বাংলাদেশের গ্রামীণ জীবনের সাপে কাটা নিত্যনৈমিত্তিক ব্যাপার। মে থেকে অক্টোবর মাসে তা আরো বেড়ে যায়। কাউকে সাপে কাটলে বেশিরভাগ সময় আক্রান্ত ব্যক্তি আতঙ্কিত হয়ে পড়েন। আমি বলে রাখতে চাই দেশে বিষধর সাপের চেয়ে নির্বিষ সাপের সংখ্যা অনেক বেশি।
WHO এর মতে, প্রতিবছর বাংলাদেশের প্রায় 5, 89, 919 জন আক্রান্ত হয় যার মধ্যে মারা যায় 6041 জন। আতঙ্কের বিষয় হলো মৃতদের মধ্যে সিংহভাগই শরণাপন্ন হন ওঝা-কবিরাজ দের কাছে।
প্রথমে জেনে নেয়া যাক বিষধর সাপ কামড়ালে কিভাবে বুঝব?
১. ক্ষতস্থান থেকে অনবরত রক্ত পড়া ও ক্ষতস্থানে অস্বাভাবিক ফুলে যাওয়া এবং প্রচণ্ড ব্যথা অনুভব করা।
২. খাবার গিলতে অসুবিধা।
৩. শ্বাসকষ্ট।
৪. চোখে ঝাপসা দেখা ও চোখ বন্ধ হয়ে আসা।
৫. ঘুম ঘুম ভাব।
৬. হাত পা অবশ হয়ে আসতে পারে।
৭. অচেতন হয়ে পড়া।
৮. ঘাড় সোজা রাখতে না পারা।
৯. প্রসাব বন্ধ হয়ে যাওয়া।
এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। আর নির্বিষ সাপের খেতে আক্রান্ত স্থানে সামান্য ব্যথা ফুলে যাওয়া বা অল্প কত হতে পারে। তবে এসব লক্ষণ থাকলেও ঝুঁকি না নিয়ে চিকিৎসা গ্রহণ করা উচিত।
আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে
তাকে সাহস যোগাতে হবে। তার সামনে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যে সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। আক্রান্ত স্থানে জীবনে অসুবিধা হবে এবং তার পিঠের উপরে কাপড় দিয়ে বেঁধে দিতে হবে এমন ভাবে যাতে তা বেশি টাইট বা বেশি নড়বড়ে না হয়। তারপর তাকে নিকটস্থ হসপিটালে নিয়ে যেতে হবে। খেয়াল রাখতে হবে আক্রান্ত স্থান যাতে বেশি নাড়াচাড়া না হয়।
আমি মনিরুজ্জামান মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।