আস সালামু আলাইকুম। আশা রাখি মহান আল্লাহর ইচ্ছায় সকলেই ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে মাইক্রোসফট অফিস এক্সেল 2003 এবং কিছু উইন্ডোজ টিপস সহ একটি পি ডি এফ (পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট) ফাইল শেয়ার করলাম। বিশেষ করে যারা নতুন তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস উপকারে আসবে বলে আমার বিশ্বাস। আমার এই হ্যান্ড নোটটিতে শুধুমাত্র মাইক্রোসফট অফিস এক্সেল 2003 এর সকল মেনু পর্যায়ক্রমে আলোচনা করা হয়েছে। সাথে আছে স্টার্টবার থেকে অল প্রোগ্রামকে হাইড করে রাখা, বিগত একমাসের মধ্যে কম্পিউটার চালু এবং বন্ধকরার তালিকা দেখা, কন্ট্রোল প্যানেল হাইডকরে রাখা, স্লো কম্পিউটারকে ফাস্ট করা, বায়োস পাসওয়ার্ড রিমুভ করা সহ উইন্ডোজের সকল ড্রাইভ হাইড করা, ইউ এস বি প্রদর্শন না করা, কম্পিউটার থেকে ইউ এসবির মধ্যে ডেটা কপির উপর নিষেধাজ্ঞা আরোপকরা সহ উইন্ডোজের বিভিন্ন বিষয়ের উপর টিপস। আশা করি নতুনদের উপকারে আসবে।
নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন
http://www.mediafire.com/view/yc2vkrqjq88p7gy/MS_Excel_2003_PDF.pdf
আমি কবিরুল ইসলাম। , Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।