউটোরিয়াল [পর্ব-১] মাইক্রোসফট এক্সেল এর পরিচিতি

বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। যাইহোক বন্ধুরা আজ থেকে আমি আপনাদের সামনে মাইক্রোসফট এক্সেল এর উপর ধারাবাহিক টিউটোরিয়াল নিয়ে হাজির হব ইন শা আল্লাহ। যাইহোক চলুন শুরু করি আজকের আলোচনা।

মাইক্রোসফট এক্সেল ২০০৭ এর পরিচিতিঃ-

মাইক্রোসফট এক্সেল হচ্ছে স্প্রেডশীট এনালাইসিস প্রোগ্রাম যেখানে যে কোন ধরনের গানিতিক কাজ খুব সহজেই সম্পাদন করা যায়। মাইক্রোসফট এক্সেল ওপেন করলে যে প্রোগ্রামটি দেখা যায় তাই হচ্ছে স্প্রেডশীট। মাইক্রোসফট এক্সেল এ ডিফল্ট ভাবে তিনটি স্প্রেডশীট থাকে, প্রয়োজন অনুযায়ী তা বাড়ানো বা কমানো যায়। প্রতিটি স্প্রেডশীটের কলাম সংখ্যা হচ্ছে ১৬,৬৮৪ টি, আর রো সংখ্যা হচ্ছে ১০,৪৮,৫৭৬ টি এবং সেল সংখ্যা হচ্ছে ১৭৪৯,৪৪,৪১,৯৮৪ টি ।কলাম সংখ্যা যাচাই করার জন্য কীবোর্ড থেকে  Ctrl + Down arrow key চাপুন আর রো সংখ্যা যাচাই করার জন্য কীবোর্ড থেকে  Ctrl + Right arrow key চাপুন এবং সেল সংখ্যা যাচাই করার জন্য কলাম এবং রো সংখ্যা দ্বয়কে গুন করুন।

কলামঃ- A,B,C,D ইত্যাদি হচ্ছে কলাম, আর 1,2,3,4  ইত্যাদি হচ্ছে রো এবং কলাম ও রো মিলে যে  ছোট ছোট আয়তাকার ঘর তৈরি হয়েছে তাকে বলা হয় সেল। আর সেল এ্যাড্রেস হচ্ছেঃ- যে কোন সেল তা যে কলাম ও যে রো তে আছে তার সম্মিলিত রুপ।

বন্ধুরা এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি মাইক্রোসফট এক্সেল ২০০৭ এর   উইন্ডো এর পরিচয়, যেটা জানা থাকলে মাইক্রোসফট এক্সেল ২০০৭ এ কাজ করতে আমাদের অনেক সুবিধা হবে । খেয়াল করুন আমরা যখন Microsoft Excel 2007 ওপেন করি তখন নিচের ছবির মত দেখা যায়,

image

এখন নিচের ছবিটির দিকে খেয়াল করুন দেখুন তো চিন্তে পারেন কিনা, উপরের ছবিতে একবার চোখ বুলিয়ে আসুন দেখুন উপরের বাম কোনায় এটি আছে যার নাম হচ্ছে       Microsoft Office Button

MS Office Button

এবার নিচের ছবির দিকে খেয়াল করুন, যেটা Microsoft Office Button এর ঠিক দান পাশে অবস্থান করছে যাকে বলা হয় Quick Access Toolbar

Quick Access Toolbar

এবার নিচের ছবির দিকে খেয়াল করুন যা উপরের দুটি টুলবারের নিচে অবস্থান করছে যাকে হলা হয় Ribbon Bar .

Ribbon

এবার নিচের ছবির দিকে খেয়াল করুন যেটা Ribbon Bar এর নিচে রয়েছে যার বাম পাসের(A1)লিখিত অংশকে বলা হয় Name Box এবং ডান পাশের অংশকে বলা হয় ফরমুলা বার ।

images

এবার নিচের ছবির দিকে খেয়াল করুন যে ছবিটি ফরমুলা বার এর নিচে রয়েছে যাকে বলা হয় স্প্রেডশীট বা ওয়ার্কশীট।  image

আবার নিচের ছবির দিকে খেয়াল করুন যে ছবিটি স্প্রেডশীট এর ডান পাশে অবস্থান করছে যাকে নাম করণ করা হয়েছে Horizontal Scroll Bar.

Hozontal Scroll Bar

আশা করা যায় আপনারা Microsoft Excel 2007 এর window পরিচিতি পরিপূর্ণ ভাবে বুঝতে পেরেছেন,

তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ ।

পোষ্টটি প্রথম প্রকাশিত এখানে

সোজন্যেঃ- টেকটুইট২৪ ডট কম

ফেসবুকে আমি

Level 0

আমি কবির হুসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া, শুরু করছেন যখন শেষ না করে যাইয়েন না।

মোঃ শামীম ভাই কমেন্টের জন্য ধন্য বাদ , ভাই এই খানে চালিয়ে যে তে পারব কিনা বলতে পারছিনা তবে আমার ব্লগ techtweet24.com এ চালিয়ে যাব ইন শ আল্লাহ ।