লিনাক্স এ ডাউনলোড ম্যানেজার

উইনডোজ থেকে লিনাক্সে পা রাখলে নতুন ইউজাররা সবচেয়ে বেশি মিস করে আইডিএম (ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার)। কারন লিনাক্স ডিস্ট্রোতে তো আর ক্রাক আইডিএম ব্যবহার করা যায়না। তাই বেশ হতাশ হতে হয়। এই হতাশ ব্যক্তিদের জন্য আজকের এই টিউন।

এই কাজ করার জন্য আমরা কয়েকটি ধাপ সমাপ্ত করবো:

১ম ধাপঃ

ফায়ার ফক্স ব্রাউজারে  FlashGot নামে একটি এডঅন ইন্সটল করে ব্রাউজার রিসটার্ট করুন।

২য় ধাপঃ 

আমার মতে আইডিএম এর মত স্পিডি যদি কোন ডাউনলোড ম্যানেজার থাকে তা হল এরিয়া২(aria2)। কিন্তু এরিয়া২ তে কোন পজ/রিজিউম বাটন না থাকার কারনে আমার মত অনেকের কাছে গলার কাটা মনে হয়। তাহলে কি আমরা এরিয়া২ ব্যবহার করতে পারবোনা? হা ব্যবহার করবো কিন্তু ভিন্ন ভাবে, যাতে থাকবে এরিয়া২ এর স্পিড এবং পজ/রিজিউম বাটন।

এর জন্য সিনাপ্টিক প্যাকেজ ম্যানেজার চালু করে এরিয়া২ ইন্সটল করে নিন।

৩য় ধাপঃ 

সিনাপ্টিক প্যাকেজ ম্যানেজার থেকে আর একটি সফটওয়ার ইন্সটল করতে হবে তা হল ইউ গেট (uGet)

৪র্থ ধাপঃ

এখন কনফিগার কারার পালা। ইউগেট uGet সফটওয়ারটি চালু করুন। এখন Edit অপসন থেকে settings এ যান। এর পর plug-in ট্যাবে যেয়ে Enable aria2 plug-in +Launch aria2 on startup-এ টিক মার্ক দিন।

এবার ফায়ার ফক্স এর Tools>Add-ons> Extensions >FlashGotএ  preferences  ক্লিক করুন। এখন General ট্যাব এ Download Manager হিসাবে Uget নির্বাচন করুন। বাস হয়ে গেল সব সমস্যার সমাধান। 

এই প্রসেসে আমি বেশ ভাল স্পিড পাই। তাই আমি সবার মাঝে শেয়ার করলাম। বিস্তারিত লিখার জন্য আকার বড় হয়ছে, মুলত এই কাজ করতে খুব অল্প সময় লাগে।

আমি উবুন্টু, লিনাক্স মিন্ট, জোরিন ওএস কে উদ্দেশ্য করে লিখেছি।

আমি অনেক কষ্ট করে লিখেছি। কারও যদি এতটুকু উপকার আসে তাহলেই আমার কষ্টের সার্থকতা। আপনারা গঠনমূলক মন্তব্য করে আরো লেখায় উৎসাহ যোগাবেন আশাকরি। কষ্ট করে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

লিনাক্স সবার মাঝে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশায়

Level 0

আমি Joy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 380 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Chemistry (M.Sc)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন জিনিস শেয়ার করলেন।আমি যে ডাউনলোডার ব্যবহার করতাম তবে এটার ওয়েট একটু বেশী।এরিয়া২ ব্যবহার করে দেখব।ধন্যবাদ শেয়ারের জন্য।

    Level 0

    @নিশাচর নাইম: ধন্যবাদ নাইম ভাই। আমি এর আগে জে ডাউনলোডার ব্যবহার করতাম। কিন্তু তা খুবই স্লো ওপেন হত। এটি বেশ দ্রুত কাজ করে।

ধন্যবাদ আপনাকে খুবই উপকারি টিউন।

    Level 0

    @cloudydream: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

অনেক ধন্যবাদ ।আপনা্দের মত ভাল কিছু টীউনা্র রা আছে বলেই আমা্র মত মানুষ কিছু শিখতে পা্রছে ,তাও আবা্র লিনাক্স সম্পর্কে । পাশে থাকবেন আশা করছি।

