ভাইরাস প্রতিরোধে কোন মাস্ক কতটা কার্যকর?

টিউন বিভাগ চিকিৎসা বিজ্ঞান
প্রকাশিত
জোসস করেছেন

ভাইরাস প্রতিরোধে কে কত সক্ষম?
বর্তমান করনা কালীন সময়ে বাহারি সব মাস্ক এর ব্যবহার লক্ষ্য করা যায়। কেউ কাপড়ের মাস্ক ব্যবহার করেন। আবার অনেক উচ্চ শ্রেণীর মানুষ স্বর্ণ রুপার তৈরি বিশেষ মাস্ক ব্যবহার করেন। যা ভাইরাস প্রতিরোধে কতটা সক্ষম তারাই জানে ভালো।


চলুন ছোট্ট করে মাস্ক এর ইতিহাস জেনে নেওয়া যাক:
যদি মাস্ক আবিষ্কার হয় 1600 সালের দিকে তবে সার্জিক্যাল মাস্ক এর যাত্রা শুরু হয় 1897 সালে একজন ফরাসি চিকিৎসকের মাধ্যমে। যা ছিল গজ দিয়ে তৈরি একটি কাপড়ের টুকরো যায় চারদিকে ছিল কঠোরভাবে জীবাণুমুক্ত করা লিলেন কাপড়ের অংশ। সার্জিক্যাল মাস্ক আবিষ্কারের পূর্বে চঞ্চু মাস্ক এর প্রচলন ছিল যার সামনের টা  পাখির ঠোঁটের মতো ছিল এবং এটি ভিতরে সুগন্ধি ব্যবহার হতো।

  1. কোন মাস্ক কতটা বেশি কার্যকর:
    (তথ্যসূত্র: Jamuna Television এর প্রতিবেদন)
    ১.এন ৯৯ মাস্ক:
    ভাইরাস: ৯৯%
    ব্যাকটেরিয়া: ১০০%
    ধূলিকণা:৫০%
    ২.এন৯৫ মাস্ক:
    ভাইরাস:৯৫%
    ব্যাকটেরিয়া:১০০%
    ধূলিকণা:১০০%
    ৩.কে এন ৯৫ মাস্ক:
    এন ৯৫ মাস্ক এর প্রায় সমকক্ষ।
    ৪. সার্জিক্যাল মাস্ক:
    ভাইরাস:৯৫%
    ব্যাকটেরিয়া:৮০%
    ধূলিকণা:৮০%
    ৫. কাপড়ের মাস্ক:
    ভাইরাস: প্রায় অক্ষম।
    ব্যাকটেরিয়া:৫০%
    ধূলিকণা:৫০%
    তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে সাধারণ কাপড় এর থেকে সিল্ক বা রেশম কাপড়ের তৈরি মাস্ক সাধারণ কাপড়ের মাস্ক থেকে অনেক বেশী কার্যকর।
    মাস্ক কার জন্য কতটা কার্যকর হবে তা অনেকাংশে নির্ভর  করে তার ব্যবহারকারীর উপর। মাস্ক ব্যবহারকারীর মুখে সাথে যতটা বেশি পারফেক্ট ভাবে লাগবে তা কার্যকরিতা তত বেশি হবে মেডিকেল জার্নাল জেএফএম এর প্রতিবেদন অনুসারে দুটি মাস্ক ব্যবহার ভাইরাস প্রতিরোধ অধিক সফল।

Level 2

আমি মনিরুজ্জামান মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস