আসসালামু আলাইকুম। আশাকরি আপনারা সবাই ভাল আছেন। মাইক্রোসফট এক্সেল সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি। আজকে আমি মাইক্রোসফট এক্সেলের ধারাবাহিক পর্বের ১ম পর্ব আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক..............
মাইক্রোসফট এক্সেল হচ্ছে একটি স্প্রেডশীড সফটওয়্যার। স্প্রেডশীড বা ওয়ার্কশীট হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর প্রধান অংশ। কম্পিউটারে এক্সেল প্রোগ্রাম টি চালু হলে যে স্ক্রীনটি পাওয়া যায় তাই স্প্রেডশীড বা ওয়ার্কশীট। এ স্প্রেডশীড বা ওয়ার্কশীট এ ১৬,৬৮৪ টা কলাম, ১০,৪৮,৫৭৬ টা রো এবং ১৭৪৯,৪৪,৪১,৯৮৪ টি সেল রয়েছে।
কলাম: A,B,C.... এগুলো হচ্ছে কলাম।
রো : 1,2,3........ এগুলো হচ্ছে রো।
সেল: ছোট ছোট আয়তাকার ঘর গুলো হচ্ছে সেল।
সেল এড্রেস: একটি সেল কোন কলাম এবং কোন রো তে আছে তার অবস্থান কে সেল এড্রেস বলে।
আজ এ পর্যন্ত , ভূল ত্রুটি হলে অভিজ্ঞরা গঠনমূলক পরামর্শ দিবেন আশা করি। খুব শীর্ঘই ২য় পর্ব নিয়ে হাজির হব ইনশা্আল্লাহ।
আমি আজাদ খাঁন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 185 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পারিনা।আপনার স্কুলের ছাত্র হলাম।