মাইক্রোসফট এক্সেল (2007) লার্নিং জোন [১ম-ক্লাস] :: মাইক্রোসফট এক্সেল এর পরিচিতি ও প্রয়োজনীয়তা

মাইক্রোসফট এক্সেল (2007) লার্নিং জোন

আসসালামু আলাইকুম। আশাকরি আপনারা সবাই ভাল আছেন। মাইক্রোসফট এক্সেল সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি। আজকে আমি মাইক্রোসফট এক্সেলের ধারাবাহিক পর্বের ১ম পর্ব আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক..............

মাইক্রোসফট এক্সেল এর পরিচিতি

মাইক্রোসফট এক্সেল হচ্ছে একটি স্প্রেডশীড সফটওয়্যার। স্প্রেডশীড বা ওয়ার্কশীট হচ্ছে মাইক্রোসফট এক্সেল  এর প্রধান অংশ। কম্পিউটারে এক্সেল প্রোগ্রাম টি চালু হলে যে স্ক্রীনটি পাওয়া যায় তাই স্প্রেডশীড বা ওয়ার্কশীট। এ স্প্রেডশীড বা ওয়ার্কশীট এ  ১৬,৬৮৪ টা কলাম,  ১০,৪৮,৫৭৬ টা রো এবং ১৭৪৯,৪৪,৪১,৯৮৪ টি সেল রয়েছে।

কলাম:  A,B,C.... এগুলো হচ্ছে কলাম।

রো : 1,2,3........ এগুলো হচ্ছে রো।

সেল: ছোট ছোট আয়তাকার ঘর গুলো হচ্ছে সেল।

সেল এড্রেস: একটি সেল কোন কলাম এবং কোন রো তে আছে তার অবস্থান কে সেল এড্রেস বলে।

স্প্রেডশীড এর কাজ ও প্রয়োজনীয়তা

  1. সকল প্রকার ব্যবসা বানিজ্যের হিসাব - নিকাশের যাবতীয় কার্যাবলী এক্সেলের মাধ্যমে করা যায়।
  2.  সকল প্রকরা হিসাবের তথ্যাবলী সরক্ষণ, সম্পাদন, মান যাচাই করা যায়।
  3. ডাটাবেস কার্যাবলী সম্পাদন করা যায়।
  4. কোন তথ্য বা ডাটা উচ্চ বা নিম্নক্রম অনুসারে সাজানো যায়।
  5. মার্কশীট, সেলারীশীট, ক্যাশমেমো ইত্যাদি তৈরী করা যায়।
  6. বাৎসরিক বাজেট প্রনয়ন।
  7. আয়-ব্যয়ের হিসাব , উৎপাদন ব্যবস্থাপনা ইত্যাদি।।।।

আজ এ পর্যন্ত , ভূল ত্রুটি হলে অভিজ্ঞরা গঠনমূলক পরামর্শ দিবেন আশা করি। খুব শীর্ঘই ২য় পর্ব নিয়ে হাজির হব ইনশা্আল্লাহ।

Level 0

আমি আজাদ খাঁন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 185 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পারিনা।আপনার স্কুলের ছাত্র হলাম।

Level 0

thanks for nice tune

Level 0

😉

ভাই আমি একদমই পারিনা। আপনার পোস্ট দেখে উৎসাহিত হলাম।
পরের পর্ব এর জন্য Waiting…………….((( অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য)))

ভাই আপনাকে অভিনন্দন। এক্সেল ভাসা ভাসা জানি, আপনার টিউনের মাধ্যমে সম্পূর্ণ জানার প্রয়াস পাব ইনশাল্লাহ।
তবে একটাই অনুরোধ, মাঝপথে থেমে যাবেন না।
ধন্যবাদ।

অফ টপিক: আগ্রহী যে-কেউ শুদ্ধ বাংলা চর্চা কেন্দ্র – এই গ্রুপে যোগদান করুন। বাংলা লেখার ক্ষেত্রে বিভিন্ন ভুল-ভ্রান্তি থেকে বাঁচার জন্য এখানে উন্মুক্ত আলোচনা করা হবে।

Level 0

এক্সেল এর কাজ ভালোই পারি…এক্সেল এ ম্যাক্রো programming জিনিসটা পুরাই অস্থির….আপনি চালিয়ে যান….সাথেই আছি…

বস আমাকে লজ্জা দিবেন না । আমি অনেক আগে থেকে আপনার ছাত্র @ প্রবাসী ভাই.
ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য । ইনশা্আল্লাহ চালিয়ে যাব।

Level 0

i dont know excel for know excel i want to admit your school .(if it is free)

Sir প্রথম ক্লাস শুধু রো, কলাম আর সেল দিয়ে শেষ করলেন ? আশা করি আমাদের কোর্স মেটেরিয়াল ধিরে ধিরে বাড়বে। সুন্দর টিউন। চলিয়ে যান 🙂

ভাই অনেক সাহস পেলাম, আশা করি পাশে থাকবেন @ মিজান ভাই.

