মাইক্রোসফট এক্সেল (2007) লার্নিং জোন [৫ম-ক্লাস] :: Salary Sheet তৈরী

মাইক্রোসফট এক্সেল (2007) লার্নিং জোন

আসালামু আলাইকুম ।কেমন আছেন সবাই । আশা করি ভাল আছেন। আলহামদুল্লিাহ  আমি ও ভাল আছি।আজকে আমি মাইক্রোসফট এক্সেল উপর ধারাবাহিক পর্বের পঞ্চম পর্ব আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক………………..

কি বোর্ড ব্যবহার করে কার্সর স্থানান্তর

Salary Sheet

আজকে আমরা কিভাবে একটি প্রতিষ্ঠানের Salary Sheet তৈরী করতে হয় তা শিখব।

শুধুমাত্র বেসিক সেলারী দেয়া থাকবে, নিম্নের শর্ত আনুযায়ী আমরা মোট সেলারী বের করব । তাহলে চলুন শুরু করা যাক:

  • 1. House Rent (HR), Basic এর 50%
  • 2. Medical Allowance (MA) , Basic এর 10%
  • 3. Provident Fund (PF), Basic এর 10%
  • 4. Income Tax- (IT), Basic 2000 টাকার নীচে হলে 0%
  • Income Tax- Basic 2000 থেকে 5000 পর্যন্ত হলে 5%
  • Income Tax- Basic 5000 টাকার উপরে হলে 10%
  • 5. Provident Fund & Income Tax Net Salary  এর সঙ্গে প্রদেয় নয়।

নিচের মত করে একটি ডাটাবেজ তৈরী করুন:

House Rent: মাউস পয়েন্টারটি D2 সেলে এনে নিম্নের সূত্রটি লিখুন:

=C2*50% তারপর এন্টার দিন।

এখানে C2 হচ্ছে বেসিক এর সেল এড্রেস। আমরা মাত্র একজনের হাউস রেন্ট বের করলাম । এখন বাকি গুলা বের করতে মাউস দিয়ে D2 সেলে ক্লিক করে মাউস পয়েন্টার D2 সেলের ডানের নিচের কর্নারে নিলে দেখবেনে একটি প্লাস চিহৃ দেখা যাচ্ছে তখন মাউস পয়েন্টারকে ড্রাগ (চেপে নিচের দিকে টান দিন) করে নিচের দিকে টেনে ছেড়ে দিন ।

কি!!! বাকি গুলোর ফলাফল চলে আসছে না!!!!

Medical Allowance: মাউস পয়েন্টারটি E2 সেলে এনে নিম্নের সূত্রটি লিখুন:

=C2*10% তারপর এন্টার দিন। বাকি গুলো কিভাবে রেব করবেন তা আশা করি আর বলে দিতে হবে না!!!

Provident Fund: মাউস পয়েন্টারটি F2 সেলে এনে নিম্নের সূত্রটি লিখুন:

=C2*10% তারপর এন্টার দিন।

Tax:   মাউস পয়েন্টারটি G2 সেলে এনে নিম্নের সূত্রটি লিখুন:

=IF(C2<2000,0,IF(AND(C2>=2000,C2<=5000),C2*5%,IF(C2>5000,C2*10%))) তারপর এন্টার দিন।

(সূত্রটি  উপরের Tax এর শর্ত অনুযায়ী তৈরী করা হয়েছে)

তারপর এন্টার দিন।

Total: মাউস পয়েন্টারটি H2 সেলে এনে নিম্নের সূত্রটি লিখুন:

=C2+D2+E2-(F2+G2) তারপর এন্টার দিন।

কি পেরেছেন তো!!! হয় নাই ভাইয়া কষ্ট করে আরেক বার ট্রাই করে দেখেন।।। সূত্রগুলো সাবধানে লেখতে হবে, তাড়াহুড়া করবেন না।

আজকে এ পর্যন্ত । সবাই ভাল থাকবেন, আর হ্যা কমেন্ট করতে ভূলবেনা !!!!!!!!!!!!!!

