সবার প্রথমে আমার সালাম রইলো। অনেক দিন পরে আবার আপনাদের মাঝে ফিরে এলাম নতুন একটা সফটওয়্যার নিয়ে। সফটওয়ার টা আমার নিজের তৈরী করা,বললে ভুল হবে আমার তৈরী কিন্তু অনেক জায়গায় আমার সমস্যা হয়েছে।আর আমাকে সাহায্য করেছেন আমার শ্রদ্ধীয় বড় ভাই (হারুন-আর রশিদ) তিনি আমাকে সাহয্য না করলে হয়তো আমি আপনাদের কে এত সুন্দর একটা সফটওয়্যার উপহার দিতে পারতাম না।
হিসাবরক্ষন হচ্ছে একটি তথ্য সরবরাহকারী পদ্ধতি যার দ্বারা ব্যবসার ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত গ্রহন করা যায়। হিসাবরক্ষনের সাহায্যে আমরা প্রথমতঃব্যবসার লেনদেন সংরক্ষন করতে পারি। দ্বিতীয়ত,আর্থিক লেনদেনের প্রকৃতি অনুসারে ভাগ করে সাময়িক ফলাফল জানতে পারি এবং এর সমষ্টি নির্ণয় করা যায়।তৃতীয়ত,হিসাবরক্ষনের তথ্য থেকে ব্যবসার লাভ ক্ষতি হিসাব ও উদ্বৃত্ত প্রতুত করতে পারবেন।
একজন ব্যবসায় উদ্যোক্তা বিভিন্ন পদ্ধতিতে হিসাবরক্ষন করতে পারেন। তিনি প্রতিদিন,সাপ্তাহিক,মাসিক বিভিন্ন সময় কালের আর্থিক তথ্যের হিসাব রাখতে পারেন। যে পদ্ধতিতে হিসাব রাখা হোক না কেন বৎসর শেষে লাভ ক্ষতি হিসাব ও বৎসারান্তে উদ্ধৃত্ত তৈরী করা হয়।
বুককিপিং একটি সামাজিক শাস্ত্র। প্রতিদিন ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের লেনদেন সংঘটিত হয়ে থাকে। এ লেনদেন সংরক্ষন করা না হলে ব্যবসার লাভ ক্ষতি হিসাব ও আথির্ক অবস্থা জানা যায় না। আমাদের দৈনন্দিন জীবনের সামাজিক চাহিদা পুরনের জন্য বিভিন্ন ধরনের পন্য সামগ্রী ক্রয়বিক্রয় করতে হয় বিধায় বিভিন্ন কাজে অর্থ খরচ করতে হয়।
বর্তমান জগতে ব্যক্তিগত,পারিবারিক কর্মকান্ড সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য হিসাবরক্ষনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
প্রতিটি ব্যবসা প্রতিষ্টানে একটি নিদ্দির্ষ্ট সময়ের মধ্যে নানা ধরনের আর্থিক লেনদেন সংঘটিত হয়। এ লেনদেন সমুহকে সুষ্ঠভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করার কাজই হলো বুককিপিং।
এই সফটওয়্যার টা আপনি আপনার ব্যবসার টাকা লেনদেনের হিসাব মানে জমা খরচের হিসাব খুব সহজেই রাখতে পারবেন।আপনার সব বাকীর হিসাব রাখুন খুব সহজেই আপনি ডাউনলোড করে একবার ব্যবহার করে দেখুন কত মজার এই সফটওয়্যার টা।
আমি মো:শরিফুজ্জামান ( সুমন )। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
টেকটিউনসে টিউন করতে আপনাকে অবশ্যই টেকটিউনসের সকল নীতিমালা মেনে ১৫০ শব্দের টিউন প্রকাশ করতে হয়।আপনি আপনার টিউনে ১৫০ শব্দ না লিখে ১৫০ শব্দ পূরনের জন্য একই শব্দ ও বাক্য পূনরায় ব্যবহার করেছেন, যা টেকটিউনস নীতিমালা পরিপন্হী।
টেকটিউনস নীতিমালা https://www.techtunes.io/terms ভঙ্গের জন্য আপনার টিউন স্থগিত করা হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন নীতিমালা ভঙ্গের জন্য আপনার টিউন স্থগিত হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা https://www.techtunes.io/terms মেনে চলার জন্য অনুরোধ করা হল।
আপনার পরবর্তী টিউনে এই একই বিষয়ের পুনরাবৃত্তি হলে এবং আপনার পরবর্তী টিউনে টেকটিউনস নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।