Why not Off course ! Its Totally Free!!!!!1 @shawn01721

ইনশা্আল্লাহ বাড়বে । ধন্যবাদ কমেন্ট করার জন্য @Ahmed Mohammad Rasel

এত কম তথ্য দিলেন কেন?এতে তো পর্ব বেরে যাবে।

অনেক অনেক ধন্যবাদ @যাযাবর ভাই
২য় পর্বে বেশি দেয়ার চেষ্টা করব @মুকুট ভাই

আমি কিছুই পারি না। আপনার ছাত্র হলাম।

Level 0

thank you আজাদ খাঁন রাসেল

ধন্যবাদ @এম,এইচ সজিব
Welcome @shawn

Level 0

উপস্থিত স্যার

@james: ধন্যবাদ স্যার

আমি প্রথম পর্বে একটি কমেন্ট করেছিলাম ওয়ার্কসীটের কলাম, রো এবং সেল সর্ম্পকিত যে ভুলটি হয়েছিল আপনার তা নিয়ে। কিন্তু অবাক বিষয় আপনি ভুলটি ঠিক করেছেন ঠিকই কিন্তু আমার কমেন্টটি নেই। হয়তো মুছে দিয়েছেন। এভাবে মুছে দিয়ে আপনি কিন্তু কৃতজ্ঞতাটুকু অস্বীকার করলেন। তাহলে তো কোন ভুল হলে আপনি যে সংশোধন চান তা আর করা যাবেনা। আপনি কিন্তু আবারও ভুল করবেন। এটা আমি নিশ্চিত।

১৪ নাম্বার কমেন্ট দেখেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করুছ কিনা!!!! নিজেকে আপনি তো মহা পন্ডিত ভাবতাছেন একটি ভূল ধরে। ভূল হওয়া টা স্বাভাবিক । তা আপনি যখন এত মহা পন্ডিত তাহলে আপনিই এর উপর টিউন দেন।।।
আমার টিউন এখানে সমাপ্ত করলাম ।

Level New

আজাদ ভাই রাগ করবেন । কিছু বাজে লোক আছে । যা সবসময় পরের খুত দরে । ওরা সারা জীবন এই বাবে থাকে।আমরা সবাই মিলে একজন টিউনার কে উৎসাহ দেই এবং আস্তে আস্তে দেখবেন সব ভুল টিক হয়ে যাবে । তবে আমার অনেক বানান ভুল আছে কেউ মনে কিছু নিবেন না নিজের মত করে নিয়ে নিবেন।

ধন্যবাদ ভাই উৎসাহ দেয়ার জন্য…. @Jehad boksh

আমার কাছে মাইক্রোসফট এক্সেল ২০০৩ আছে । আমি এটাকে ২০০৭ এ আপডেট করতে পারব ?কেননা ২০০৭ এর ফিচার গোলো খুব ভালো লাগল ।

আপডেট করে ফেল @jamal ahmed

আমি আপনার স্কুলের ছাত্র হলাম…………………

স্বাগতম@রুহল আমিন

ভাই আপনাকে অসংখ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ।আপনার করা মাইক্রোসফট এক্সেল (2007) লার্নিং জোন এর প্রত্যেকটি টিউন আমার খুব খুব উপকারে এসেছে । আমি মনে করি আপনার এই টিউন গুল সবার কম বেশি উপকারে আসবে । আপনাকে আবারও ধন্যবাদ।

ভাইজান, আপনাকে অনেক ধন্যবাদ। ৯ম পর্ব কি শেষ পর্ব..??? একটু জানাবেন।-জাজাকাল্লাহ খায়ের।

আজাদ খাঁন রাসেল ভাই, যখন ভাল কাজ করবেন তখন কিছু মানুষ আপনার পিছনে লাগবে, যদিও এই ভাল কাজ তাদের উপকারে এসেছে তাও ফ্রি… তারপরেও খুজে খুজে আপনার ভুল বের করে সমালোচনা করবে। এগিয়ে যান সফল হবেনই, ইন-শা-আল্লাহ্।

ভাইয়া… এক্সেল এর একটি কাজ নিয়ে আটকে গিয়েছি… সহযোগিতা চাচ্ছি

শুরুটা বেশ সুন্দর হয়েছে। এগিয়ে যান। আপনার সবগুলো প্রজেক্টট আমি প্রাক্টিস করি।
ধন্যবাদ।