MS Access: ব্যবহার করে দোকানের Invoice তৈরির প্রোগ্রাম।

এখানে একটি MS Access প্রোগ্রাম ব্যবহার করে একটি Invoice System তৈরি করা হয়েছে। প্রোগ্রামটির কোড সমূহ উন্মুক্ত রাখা হয়েছে যাতে আগ্রহীরা কোডসমূহ দেখতে পারে এবং নিজেরা মডিফাই করতে পারে।

আসুন দেখি কিভাবে এটি ব্যবহার করতে হবে।

প্রথমে এখান থেকে ফাইলটি ডাউনলোড করুন।   Zip File

(১) ফাইলটি খুললে নিচের ছবির মত Page দেখাবে।

(২) Invoice তৈরির জন্য Invoices Button এ ক্লিক করুন। নিচের ছবির মত একটি পেজ আসবে। নতুন Invoice তৈরির জন্য New button এ ক্লিক করুন। আপনার ডাটা এন্ট্রি করুন। এন্ট্রি শেষে Save button এ ক্লিক করুন। এখন View Button এ ক্লিক করে Invoice টি দেখতে ও প্রিন্ট করতে পারেন। Print Button এ Click করে সরাসরি প্রিন্ট করতে পারেন।এখানে Invoice টি দোকানের প্যাডে প্রিন্ট করার মত করে ডিজাইন করা হয়েছে (নিচের Screen Shot দেখুন- Report)। আপনি চাইলে আপনার মত করে ডিজাইন করে নিতে পারেন। দোকান বা প্রতিষ্ঠানের নাম লগো ব্যবহার করতে পারেন।

Report:

(৩) কোন আইটেম Add বা Edit করার জন্য Add Item button এ ক্লিক করুন।

(৪) Model, Brand, Price ইত্যাদি Add বা Edit করার জন্য Add Models Button এ ক্লিক করুন। Price টা শুধুমাত্র দোকানদার নিজে দেখার জন্য।

(৫) সকল আইটেম একসাথে দেখার জন্য View All Items button এ ক্লিক করুন। এখান থেকেও আপনি বিভিন্ন তথ্য মডিফাই করতে পারবেন।

# Please feel free to contact if you have any query about this tune. +8801785675102, +8801916933691

# For sample file please mail to [email protected][email protected]

Level 2

আমি মোঃ হারুন অর রশিদ। IT Manager, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 203 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর @ কাজে আসবে।

    Level 2

    @হোছাইন আহম্মদ: ধন্যবাদ হোসেন ভাই।

আগের সবগুলো রেকড ডিলেট করব কিভাবে ?

invoice a total এর পরে comission, advance, due যোগ করবো কিভাবে

    Level 2

    @micromission: Comission, Advance, Due যোগ করার জন্য আপনার MS Access Design এর ধারনা থাকতে হবে। আর এই ডাটাবেজটি তৈরি করা হয়েছে শুধু সুন্টর একটা Invoice print ও তার রেকর্ড সংরক্ষনের জন্য। অগ্রিম বা বাকির কোন হিসাব এতে রাখিনি। তবে আপনি চাইলে নিজের মত করে Edit করে নিতে পারেন, কেননা এর Design এবং Code দুই-ই Open রাখা হয়েছে আপনাদের সুবিধার জন্য। আমার সাহায়্যের প্রয়োজন হলে বলবেন, য়থাসাধ্য চেষ্টা করব।

Level 0

ভাইয়া আপনার Database ফাইলটি ওপেন করার সাথে সাথে Invoice System From টি চালু হয়েছে ।

এইটি কি করে করে জানালে উপকৃত হব । আমাদের কলেজের রেজাল্ট এর Database বানাছি ওটা ওপেন করলে কোন ফর্ম চালু হয় না । পরে চালু করতে হয় আমি চাচ্ছি access ফাইলটি ওপেন করার সাথে সাথে । All student নামে যে ফর্ম আছে অইটা ওপেন হবে , আপনার এখানে যেমন Invoice System From টি চালু হয়েছে …
ধন্যবাদ

    Level 2

    @sazzad360: Go to Office Button —> Access Option —-> Current Database —-> Select “All student” form as Display Form. You can also select your college logo, Add application Title.

Level 0

Thnx

Level 0

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    Level 2

    @rana786: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Level 0

Bro আমি অফিস২০১০ USE করি Access Option —-> Current Database —-> Select “All student” form as Display Form এই অপশন টা খুজে পাচ্ছি না 🙁

Level 0

Parsi 😀

Dada Office 2013 a open hosse na. apnar database ta open hoyese. kintu invoice, add file konotai click korar por r kisui open hoy na.