    Level 0

    @mithun neil: জানাতে পেরেছি জেনে আমি খুবই আনন্দিত। বাংলাদেশে বেশি বেশি লিনাক্স চর্চা হোক তার জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ধন্যবাদ।

খুব ভাল লিখেছেন

    Level 0

    @দিহান: দিহান ভাই প্রশংসার জন্য ধন্যবাদ।

😀 লিনাক্স নিয়ে আরো টিউন চাই

Level 0

লিনাক্স নিয়ে আমি ধারাবাহিক পোষ্ট করতে চাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা আগ্রহী হলে আমি চালিয়ে যাব।ধন্যবাদ মারুফ আলাম ভাই।

Level 0

ধন্যবাদ কুমিল্লা আইটি।

চরম লিখসেন!

তবে ভাই আমি chrome ইউজাই। ফায়ারফক্স ভালা লাগে না। আমাগো জন্য কি কিছুই নাই??? 🙁 🙁

    Level 0

    @সাজ্জাদ: ভাই আমিও ক্রম ব্যবহার করি। ক্রোম ব্রাউজার থেকে কোন কিছু ডাউনলোড করতে আমি ডাউনলোড লিংক কপি করে ডাউনলোড ম্যানেজারে এড করে ডাউনলোড করি। তবে আপনি ক্রোম এর একটি এডঅন ডাউনলোড এসিসটেন্ট ইন্সটল করে কাজটি করতে পারেন।

    @সাজ্জাদ: সাজ্জাদ ভাই, Simple-Get দিয়ে করা যায় না?

ভাই , আমার ইউগেট এর এডিট মেনু তে plugins নামে কোন অপ্সন নাই !!!

জয় ভাই সুন্দর টিউন করেছেন 🙂

লিনাক্স উবুন্তু এর কোন ভারসন টা ব্যবহা্র করব ? একটু জানালে ভাল হত।

    Level 0

    আমার @mithun neil: ভাই আমার মতে আপনার উবুন্টু ১১.১০ ব্যবহার করা উচিৎ।তবে আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে লিনাক্স মিন্ট/ জোরিন ব্যবহার করা উচিৎ।

খুবই ভাল লিখেছেন জয় ভাই। আমার কাজে লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে।

ami 2 din holo ubuntu install korlam…vai wimdowser khetay agun dilam…apnar post ta osadharon hoise ami install korlam 3 tai valovabe..thanx. chromium e kisu kora jay na erokom???..arekta kotha holo gia 11.10 e synaptic manager e aria 2 nai, terminal name ekta jinis dia install korte hoise aria2 ta..just sharing.

ami 11.10 chalai kintu kotha hoise ami 11.04 theke install korsi, tarpor net dia update kore 11.10 e aschi, amar question ta holo jodi kono problem OS e hoy, ba notun kore jodi abar install korte hoy tahole ki abar 11.04 theke aste hobe naki onno kono upay ase. janaben…by the way these are my first comments in here..vul hoile khoma-prarthi..thankx.

    Level 0

    @serendipity: ভাই ধন্যবাদ। Download Assistant নামে ক্রোমে একটি এডঅন আছে তার সাহােয্য আপনি যে কোন ডাউনলোড ম্যানেজার সেট করতে পারেন।
    উবুন্টু ১১.০৪ থেকে আপনি আপডেট করে ১১.১০ করেছেন এতে আপনি সময়িক উপকার পেয়েেছন।কোন সমস্যা হলে আপনাকে হয় আবার উবুন্টু ১১.০৪ ইন্সটল করে আপডেট করতে হবে অথবা উবুন্টু ১১.০৪ থেকে ১১.১০ তে আপডেট করে এর একটি কাষ্টমাইজ সিডি/ডিভিডি তৈরি করে রাখতে পারেন যা বেশ ঝামেলা হতে পারে। তার চেয়ে বেটার হয় যদি আপনি ফ্রেস উবুন্টু ১১.১০ সংগ্রহে রাখেন।

dhonnobad.

লিনাক্স ব্যাবহারকারী গন নিশ্চয় উপকৃত হবে,ধন্যবাদ।

সিনাপ্টিক প্যাকেজ ম্যানেজার চালু করে এরিয়া২ ইন্সটল করে নিন।

সিনাপ্টিক প্যাকেজ ম্যানেজার koi pabo?

Thanks a lot .
It’s useful indeed.

Level 0

good