Level 0

আমি আজাদ খাঁন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 185 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

আশা করি [link|http://www.banglafamily.com|এইখানে লিখবেন]
[link|http://www.banglafamily.com|চ্যাট,ব্লগ,ফোরাম]

আপনাকে ও ধন্যবাদ ।

Level 0

THANKS FOR NICE TUNE,I M LEARNING FROM YOUR TUNE SO YOU R MY TEACHER,AND I NEED YOUR ALL EXCEL TUNE

You are most welcome. @maye dua

প্রিন্ট প্রিভিউ দিলে যে এরিয়া দেখায় তার নিচের ডান কোনা সেল থেকে উপরে বাম কোনা সেল পর্যন্ত সিলেক্ট করব কিভাবে? সর্ট কাট টি কি হবে?

=IF(C2=2000,C25000,C2*10%))) may be wrong!!

    Level 0

    @মিরাক্কেল: আমি ও আপনার সাথে একমত =IF(C2=2000,C25000,C2*10%))) ভুল কারণ তিনি বোধ হয় এভাবে লেখেন নাই। C25000 সেল তিনি ভুলেও ব্যবহার করেন নাই।
    তিনি লিখেছেন =IF(C2=2000,C25000,C2*10%))) এটা, এটা ঠিক আছে।

আমার সূত্র টা ১০০% সঠিক কারন ঐটা আমি এক্সেল এ রান করে তারপর কপি করে টিউন এ পেস্ট করেছি।।।

প্রখমে নিচের ডান কোনায় ক্লিক করেন তারপর উপরের বাম কোনায় Shift কী চেপে ক্লিক করুন সিলেক্ট হয়ে যাবে। @মিরাক্কেল

আমি হুবহু আপনার এক্সেল তৈরি করে সূত্রটি কপি করে পেষ্ট করেছি এবং দেখে দেখে লিখতে গেলেইিআপত্তি জানান দিচ্ছে ৤

কপি পেষ্ট না করে দেখে সূত্র টি লেখেন আর স্পেস কমা (,) এগুলো দিকে লক্ষ্য রাখবেন মিস যেন না হয় @মিরাক্কেল

C25000 আপনি কোথায় পেলেন । এট হচ্ছে C> (Greater Than) @sikor

    Level 0

    @আজাদ খাঁন রাসেল: সরি বস, মিরাক্কেল C25000 লিখেছিল বলে রেজাল্ট আসেনি এই ভেবে ছিলাম।আপনর লেখা সূত্র ঠিক এটাই বলতে চেয়েছি।কিন্তু এই টেক্স বক্সে আপনার সূত্রটি লিখলে সি গ্রেটার ইকুয়াল ৫০০০ লিখলে C25000 দেখায়।

Level New

awesome ………..

Thanks…………….

আচ্ছা ভাই বাংলাদেশে tax কিভাবে ধরে । মানে বুঝাতে চাচ্ছি কত তাকার উপর কত percent এবং কোন কোন ক্ষেত্রগুলো যোগ এবং বাদ দিতে হয়। কোনও লিঙ্ক থক্লে জানাবেন।

এটাতে আমি উদাহরন দিয়েছি মাত্র, আসলে কত টাকার উপর কত পার্সেন্ট ট্যাক্স তা আমার জানা নেই,,, আর হ্যা জানতে পারলে অবশ্যই জানাবো,,, @:alihasan045

Level 0

এটা আমার কাছে একটু জটিল জটিল মনে হয়েছে তবুও পেরেছি আলহামদুলিল্লাহ
আপনার কাছে কৃতঘ ভাই

ধন্যবাদ আপনাকে @absar11

Level 0

ভাইয়া, অনেক কাজে লেগেছে আপনার টিউন। অনেক অনেক ধন্যবাদ।

জেনে খুশি হলাম তোমাকে ও ধন্যবাদ @noman1217

Level 0

Sir Apnar Facebook id t Amake mail a den. ([email protected])