আমাদের বিভিন্ন প্রয়োজনে পার্টিশন ব্যাকআপ করে থাকি। বিশেষ করে ওএস রি-ইন্সটল করার পর বিভিন্ন ড্রাইভার/সফটওয়্যার ইন্সটল করে ওএসকে আগের পর্যায়ে আনতে বেশ সময় লাগে । তবে প্রয়োজনীয় ড্রাইভার/সফটওয়্যার সহ ওএসের ইমেজ ব্যাকআপ নিলে এ সময় অনেকখানি বাঁচানো যায়। এই ব্যাকআপ নেওয়ার কাজে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হয়। এদের ভেতর অন্যতম হচ্ছে fsarchiver।
fsarchiver হচ্ছে একটি বিশেষ ধরণের সিস্টেম টুল যা কোনো ফাইল-সিস্টেমের content গুলোকে একটি কমপ্রেসড করা আর্কাইভ ফাইলে সেভ করে রাখে। এটি ext3,ext4,btrfs,ntfs(beta পর্যায়ে) ইত্যাদি ফাইল-সিস্টেম সাপোর্ট করে। এর সবচেয়ে
grub1/grub legacy রিস্টোর করতে লাইভ সিডি থেকে টার্মিনাল বা কনসোলে লিখুন
sudo grub find /boot/grub/stage1 root <strong>(</strong>hd0,5<strong>)</strong> setup <strong>(</strong>hd0<strong>)</strong> quit
এখানে (hd0,5) কিংবা যে সংখ্যা আসে পরবর্তী ধাপে সে মোতাবেক কাজ করতে হবে।
৩ ব্যাকআপ করা আর্কাইভ ফাইলের কনটেন্টগুলো কোনো টুল দিয়ে দেখা যায় না।
কাজ শুরু করার আগে কিছু ব্যাপার বলে নেওয়া উচিৎ। যেহেতু টুলটি পার্টিশন নিয়ে কাজ করে, সেহেতু যে পার্টিশনের উপর কাজ করবেন তা যেন unmounted অবস্থায় থাকে। যদি রুট পার্টিশন হয় তাহলে লাইভ সিডিতে যেখানে fsarchiver ইন্সটল করা থাকে(system rescue cd) তা ব্যবহার করলে ভালো, কিংবা অন্য পার্টিশনে ইন্সটল থাকা ডিস্ট্রো। তবে mounted থাকা অবস্থায় ব্যাকআপ নেওয়া যায়। একে লাইভ ব্যাকআপ বলে। তবে এই অবস্থায় লক্ষ্য রাখতে হবে কাজ করার সময় ঐ পার্টিশনে কোনো কিছু রিড-রাইট না হয়।
রুট পার্টিশন ছাড়া অন্য পার্টিশনের ব্যাকআপ আপনার বর্তমান লগ-ইন থাকা ওএস থেকেই নিতে পারবেন। শুধু খেয়াল রাখবেন যার ব্যাকআপ নিচ্ছেন তা যেন আনমাউন্টেড থাকে। রিস্টোর করার ক্ষেত্রে একই কথা প্রয়োজ্য।
এখানে আমি উবুন্টুতে fsarchiver ব্যবহার করছি। System-rescue-CD তে কাজ করলে সম্ভবত su – কমান্ড দিয়ে রুট একাউন্টে লগ িন করতে হবে।
কাজ শুরু করার আগে এই টুলের জন্য য়েসব কমান্ড সাধারণত লাগবে সেগুলো হল:
savefs ফাইল-সিস্টেম সেভ করার কমান্ড
restfs ফাইল-সিস্টেম রিস্টোর করার কমান্ড
archinfo আর্কাইভের তথ্য জানতে
-A mounted থাকা কোনো ফাইল-সিস্টেম ব্যাকআপ করতে
-o কোনো আর্কাইভ ওভারাইট করতে
-j প্রসেসর এর একাধিক core/thread থাকলে তা কাজে লাগানোর জন্য।
-v কি কি ফাইল/ফোল্ডার ব্যাকআপ হচ্ছে তা টার্মিনালে দেখানো হয়।
-d এই অপশনটি ব্যবহার করলে /var/log ডিরীক্টরিতে একটি লগ ফাইল তৈরি হয়।
প্রথমে জানতে হবে কোন পার্টিশনের উপর কাজ করতে হবে। টার্মিনালে দেখতে হলে লিখুন
<em>sudo fsarchiver probe simple</em>
একটু পর আপনি পার্টিশন দেখতে পাবেন।
[=====DEVICE=====] [==FILESYS==] [======LABEL======] [====SIZE====] [MAJ] [MIN]
[sda1 ] [ntfs ] [] [ 39.06 GB] [ 8] [ 1]
[sda3 ] [ntfs ] [xp ] [ 114.20 GB] [ 8] [ 3]
[sda5 ] [ntfs ] [Audio Video ] [ 58.59 GB] [ 8] [ 5]
[sda6 ] [ntfs ] [Software & Others] [ 34.18 GB] [ 8] [ 6]
[sda7 ] [ntfs ] [Data Backup ] [ 48.83 GB] [ 8] [ 7]
[sda8 ] [ext4 ] [] [ 54.69 GB] [ 8] [ 8]
[sda9 ] [swap ] [] [ 1.00 GB] [ 8] [ 9]
[sda10 ] [ext4 ] [] [ 48.83 GB] [ 8] [ 10]
[sda11 ] [ntfs ] [extra 2 ] [ 48.83 GB] [ 8] [ 11]
[sdb1 ] [ntfs ] [System Reserved ] [ 100.00 MB] [ 8] [ 17]
[sdb2 ] [ntfs ] [] [ 49.90 GB] [ 8] [ 18]
