উইন্ডোজ (Iligal Copy) কেন ব্যবহার করবেন না, বা কেন লিনাক্স ব্যাবহার করবেন এ নিয়ে টিটিতে অনেক লেখালেখি হয়েছে। নতুন করে কিছু বললাম না। একটু সার্চ দিলেই পাবেন।
এখানে আমি আপনাদের দেখাব কিভাবে উইন্ডোজের সাথে নিরাপদে লিনাক্স মিন্ট ১১ ক্যাটিয়া ইন্সটল করবেন। হাতের লেখা খারাপ(বিশ্রী) বলে সারা জীবন বাংলা ১ম পত্রে কম নাম্বার পেয়েছি, একটু কষ্ট করে পড়ে নিবেন 🙂
প্রথমে লিনাক্স মিন্ট সম্পর্কে কিছু কথা বলি। মিন্ট হল লিনাক্স নির্ভর একটি মুক্ত অপারেটিং সিস্টেম। লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেম গুলোকে বারবার একটি দোষ দেয়া হয় যে এরা ‘ব্যবহার বান্ধব’(User Frindly) না। আমার মনে হয় লিনাক্স মিন্ট অনেকখানি ব্যবহার বান্ধব।
ভার্সন ৪ এর পর থেকে প্রতি ৬ মাস পর পর লিনাক্স মিন্ট এর নতুন ভার্সন রিলিজ দেয়া হয়।
এর প্রতিটি ভার্সন একটি মেয়ের নামে হয়। নামের শেষ বর্ণটি হয় ‘আ’ (a)।
ভার্সন | সাংকেতিক নাম |
---|---|
১.০ | আডা (Ada) |
২.০ | বারবারা (Barbara) |
২.১ | বিয়া (Bea) |
২.২ | বিয়ান্সা (Bianca) |
৩.০ | কাসান্ড্রা (Cassandra) |
৩.১ | সেলিনা (Celena) |
৪.০ | ডারইয়ানা (Daryna) |
৫ | এলিসা (Elyssa) |
৬ | ফেলিসিয়া (Felicia) |
৭ | গ্লোরিয়া (Gloria) |
৮ | হেলেনা (Helena) |
৯ | ইসাডোরা (Isadora) |
১০ | জুলিয়া (Julia) |
১১ | ক্যাটিয়া (Katya) |
এখন আসল কাজে আসা যাক। তার আগে দেখে নেই ক্যাটিয়া ইনস্টলের জন্য আপনার পিসিতে ন্যূনতম কি কি থাকতে হবে-
Minimum | Recommended | |
---|---|---|
Processor (x86) | 600 MHz | 1 GHz |
Memory | 256 MB | 512 MB |
Hard Drive (free space) | 5 GB | 10 GB |
Monitor Resolution | 800×600 | 1024×768 |
কার কার কনফিগারেশন মিলসে, হাত তুলেন । চলুন এবার Windows এর সাথে Linux Mint 11 ইন্সটল করে ফেলি। আপনি যখন প্রথম বার এটি করবেন তখন খুবই ঝামেলার মনে হতে পারে। কিন্তু একবার করে ফেলতে পারলে ই কেল্লা ফতে 🙂
প্রথমেই Linux Mint 11 এর ISO ইমেজ ডাউনলোড করে নিন এখান থেকে- 32bit অথবা 64bit
যদি রিলিজ নোট পড়তে চান তবে এখানে ক্লিক করুন।
এরপর আপনার প্রথম কাজ হবে লিনাক্স এর ISO ইমেজ ডিভিডি/পেনড্রাইভে পাঠানো। আইএসও ইমেজটি ডিভিডি তে বার্ন করুন। ISO হল সিডি/ডিভিডি ডিস্ক এর প্রতিবিম্ব। একে বার্ন করলে স্বয়ংক্রিয়ভাবে বুটেবল হয়ে যাবে। লক্ষ্য করুন, এক্ষেত্রে ISO ফাইলটিকে Write না করে Burn করুন। এতে পুরো ISO image সম্প্রসারিত হয়ে ডিস্কে রাইট হবে। নিরো দিয়ে সহজেই এটি করতে পারেন।
পেনড্রাইভ দিয়ে এ কাজটি আরো সহজে করতে পারেন। এর জন্য এই পোস্টটি দেখতে পারেন।
