Transaction-1.0 যে কোন ব্যবসার জমা খরচ হিসাব রাখার জন্য দারুন সফটওয়্যার। (সফটওয়্যার টা সম্পূর্ন আমাদের মাতৃভাষা বাংলায়।)

সবার প্রথমে আমার সালাম রইলো। অনেক দিন পরে আবার আপনাদের মাঝে ফিরে এলাম নতুন একটা সফটওয়্যার নিয়ে। সফটওয়ার টা আমার নিজের তৈরী করা,বললে ভুল হবে আমার তৈরী কিন্তু অনেক জায়গায় আমার সমস্যা হয়েছে।আর আমাকে সাহায্য করেছেন আমার শ্রদ্ধীয় বড় ভাই (হারুন-আর রশিদ) তিনি আমাকে সাহয্য না করলে হয়তো আমি আপনাদের কে এত সুন্দর একটা সফটওয়্যার উপহার দিতে পারতাম না।

পাসওয়াড

Transaction-1.0 পাসওয়াড জানতে (আপনার মোবাইলের মেসেস অপশনে গিয়ে টাইপ করুন  T এবং সেন্ড করুন 01955 050 838 এই নাম্বারে।

অটোমেটিক ১ মিনিটের মধ্যে আপনার মোবাইলে পাসওয়াড পেয়ে যাবেন।

বি:দ্র: এই মেসেস ফিড ব্যাক সিস্টেম টা আমি নিজে মাইক্রোসফট একসি্স দিয়ে মোডেমের সাথে যুক্ত করে  তৈরী করেছি।পাসওয়াড টা আমি লিখে দিতে পারতাম কিন্তু এই সিস্টেম টা কতটা সফল হয়েছে বোঝার জন্যই পাসওয়াড নিতে আপনাদের একটু কষ্ট দিচ্ছি। আপনাদের কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চাচ্ছি।

হিসাবরক্ষন হচ্ছে একটি তথ্য সরবরাহকারী পদ্ধতি যার দ্বারা ব্যবসার ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত গ্রহন করা যায়। হিসাবরক্ষনের সাহায্যে আমরা প্রথমতঃব্যবসার লেনদেন সংরক্ষন করতে পারি। দ্বিতীয়ত,আর্থিক লেনদেনের প্রকৃতি অনুসারে ভাগ করে সাময়িক ফলাফল জানতে পারি এবং এর সমষ্টি নির্ণয় করা যায়।তৃতীয়ত,হিসাবরক্ষনের তথ্য থেকে ব্যবসার লাভ ক্ষতি হিসাব ও উদ্বৃত্ত প্র¯তুত করতে পার্
িএকজন ব্যবসায় উদ্যোক্তা বিভিন্ন পদ্ধতিতে হিসাবরক্ষন করতে পারেন। তিনি প্রতিদিন,সাপ্তাহিক,মাসিক বিভিন্ন সময় কালের আর্থিক তথ্যের হিসাব রাখতে পারেন। যে পদ্ধতিতে হিসাব রাখা হোক না কেন বৎসর শেষে লাভ ক্ষতি হিসাব ও বৎসারান্তে উদ্ধৃত্ত তৈরী করা হয়।
বুককিপিং একটি সামাজিক শাস্ত্র। প্রতিদিন ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের লেনদেন সংঘটিত হয়ে থাকে। এ লেনদেন সংরক্ষন করা না হলে ব্যবসার লাভ ক্ষতি হিসাব ও আথির্ক অবস্থা জানা যায় না। আমাদের দৈনন্দিন জীবনের সামাজিক চাহিদা পুরনের জন্য বিভিন্ন ধরনের পন্য সামগ্রী ক্রয়Ñবিক্রয় করতে হয় বিধায় বিভিন্ন কাজে অর্থ খরচ করতে হয়। বর্তমান জগতে ব্যক্তিগত,পারিবারিক কর্মকান্ড সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য হিসাবরক্ষনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
প্রতিটি ব্যবসা প্রতিষ্টানে একটি নিদ্দির্ষ্ট সময়ের মধ্যে নানা ধরনের আর্থিক লেনদেন সংঘটিত হয়। এ লেনদেন সমুহকে সুষ্ঠভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করার কাজই হলো বুককিপিং।

এই সফটওয়্যার টা তে কি কি হবে?

