আমি টেকটিউন এ নতুন। লিনাক্স নিয়ে ভাবতে এবং শিখতে ভাল লাগে। প্রায় সময় দেখি লিনাক্স গুরু যারা তারা খুব সুন্দর টিউন করে থাকে,নতুন দের কে লিনাক্স এর দিকে ডাকে। কিন্তু একটা জিনিস দেখে খুব খারাপ লাগে।আমি গত এক সপ্তাহ যাবত লিনাক্স ব্যাবহার করসি। আমার উইন্ডোজ এর যত সফটওয়্যার ব্যবহার করতাম সব এখানে ইন্সটল করেছি। নতুন হিসেবে আমাকে এর জন্য কিসুটা বেগ পেতে হয়সে। কিন্তু বিষয় গুল এতটা কঠিন মনে হয়নি যতোটা কঠিন করে সবাই টিউন গুল উপস্থাপন করে।
এর মধ্যে সবচে বেষি যেটা খারাপ লাগে তা হল লিনাক্স গুরুরা সব সময় terminal ইউজ করতে বলেন। যা নতুনদের জন্য একটি ভীতিকর অবস্থার সৃষ্টি করে। আমি যত সফট লিনাক্স এ ইন্সটল করেছি তা কিন্তু terminal এ না, সব ডাবল ক্লিক এ।অ্যান্ড সফটওয়্যার ম্যানেজার বা synaptick এ নয়।একদম same উইন্ডোজ এর স্টাইল এ । অ্যান্ড এক্তি পুরনাঙ্গ কম্পিউটার এ যা দরকারসব কিছু আছে আমার কাছে।.deb file হিসেবে আছে। তাই বলসি আমি একজন নতুন ইউজার হিসেবে যা collect করেছি, আমি মনে করি লিনাক্স গুরুদের কাছে এর চেয়ে বেশি ই আছে।আপনারা এগুল share করতে পারেন। যেন নতুন রা প্রথম এ ভয় পেয়ে সরে না যায়।
তাই তাদের প্রতি আহবান ভাজা মাছ উল্টে করে খেতে হয়,তাই বলে এখানে উল্টো করে শিখাবেন না ।
আপনারা চাইলে এটা সম্ভব।
সবশেশে বলি কিছু ভুল বললে ছোটো ভাই হিসেবে মাফ করবেন।
আমি ধুলো পড়া নীল ডায়রি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার সম্পর্কে বলার তেমন কিছুই নাই। ডাইল খাই। বাবা খাই। রাইত হইলে পার্কে বইসা গান গাই। আর দিনের বেলা তেক্তিউন গুতাই।
আজ ভার্চুয়াল বক্স এ উবুন্টু ১১.০৪ ইন্সটল দিলাম। আচ্ছা আমি ভার্চুয়াল বক্স থেকে উইন্ডোজ এর যে গান,মুভি ইত্যাদি কি ওপেন করতে পারব।