আপনার তৈরি করা লিনাক্স মিন্ট ১১ বুটেবল ডিভিডি/ইউএসবি ড্রাইভ টি ইনসার্ট করে পিসি রিস্টার্ট করুন। এরপর নিচের স্ক্রিনটি দেখতে পাবেন-
[নোটঃ কিন্তু যদি দেখেন পিসি আগের মতই উইন্ডোজ লোড করছে তাহলে আপনার Boot Priority হার্ডডিস্কে দেয়া আছে। সেক্ষেত্রে পিসি স্টার্ট নেয়ার সময় বায়োস সেটিংসে প্রাইমারি বুট ডিভাইস হিসেবে ডিভিডি/পেনড্রাইভ সিলেক্ট করুন। বিভিন্ন BIOS Vendor ও Computer Manufacturer এর জন্য কমান্ড গুলো দেখে নিন।
BIOS Suppliers | Keyboard Commands | |
---|---|---|
ALR | ALR Advanced Logic Research, Inc. ® PC / PCI | F2 |
ALR PC non / PCI | CTRL+ALT+ESC | |
ADM | AMD® (Advanced Micro Devices, Inc.) BIOS | F1 |
AMI | AMI (American Megatrends, Inc.) BIOS | DEL |
Award | Award™ BIOS | CTRL+ALT+ESC |
Award BIOS | DEL | |
DTK | DTK® (Datatech Enterprises Co.) | ESC |
Phoenix | Phoenix™ BIOS | CTRL+ALT+ESC |
Phoenix BIOS | CTRL+ALT+S | |
Phoenix BIOS | CTRL+ALT+INS | |
Computer Vendor | Keyboard Commands | |
Acer | Acer® | F1, F2, CTRL+ALT+ESC |
ARI | ARI® | CTRL+ALT+ESC, CTRL+ALT+DEL |
ARI® | CTRL+ALT+ESC, CTRL+ALT+DEL | |
Compaq | Compaq® 8700 | F10 |
CompUSA | CompUSA® | DEL |
Cybermax | Cybermax® | ESC |
Dell | Dell® 400 | F3, F1 |
Dell 4400 | F12 | |
Dell Dimension® | F2 or DEL | |
Dell Inspiron® | F2 | |
Dell Latitude | Fn+F1 (while booted) | |
Dell Latitude | F2 (on boot) | |
Dell Optiplex | DEL | |
Dell Optiplex | F2 | |
Dell Precision™ | F2 | |
Dell Precision™ | F2 | |
eMachine | eMachine® | DEL |
Gateway | Gateway® 2000 1440 | F1 |
Gateway 2000 Solo™ | F2 | |
HP | HP® (Hewlett-Packard) | F1, F2 (Laptop, ESC) |
IBM | IBM E-pro Laptop | F2 |
IBM PS/2® | CTRL+ALT+INS after CTRL+ALT+DEL | |
IBM Thinkpad | F1 | |
Intel® Tangent | Intel® Tangent | DEL |
Micron® | Micron® | F1, F2, or DEL |
Packard Bell® | Packard Bell® | F1, F2, Del |
Seanix | Seanix | DEL |
Sony | Sony® VAIO | F2 |
Sony VAIO | F3 | |
Tiger | Tiger | DEL |
Toshiba | Toshiba® 335 CDS | ESC |
Toshiba Protege | ESC | |
Toshiba Satellite 205 CDS | F1 | |
Toshiba Tecra | F1 or ESC |
স্ক্রীনশট দেখুন
I
II
লিস্ট থেকে “Start Linux Mint” সিলেক্ট করুন। কিছুক্ষণের মাঝে আপনার লাইভ ডিভিডির ডেস্কটপ দেখতে পাবেন।
আপনি ইনস্টল করার আগে এটি কিছুক্ষণ পরীক্ষা করতে পারেন। তবে মনে রাখবেন ইনস্টল করার পরে আপনি যে স্পিড পাবেন লাইভ ডিভিডিতে তার চেয়ে অনেক কম স্পীড হবে। কারন সিডি/ডিভিডি/পেনড্রাইভ হার্ডডিস্ক এর চেয়ে অনেক ধীর গতির।
