Magento-র Backend-এর পরিচিতি।
আপনাকে Magento এর Backend এর বৈশিষ্ট্য গুলোর সাথে পরিচিতি করানোর জন্য এখানে আমরা Backend এর বিভিন্ন Option সম্পর্কে বিস্তারিত জানব। এখানে আমরা নিন্মোক্ত বিষয়গুলো আলোচনা করবঃ-
নিন্মোক্ত আলোচনা থেকে আমরা জানব যে, কিভাবে Magento এর Backend Access করতে হয় এবং Magento এর News Massages সর্ম্পকে জানব।
[Tip:- Magento install করার পর Installation Wizard এর শেষ Page এর Go To Backend Button এ Click করে আমরা সহজেই Magento এর Backend Open করতে পারি এবং Bookmark করে রাখতে পারি।]
Magento এর Backend Access করার জন্যে নিন্মোক্ত কাজ গুলো করতে হবে।
(1) একটি Standard Web Browser এর মাধ্যমে Magento Backend URL টি
( যা Installation এর সময় নির্ধারন করা হয়েছে।) Open করতে হবে। উদাহরণ হিসাবে বলা যায় যে, যদি Base URL mywebstore.com ব্যবহার হয়ে থাকে তবে তার Backend Access URL হবে। http://www.mywebstore.com/admin
Magento Demo Store এর Backend Access URL হলোঃ-
http://demo-admin.magentocommerce.com/admin এই URL টি Open করলে নিন্মোক্ত Page টি Open হবেঃ-
(2) এখানে Username এবং Password দিতে হবে ( যা Installation এর সময় নির্ধারন করা
হয়েছে)।
[Note:- Magento Demo Store এর Username:-admin এবং Password:-123123]
(3) এখন Login Button টিতে Click করলেই Administration Panel টি Open হবে।
(4) Login করার পর Magento এর Version সম্পর্কে একটি Massage আসবে।
একটি উদাহরণ দেখানো হলোঃ-
অন্যান্য Massage গুলো সম্পর্কে নিন্মোক্ত Bar টি Menu এর নিচে প্রদর্শিত হয়।
সকল Massage গুলো Display করার জন্য Page এর ডান দিকের উপরের Go to Massage Inbox এ Click করতে হবে। তবে নিন্মোক্ত Page টি Open হবে যার মধ্যে বিভিন্ন Massage Handling Tools বিদ্যমান।
আপনি চাইলে Massage Select করে Mark As Read করে দিতে পারেন। তাহলে আর Login করার সময় ঐ Massage আসবেনা।
Login করার পর প্রথমে যে Page টি Load হয় তা হলে Dashboard । এটি Menu থেকে Dashboard Tab এ Click করেও Open করা যায়।
নিচে Page টি দেখানো হলোঃ-
উপরোক্ত Page টি Web Store এর Basic Information প্রদর্শন করে। এই Page এর Option গুলো আলোচনা করা হলো:-
এখানে আমরা জানব যে, কিভাবে Order Manage এবং প্রদর্শন (view) করতে হয়। এছাড়াও Backend থেকে Order Create করা দেখব।
Web Store এর Order গুলো প্রদর্শন করার জন্য Sales Menu থেকে Order Option টি তে Click করতে হবে। তখন নিন্মোক্ত Page টি প্রদর্শিত হবে।
Page টিতে আপনার Web Store এর Order এর একটি List প্রদর্শিত হয়েছে। Order Page এর কিছু Option সম্পর্কে আলোচনা করা হলো:-
Quantity of Order Displayed:- এই Option Page উপরের দিকে থাকে। এর মাধ্যমে Page এ কত সংখ্যক Order প্রদর্শিত হবে তা নিয়ন্ত্রন করা যায়। নিচে দেখানো হলোঃ-
Selecting Orders:- এই Option টির মাধ্যমে সকল Order গুলো Select/Unselect করা যায়। তাছাড়া শুধু Visible Product (যেগুলো Page এ প্রদর্শিত হয়েছে) গুলো Select/Unselect করা যায়।
আপনি চাইলে Order এর বাম পাশের Checkbox এ Click করে একটি Order ও Select করতে পারবেন।
Filtering Order:- এই Option টির মাধ্যমে বিভিন্ন ভাবে Order গুলোকে Filter করা যায়। Field গুলোর Value গুলো দিয়ে Search Button এ Click করলেই তা Filter হয়।
এখানে নির্ধারিত Criteria অনুযায়ী Order গুলো প্রদর্শিত হবে।
Sorting Orders:- প্রতিটি কলামের Head এ Click করে ঐ কলামের Value অনুযায়ী Order গুলোকে Ascending অথবা Descending করা যায়।
Order Action:- Order গুলোকে Select করে ঐ গুলোর উপর বিভিন্ন Action Submit করা যায়। Action গুলো Dropdown থেকে Select করতে হয়। নিচে দেখানো হলোঃ-
এই Dropdown থেকে Order গুলোর উপর Cancel, Hold, Unhold এবং বিভিন্ন Print Action চালানো যায়।
View:- Order কে View বা Edit করার জন্য Order এর Right Side এর View Option টিতে Click করতে হবে।
Magento তে প্রতিটি Order এর বিভিন্ন রকম Information থাকে। এই Section টি Order এর Information গুলোকে উপস্থাপন করে। এই Page এর বাম দিকের উপরের কিছু Option থাকে যাদের মাধ্যমে Order Information এর বিভিন্ন Page Access করা যায়। যেমন:- Information, Invoices, Credit Memos, Shipments এবং Comments History। Information Page টির উদাহরণ দেখানো হলোঃ-
এই page টি Order এর গুরুত্বপূর্ন তথ্য গুলো ধারণ করে। যেমন Order Status, Product Ordered, Customer Information, Billing Information, Shipping Information, Payment Information ইত্যাদি।
এই Page এর Comments History Area থেকে Order এর Status Change এবং Order সম্পর্কে Comments করা যায়। Notify Customer Checkbox এ Check করে Customer কে একটি Massage এর কপি পাঠানো যায়।
আপনি চাইলেই Backend থেকে Order তৈরি করতে পারেন। যদি এমন হয় যে, Order টি Phone এর মাধ্যমে Receive করা হয়েছে সেক্ষেত্রে Backend থেকে Order Create করা যেতে পারে। তাছাড়া E-mail অথবা Fax এর মাধ্যমেও Order নিয়ে Backend থেকে Order Create করা যেতে পারে।
একটি Order Create করতে হলে যা করতে হবে তা হলোঃ-
Rating And Review Function এর মাধ্যমে ক্রেতা ও Store মালিকগন Product এর সমালোচনা করতে পারেন এবং Product সম্পর্কে মতামত প্রদান করতে পারেন। এই Rating and Reviews গুলো Backend থেকেও যুক্ত করা যায়। এই Rating And Reviews সম্পর্কে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানব।
Magento বিভিন্ন ধরনের Reports Generate করতে পারে। এর জন্যে Reports Menu এর বিভিন্ন Type থেকে প্রয়োজন অনুযায়ী Select করে Report তৈরি করা যায়। এ সম্পর্কে পরে বিস্তারিত জানব।
আমি সাব্বির শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যেকোনো সমস্যায় আমি আছি আপনাদের পাশে, আমাকে FACEBOOK, GOOGLE TALK এ পাবেন অ্যাড করে নিতে পারেন। ফেসবুক = http://www.facebook.com/shuvo.rpi গুগলটক = mbshuvo
total kotogulo porbo hobe?