এই সফটওয়্যার টা আপনি আপনার ব্যবসার টাকা লেনদেনের হিসাব মানে জমা খরচের হিসাব খুব সহজেই রাখতে পারবেন।

আপনার সব বাকীর হিসাব রাখুন খুব সহজেই, সব চাইতে বড় কথা হলো সফটওয়্যার টা সম্পূর্ন আমাদের মাতৃভাষা বাংলায়।

আপনি ডাউনলোড করে একবার ব্যবহার করে দেখুন কত মজার এই সফটওয়্যার টা।

*টাকা গ্রহন ও প্রদানের বিস্তারিত বিবরন।

 রিপোট

# বছরের হিসাব।
# মাসের হিসাব।
# দিনের হিসাব।
# দিন হতে দিনের হিসাব।

ডাউনলোড সফটওয়্যার:Transaction

 

মাইক্রোসফট অফিস-  ২০০৩,২০০৭,২০১০ Windows xp,7,10 সব কিছু তে এই সফটওয়্যার টা চলবে।

যদি কোন সমস্যা হয় জানাবেন।

পরীক্ষিত:- বিজয় ২০০৩ ও মাইক্রোসফট ২০০৩ সেটাপ থাকলে কোন সমস্যাই হবে না।

সময় করে আমার সাইট থেকে ঘুরে আসবেন maasrangacomputer

আবার দেখা হবে নতুন কোন টিউন নিয়ে। সবাই ভাল থাকবেন।

Level 0

আমি মো:শরিফুজ্জামান ( সুমন )। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই সব জায়গায় বাংলা আসেনা?

    মোঃ কেফায়েত উল্লাহ রিফাত : কোন জায়গায় বাংলা আসেনা? দয়া করে জানাবেন।
    বাংলার জন্য বিজয় ২০০৩ সেটাপ থাকলে ভালো হয়।

মোঃ কেফায়েত উল্লাহ রিফাত : কোন জায়গায় বাংলা আসেনা? দয়া করে জানাবেন।
বাংলার জন্য বিজয় ২০০৩ সেটাপ থাকলে ভালো হয়।

ভাই একটু কষ্ট করে যদি স্কুল মেনেজম্যান্ট বা কিন্ডারগাটেন মেনেজমেন্ট সফট তৈরি করতেন ভাল হতো। বাংলাদেশে প্রায় ৮০ হাজার কিন্ডারগাটেন আছে। সবগুলোতেই গ্রহন এবং হিসাব নিকাশের সফট প্রয়োজন।

    tazul.islam: স্কুল মেনেজম্যান্ট বা কিন্ডারগাটেন মেনেজমেন্ট কি কি বিষয় থাকবে আমার জানা নাই । আপনি যদি বিস্তারিত আমাকে বলেন,তবে আমি তৈরী করে দিতে পারবো।

tazul.islam: স্কুল মেনেজম্যান্ট বা কিন্ডারগাটেন মেনেজমেন্ট কি কি বিষয় থাকবে আমার জানা নাই । আপনি যদি বিস্তারিত আমাকে বলেন,তবে আমি তৈরী করে দিতে পারবো।

বিদেশিদের জন্য কি পাসওয়াড মেইল হবে ? [email protected]

Level 0

বিদেশিদের জন্য কি পাসওয়াড মেইল হবে ? মেইল – [email protected]

    Level 0

    আমি এস এম এস করেছি কিন্তু কোন রিপ্লাই পাইনাই…

    frzban:পাসওয়ার্ড:১২৩৪৫

Level 0

এটা কি ফুল ভার্সন?

    Himadri:এটা কি ফুল ভার্সন?
    উওর : জি এটা ফুল ভার্সন।

আমি এস এম এস করেছি কিন্তু কোন রিপ্লাই পাইনাই…

    মোল্লা আনিসুজ জামান।:পাসওয়ার্ড:১২৩৪৫

আমার একটা মালামালের স্টকের হিসাব রাখার জন্য সফওয়ার তৈরি করতে চাই যোগাযোগ ০১৯১২৮৯৩০৫৯

Level 0

ভাই পাসওয়ার্ড কি = 12345
আর ভাই রিপোর্ট আপনার মাছরাঙ্গা লোগো পরিবর্তন করা যায় না কেন?

জানাবেন প্লিজ…

    mithushan:ভাই পাসওয়ার্ড = 12345
    রিপোর্টে আপনার লোগো সেট করতে [email protected] ই-মেলে আপনার লোগো সেন্ড করুন।

উইন্ডোজ 7 এ ফন্ট কিভাবে পরিবর্তন করব। আর লোগো কিভাবে পরিবর্তন করব?? একটু জানাবেন।

আপনার উত্তরের আশা করছি