ডেস্কটপের ‘’Install Linux Mint” আইকনে ক্লিক করুন।
নিচের ধাপগুলো অনুসরন করুন-
১. ভাষা সিলেক্ট করে ফরয়ার্ড করুন
২. পরের উইন্ডোতে ইন্সটলারটি আপনাকে কিছু শর্ত দেখাবে যার মধ্যে প্রথমটি, অর্থাৎ ৩.৯জিবি জায়গা অবশ্যই থাকতে হবে। যদি ল্যাপটপ হয় তবে চার্জার সংযোগ দিতে ভুলবেন না। সম্ভব হলে কম্পিউটারটি ইন্টারনেটের সাথে সংযুক্ত রাখুন যেন দরকারি আপডেট ডাউনলোড করতে পারে।
এ সময় একটি পপ-আপ উইন্ডো এসে আপনাকে সতর্ক করতে পারে যে একটি মাউন্টেড পার্টিশন আছে। এটি আসলে আপনার ব্যবহার করা লাইভ ইউএসবি ডিস্ক বা পেনড্রাইভ। সুতরাং ’no’ সিলেক্ট করুন।
৩. এরপর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কিভাবে ইনস্টল করতে চান।
৪. ফরয়ার্ডে ক্লিক করলে নিচের উইন্ডোটি দেখবেন-
এখানে হার্ডডিস্কের পার্টিশনগুলো দেখাবে। হার্ডডিস্কে যদি আনপার্টিশন্ড স্পেস থাকে তবে সেটি ফ্রি স্পেস হিসেবে দেখাবে। লিনাক্স মিন্টের জন্য এটিকে ব্যাবহার করতে পারেন। যদি ফ্রী স্পেস না থাকে তবে কোন একটি পার্টিশন ডিলিট করে ফ্রী স্পেস তৈরি করুন। অথবা আপনি কোন একটি পার্টিশন এডিট করতে পারেন।
তবে যে পার্টিশনে উইন্ডোজ ইনস্টল করা হয়েছে(C ড্রাইভ) সেটি ডিলিট করবেন না। লক্ষ্য করুন, এখানে আপনি উইন্ডোজের মত C:, D:, E:, ইত্যাদি ড্রাইভ লেটার পাবেন না। বরং এখানে C:, D:, ড্রাইভগুলোকে যথাক্রমে /dev/sda1, /dev/sda2 এভাবে চিহ্নিত করা হয়।
৫. এখন এই ফ্রি স্পেস এ দুটি পার্টিসন তৈরি করতে হবে। একটি হবে ext4, অন্যটি swap ধরনের। ext4 পার্টিশনটি লিনাক্স মিন্ট এর ফাইলগুলো ধারন করবে। swap পার্টিশনটিতে সিস্টেম অস্থায়ী ফাইল জমা রাখে। swap পার্টিশনটি যে করতেই হবে এমন কোন কথা নেই। তবে আপনার RAM যদি-
ফ্রি স্পেসটি সিলেক্ট করে ‘add’ বাটনে ক্লিক করলে একটি পপ-আপ উইন্ডো আসবে, যেখান থেকে নতুন পার্টিশন তৈরি করবেন।
ফ্রি স্পেস সিলেক্ট করে ‘add’ বাটন এ ক্লিক করুন। পার্টিসন সাইজ আপনার ইচ্ছামত লিখুন। ১০ জিবির মত জায়গা রাখলে ভাল হয়। যদিও লিনাক্স মিন্ট মাত্র ৩ জিবি জায়গা নেয়, কিন্তু পরবর্তিতে বিভিন্ন এপ্লিকেশন ইনস্টলের জন্য জায়গা রাখা উচিৎ। যারা ভাবছেন পরে আর কিছু ইনস্টল করবেন না, তাই বেশি জায়গা লাগবে না তারা ভুল করছেন( ১ম বার আমি নিজে ও করসি :)। মোট খালি জায়গা থেকে ২জিবি সোয়াপ স্পেস এর জন্য রেখে বাকিটা ব্যবহার করুন। ‘Location for the new partition’ এ ‘Biginning’ রেডিও বাটনটি সিলেক্ট করুন। ‘Use as’ ড্রপ ডাউন মেনু থেকে ‘ext4 journaling file system’ সিলেক্ট করুন। ‘Mount point’ হিসেবে ‘/’ সিলেক্ট করুন। বুঝতে সমস্যা হলে ছবি দেখুন।