[sdb5 ] [ntfs ] [Data 2 ] [ 140.00 GB] [ 8] [ 21]
[sdb6 ] [ntfs ] [Backup ] [ 50.00 GB] [ 8] [ 22]
[sdb7 ] [ext4 ] [] [ 18.52 GB] [ 8] [ 23]
[sdb8 ] [swap ] [] [ 2.01 GB] [ 8] [ 24]
[sdb9 ] [ext4 ] [] [ 31.48 GB] [ 8] [ 25]
আমি এখানে /dev/sdb7 ও /dev/sdb6 মানে Backup নিয়ে কাজ করব। এখানে /dev/sdb7 হচ্ছে মিন্টের রুট পার্টিশন।
যেহেতু /dev/sdb7 ও /dev/sdb6 নিয়ে কাজ করছি, সেহেতু কাজ করার সময় এই পার্টিশনগুলো যেন unmounted থাকে সেদিকে খেয়াল রাখবেন। রিস্টোর করার ক্ষেত্রে একই কথা প্রয়োজ্য।
প্রথম হার্ডডিস্কে ইন্সটল থাকা উবুন্টু(/dev/sda8) থেকে এই কাজগুলো করছি। আপনার পিসিতে একাধিক ডিস্ট্রো ইন্সটল করা না থাকলে System-rescue CD ব্যবহার করতে পারেন।
তাহলে এবার মূল কাজ শুরু করা যাক।
মনে করি ব্যাকআপ ফাইলটি আমরা /media/xp তে রাখব আর ব্যাকআপের নাম হল mint-rootfs.fsa এক্ষেত্রে নিচের কমান্ডটি টার্মিনালে লিখতে হবে।
<em>sudo fsarchiver -o -v -d savefs /media/xp mint-rootfs.fsa /dev/sdb7</em>
যদি আপনাট প্রসেসরে একাধিক core থাকে তাহলে আপনি -j অপশনটি ব্যবহার করতে পারেন। ডুয়াল=কোরের ক্ষেত্রে 2 আর কোয়াড-কোরের ক্ষেত্রে (1-4) ব্যবহার করতে পারেন। যদি তিনটি কোর ব্যবহার করতে চান তাহলে হবে এরকম
<em>sudo fsarchiver -j3 -o -v -d savefs /media/xp/mint-rootfs.fsa /dev/sdb7</em> <h2>একটি ফাইল-সিস্টেম রিস্টোর করার নিয়মঃ</h2> <em>sudo fsarchiver -j3 -o -v -d restfs /media/xp/mint-rootfs.fsa id=0, dest=/dev/sdb7</em>
এখানে id=0 হচ্ছে প্রথম ফাইল-সিস্টেম আর dest অপশনে যে পার্টিশনে রিস্টোর করতে চান তার লোকেশন দিতে হবে।
উল্লেখ্য রুট পার্টিশনকে রিস্টোর করতে হলে আগের পার্টিশনেই রিস্টোর করা ভালো।. তবে ডাটার ক্ষেত্রে ইচ্ছে করলে অন্য পার্টিশনে রিস্টোর করতে পারেন।
কমান্ডটি হবে এরকম:
<em>sudo fsarchiver -j3 -o -v -d savefs /media/xp/multiple-filesystem.fsa /dev/sdb7 /dev/sdb6</em>
এখানে আমি একই সাথে /dev/sdb7 ও /dev/sdb6 এর ব্যাকআপ নিলাম।
এই কাজটিও একটি কমান্ডে করা যায়। টার্মিনালে লিখতে হবে-
<em>sudo fsarchiver -j3 -o -v -d restfs /media/xp/multiple-filesystem.fsa id=0, dest=/dev/sdb7 id=1, dest=/dev/sdb6 </em>
এখানে id=0 হচ্ছে প্রথম পার্টিশন মানে /dev/sdb7 আর id=1 হচ্ছে দ্বিতীয় পার্টিশন মানে /dev/sdb6।
রানিং সিস্টেম থেকে ব্যাকআপ নেওয়ার সময় সাবধানতা অবলম্বন করা উচিৎ। রিকভারি বা পুরোপুরি কনসোল মোডে গিয়ে এই কাজটি করা উচিৎ। উবুন্টুতে রিকভারি মোডে যেতে হলে গ্রাব থেকে recovery mode অপশনটি সিলেক্ট করুন। এরপর আপনার নাম ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন। এরপর startx কমান্ড দিয়ে GUI এ প্রবেশ করে যেখানে ব্যাকআপ ফাইলটি রাখবেন তা মাউন্ট ( মাউন্ট করার কাজটি কমান্ড দিয়েও করা যায়) করে লগ-আউট করে নিন। এতে আপনি আবার কনসোল মোডে ফিরে আসবেন। আমার পিসিতে উবুন্টু /dev/sda8 পার্টিশন।
<em>sudo fsarchiver -j3 -o -v -A savefs /media/xp/ubuntu-rootfs.fsa /dev/sda8</em>
আর্কাইভ করা ফাইল সম্পর্কে তথ্য জানতে archinfo অপশন ব্যবহার করতে হবে।
<em>fsarchiver archinfo /media/xp/ubuntu-rootfs.fsa </em>
আমি জাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ টিউনের জন্য,
আর এত কষ্ট করে টিউন করলেন কিন্তু একটা স্কিনশট দিলেন্না স্কিনশট দিলে টিউনটি আরো সুন্দর দেখাত এবং টিউনের মানও বৃদ্ধি পেত।