যারা লিনাক্স উবুন্টু অপারেটিং সিস্টেম চালাচ্ছেন, তারা wine ইন্সটল করে কিছু উইন্ডোজ সফটওয়্যার চালাতে পারবেন, তবে এটার যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে।
আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সহজে কিভাবে কমান্ড ব্যবহার করে এটা করবেন বিস্তারিত লিখে দিচ্ছি।
★ প্রথমে, Ubuntu অপারেটিং বিট জেনে নিন নিচের কমান্ড দিয়ে, তাহলে বুঝতে পারবেন ৩২/৬৪ বিট সিস্টেমের কোনটা ব্যবহার করছেন।
কমান্ড- lscpu
★ এরপর উবুন্টু ডিফল্ট Default Repositories আপডেট করে নিন, এতে apt package লিস্ট আপডেট হয়ে যাবে।
কমান্ড- sudo apt update
★ তারপর ৬৪ বিট wine ইন্সটল করতে কমান্ড দিন -
sudo apt install wine64
★ অথবা, তার ৩২ বিট wine ইন্সটল করতে কমান্ড দিন -
sudo apt install wine32
★ ভার্সন চেক করুন - wine -version
* এছাড়াও আপনি WineHQ Repository থেকেও এটা ইন্সটল করতে পারবেন, তবে সেটা কিছুটা জটিল নতুনদের জন্য। তবে কমান্ডে এক্সপার্ট হলে মোটেও জটিল নয়।
আমি ২০১৬ সালের পর থেকে একবারে লিনাক্সে অভ্যস্ত হয়ে গেছি। উইন্ডোজের কাছে খুব বেশি যায় না, লিনাক্স এবং আ্যপল দিয়েই কাজ করে যাচ্ছি।
★★★ পরবর্তী টিউনে আমি লিখবো, কিভাবে wine এ একটি উইন্ডোজ সফটওয়্যার ইন্সটল করবেন৷
- এম আবির মিলন
প্রফেশনাল ডকার এক্সপার্ট (ডেপ্লয়মেন্ট)
আমি এম এ মিলন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এম আবির মিলন ::- প্রফেশনাল ব্লগার, কন্টেন্ট রাইটার, ডিজিটাল মার্কেটার এবং মোবাইল অ্যাপস ডেভেলপার।