শিখুন বেসিক Microsoft Office Access 2007 পর্ব ০৩

  • ১ম টিউন
  • ২য় টিউন
  •  

    আমরা মনে করি, আমাদের স্কুলের জন্য এখন আপাত ভাবে ২ ধরনের তখ্য রাখতে হবে।

  • ছাত্র
  • শিক্ষক
  • -দের জন্য

    ছাত্রদের কি কি তথ্য রাখতে হবে? মনে করি,ছাত্রদের জন্য-ছাত্রদের নাম, রোল নং, ঠিকানা, ফোন নম্বর।
    শিক্ষকদের কি কি তথ্য রাখতে হবে? মনে করি, শিক্ষকদের জন্য-ID, নাম, কোন বিষয়, ফোন নং ।

    তাহলে আমাদের ২টি টেবিল তৈরী করতে হবে। একটির নাম দেই Student

    Student টেবিল তো হলো এবার আর একটি টেবিল বানাব (আগেই বলেছি আমাদের ২টি টেবিলে তথ্য রাখতে হবে)।

    টেবিল বানানোর উপায়

    Home tab এর পাশের tab হল Create । Table Button এ চাপ দেই।

    আবার উপরের design view তে যাই। save as এ অপরটির নাম দেই Teacher।

    View Change করে টেবিলে ডিজাইন করি তাদের সংখ্যা ও টেক্স অনুসারে।

    এই তো কে বলেছে আপনাকে দিয়ে হবে না। আপনি কত সহজেই দুটি টেবিল বানিয়ে ফেললেন।
    আজ এ পর্যন্তই। টিং টিং টিং টিং .......

    সমস্যা হলে জানাবেন।

    Level 2

    আমি িশহাব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

    আমি শিহাব। গ্রাজুয়েশন শেষ করেছি।বিষয় ব্যবস্থাপনা। ভাল লাগে ঘুরতে। সবচেয়ে ভাল লেগেছে সুন্দরবন। এছাড়া আমি খেলতে খুব ভালবাসি।


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস

    Level 0

    ধন্যবাদ ভাল পোস্ট।

    ৪র্থ পর্বের অপেক্ষায় রইলাম ।একটু একটু ধারণা দিচ্ছেন, একটু একটু গলধঃকরণ করছি । এ সম্পর্কে কিছুই জানতাম না । ধন্যবাদ ।

      প্রজেক্টগুলোও করতে হবে। কারণ সামনে এই প্রজেক্টগুলোর উপর ভিত্তি করে কাজ করা হবে।@Sadeque Ahammed:

    Nice Carry on please