Thanks dada open korte peresi. jodi stock tao add kore diten tahole aro valo hoto. invoice korar shathey shathey stock tao kome ashto….

    Level 2

    @ছালাউদ্দিন মজুমদার (মাসুদ): Stock, Advance, Commision সবই Add করা যাবে। আমি শুধু Simple একটা ফাইল দিয়েছি যাতে সহজে এটা ব্যবহার করা যায়। বেশি কিছু প্রথমে দেখলে এটাকে অনেকে ঝামেলা মনে করবে, তাই এতো কিছু দেই নি।

Level 0

খুব ভাল হইছে ভাই, চালিয়ে যান…………. ধন্যবাদ।

Level 0

apnake anok dhonobad.

Level 0

আপনার কাজ/টিউন গুলো খুবই কাজের। ধন্যবাদ এ ধরনের টিউনের জন্য। আমি access একদমই বুঝি না,তবু ভাল লাগল। আপনার ই-মেইল ঠিকানা পেতে পারি? আমার ই-মেইল [email protected]. আবারো ধন্যবাদ।

    Level 2

    @frzban: টিউনের শেষের দিকে দেখুন মেইল অ্যাড্রেস দেওয়া আছে। প্রয়োজনে যোগাযোগ করবেন। আপনাকে স্বাগতম।

আমি একটি কম্পানির ডিস্ট্রিবিউটার। যেখানে আমি শুধু মাত্র ১৫৪ টা আইটেমের প্রোডাক্ট সেল করি। এখন আমি চাই যে আগে থেকে আমি ঐ আইটেল গুলো ডাটা ইনপুট করে রাখব যেমন: রেট, প্যাক সাইজ আইটেম নেম ইত্যাদি……

মনে করেন আমার পার্টি এসে আমার কাছে ১৫৪ টার মধ্যে ৪০ টা নিবে। আমি কিভাবে তা টিক চিহ্ন দিয়ে খুবই তাড়াতাড়ি একটা ইনভয়েজ করে প্রিন্ট দিতে পারব?????? ইনভয়েজে আমার কম্পানি ইনফরমেশন থাকতে হবে।

    Level 2

    @jamal ahmed: হ্যা, এরকম অবশ্যই করা যাবে।একটু সময় নিয়ে করতে হবে। আমার ই-মেইলে আপনার ইনফরমেশন দিয়ে একটা মেইল দিয়ে রাখবেন। আমি চেষ্টা করব।

ভাই খুব সুন্দর হয়েছে। একসেস আমার কাছে ভাল লাগে কিন্তু অনেক জটিল। শিখার চেষ্টা করছি।
ধরুন -একজন সেলস ম্যান ০ থেকে ৫০০ টাকায় ০%, ৫0১ থেকে ৭০০ টাকায় ১৫% এবং ৭০১ টাকার উপরে ২০% কমিশন পায়- কুয়েলি/রিপটে কি ভাবে বাহির করব জানালে খুব উপকার হত। (শুধু সুত্র লিখে দিলেই হবে)

Level 0

ডাউনলোড লিংক দিয়েছেন তাতে No preview available দেখেচ্ছে
তাই যদি মিদিয়ে ফায়ারের একটা লিংক দিতেন উপকার হত ।
[email protected]

    Level 2

    @humayun19: আপনি File—-> Download এ ক্লিক করে Download করতে পারেন।

Level 0

হারুন ভাই, ধন্যবাদ। একটি পরামর্শ চাচ্ছি। একসিসে ফরম-এর শর্টকার্ট কি কিভাবে তৈরী করব পাথ দিয়ে? অর্থাৎ এক কম্পিউটারে ডাটা থাকবে অন্য কম্পিউটারে ফরমের শর্টকার্ট তৈরী করে তা দিয়ে লগইন করব।

    Level 2

    @zahid1975: Access এ normally এটা সম্ভব না। কিন্তু Network database design এর সুযোগ আছে, তবে তা বেশ জটিল। আমি এ ব্যপারে আপনাকে help করতে পারলাম না। দুঃখিত জাহিদ ভাই।