এরপর ok করে বের হয়ে আসুন।
আবারো ফ্রি স্পেস সিলেক্ট করে ‘add’ বাটন এ ক্লিক করুন। সোয়াপ স্পেস এর সাইজ সর্ম্পকে আগেই বলেছি। ‘Location for the new partition’ এ ‘Biginning’ সিলেক্ট করুন। করুন। ‘Use as’ ড্রপ ডাউন মেনু থেকে ‘swap area’ সিলেক্ট করুন।
ok ক্লিক করে বের হয়ে আসুন।
৬. যদি আরো খালি জায়গা থাকে তবে আপনি লিনাক্স মিন্ট এ ব্যবহারের জন্য আরেকটি ext4 পার্টিশন করতে পারেন। এটি না করলে ও চলবে। যারা করতে চান, আবারো ফ্রি স্পেস সিলেক্ট করে ‘add’ বাটন এ ক্লিক করুন। ‘Type of the new partition’ এ ‘Logical’ সিলেক্ট করুন। পার্টিশন সাইজ লিখুন। ‘Location for the new partition’ এ ‘Biginning’ সিলেক্ট করুন। করুন। ‘Use as’ ড্রপ ডাউন মেনু থেকে ‘ext4 journaling file system’ সিলেক্ট করুন। ‘Mount point’ এ ‘/media/data’ দিন। এখানে ‘data’ হবে নতুন ড্রাইভের লেবেল বা নাম। আপনি পছন্দ মত নাম দিতে পারেন যেমন, ‘/media/movie’। তবে নাম অবশ্যই ছোট হাতের অক্ষরে হতে হবে এবং যতটা পারেন ছোট নাম ব্যবহার করুন।
এরপর ok করে বের হয়ে আসুন
৭. এখন আপনার পিসি ক্যাটিয়া ইনস্টলের জন্য তৈরি। ‘Install now’ ক্লিক করুন।
৮. মিন্টের ইনস্টল চলাকালীন আপনি কিছু প্রিফারেন্স অপসন বাছাই করবেন। প্রথমে আপনার অবস্থাল লিখুন। ‘Forward’ ক্লিক করুন।
৯. কিবোর্ড লে আউট USA সিলেক্ট করে পরবর্তি ধাপে যান।
১০. ইউজার নেম/পাসউয়ার্ড ইত্যাদি নির্বাচন করুন। এখানে লক্ষ্য রাখবেন ইউজার নেম যেন Lower case এ হয়। Forward করুন।
১১. এবার আপনার কাজ শেষ, বাকি কাজ ক্যাটিয়ার!
এখানে লিনাক্স মিন্ট সম্পর্কে কিছু স্লাইড দেখানো হবে।
ইনস্টল শেষ হলে ডিভিডি/পেনড্রাইভ রিমুভ করতে পারেন।
১২. রিস্টার্ট করুন।
শেষ কথাঃ আমি টেকটিউনস এবং লিনাক্স এর একজন নতুন(প্রায়) ব্যাবহারকারী। যদিও আমার টিটি একাউন্টের বয়স অনেক, কিন্তু আমি অনেকদিন টিটি থেকে দূরে ছিলাম। আমি লিনাক্স মিন্ট ইনস্টলের সময় অনেক রকম সমস্যার মুখোমুখি হয়েছিলাম। এর জন্য আনেকের কাছে ছোটাছুটি করি এবং নেট এ সার্চ করি। কিন্তু কোথাও বাংলায় কোন গোছানো সমাধান পাই নি। একদম ই গুছিয়ে লিখতে পারি না, তবে চেষ্টা করেছি। আগে যদি কেও এ রকম লেখা লিখে থাকেন, মাফ চাইছি তার কাছে।
আমি শোভন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 290 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আশিকুর রহমান শোভন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুর ও পরিবেশ কৌশল (Civil & Environmental Engineering) বিভাগে পড়াশোনা করছি।
সাবাশ! শোভন ভাই। আমিও লিনাক্সকে চরম ভালবাসি। লিনাক্স নিয়ে আরো টিউন চাই। এই টিউনটাও অনেক সুন্দর হয়েছে।
Onek Dhonnobad 🙂