Level 0

হারুন ভাই, উত্তরের জন্য ধন্যবাদ। আমার কোন সমস্যা হলে আপনাকে জানাই। আগেও সমস্যার সমাধান নিয়েছি এবং পেয়েছি। একটি সমিতির ডাটা একসিসে তৈরী করা যাবে কিনা। যেমন: কোন সদস্য দৈনিক/সাপ্তাহিক/মাসিক প্রদানকৃত টাকার হিসাব তারিখ ওয়াইজ এবং কোন সদস্যের মোট টাকা বের করার কোন সফটওয়্যার তৈরী করে দিলে উপকার হতো। আমার ই-মেইল [email protected]

    Level 2

    @zahid1975: এটা করা যাবে। আপনি বিস্তারিত লিখে আমাকে একটা মেইল করুন। আসি চেষ্টা করব। বেশিরভাগ সময় ব্যস্ত থাকি, তবুও চেষ্টা করব।

vai onno kono link din please…

    Level 2

    @Md.Nizam Uddin: Googe Drive এর চেয়ে ভাল কোন ফাইল শেয়ারিং সাইট আছে বলে আমার মনে হয় না। যাই হোক আপনার ই-মেইল দেন আমার [email protected] এই মেইলে। আমি আপনাকে ফাইলটা পাঠিয়ে দেব।

হারুন ভাই ধন্যবাদ। আপনার এক্সেল 2007 এর নম্বার > কথায় মডিউলটি খুবই উপকৃত হয়েছি। ্বার কি একসেস2007 এ এই ভারশানটি কনভার্ট করে দেওয়া যায়? এবং একসেস2007 এর নম্বার > কথায় মডিউলটি পাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
[email protected]

    Level 2

    @আসাবুর রহমান: ধন্যবাদ মন্তব্যের জন্য। এই Module টি Already এই Invoice system এর ‍sample file এর সাথে আছে। আপনি File টি download করে Module টি দেখতে পারেন। সমস্যা হলে জানাবেন।

Level 2

হারুন ভাই, আপনার ডেটাবেজটা খুব ভাল লাগলো, আশা রাখি ডেটাবেজের উপর নিয়মিত পোষ্ট দিবেন। ধন্যবাদ হারুন ভাই, ধন্যবাদ টেকটিউনসকে।

এতো সুন্দর একটা টিউন করলেন কিন্তু কিভাবে করলেন কিছুই বুঝলাম না। :'(

হারুন_ভা্‌ই: অনেক আশা নিয়ে আপনার কাছে একটা অনুরোধ করতেছি, দয়া করে আপনি Access নিয়ে ধারাবাহিকভাবে টিউন করুন এবং সেই সাথে টিউন এর ভিডিওসহ আমাদের মাঝে শেয়ার করুন/করবেন।
আশা করি আমরা যারা নতুন আমাদের কথা ভেবে হলেও আপনি Access নিয়ে চেইন টিউন করবেন। ভিডিওসহ।

যাতে আপনার ভিডিও টিউনটি দেখে অনুসীলন করে আপনার মত করে তৈরি করতে পারি 😀

আশা করি Next Time থেকে টিউন করার পূর্বে আমাদের মত বিগিনারদের কথা একবার হলেও চিন্তা করবেন।।। 🙂

    Level 2

    Beginning level এ কিছু টিউন আছে, তাই আমি একটু advance level এর টিউন করি। তাছাড়া আমি চাই মানুষ সাদারনত যা জানে না, তাই জানাতে। ব্যস্ততার মাঝে সময় করা কঠিন। তবুও চেষ্টা করব।

2007 এ মা্গ্রেট করে দিতে পারেন। আমি 2007 ব্যবহার করি। ধন্যবাদ।

    Level 2

    আপনি কোন রকম ঝামেলা ছাড়াই এটা ২০০৭ এ ব্যবহার করতে পারবেন। সুতরাং ২০০৭ এ মাইগ্রেট করার প্রয়োজন নাই।

অনেক সুন্দর হয়েছে । আপনাকে অনেক ধন্যবাদ।

    Level 2

    স্বাগতম আপনাকে। আপনাদের ভাল লাগলেই আমার টিউন করা স্বার্থক হবে।

thanks bro… you’ve made so many good tune, I have seen all of your tune, really all of the tune so much important.

খুব সুন্দর টিউন হইছে। যদি প্রোডাক্টস ষ্টোক টা যোগ করতেন তাহলে দোকানদাদের কাজে লাগতো।চালিয়ে যান…

Level 0

ভাই একসেস শিখার জন্য কোন বই আছে কি আপনার সন্ধানে
থাকলে জানাবেন প্লিজ……….. [email protected]

সুন্দর টিউন

হারুন ভাই কাসটুম লিংক দরকার [email protected]