লিনাক্স এর গুরু যারা,তারা কি সত্যি ই চায়? নতুনরা লিনাক্স এ আসুক?

আমি টেকটিউন এ নতুন। লিনাক্স নিয়ে ভাবতে এবং শিখতে ভাল লাগে। প্রায় সময় দেখি লিনাক্স গুরু যারা তারা খুব সুন্দর টিউন করে  থাকে,নতুন দের কে লিনাক্স এর দিকে ডাকে। কিন্তু একটা জিনিস দেখে খুব খারাপ লাগে।আমি গত এক সপ্তাহ যাবত  লিনাক্স ব্যাবহার করসি। আমার উইন্ডোজ এর যত সফটওয়্যার ব্যবহার করতাম সব এখানে ইন্সটল করেছি। নতুন হিসেবে আমাকে এর জন্য কিসুটা বেগ পেতে হয়সে। কিন্তু বিষয় গুল এতটা কঠিন মনে হয়নি যতোটা কঠিন করে সবাই টিউন গুল উপস্থাপন করে।

এর মধ্যে সবচে বেষি যেটা খারাপ লাগে তা হল লিনাক্স গুরুরা সব সময় terminal ইউজ করতে বলেন। যা নতুনদের  জন্য একটি ভীতিকর অবস্থার সৃষ্টি করে। আমি যত সফট লিনাক্স এ ইন্সটল করেছি তা কিন্তু terminal এ না, সব ডাবল ক্লিক এ।অ্যান্ড সফটওয়্যার ম্যানেজার বা synaptick এ নয়।একদম same  উইন্ডোজ এর স্টাইল এ । অ্যান্ড এক্তি পুরনাঙ্গ কম্পিউটার এ যা দরকারসব কিছু আছে আমার কাছে।.deb file হিসেবে আছে। তাই বলসি আমি একজন নতুন ইউজার হিসেবে যা collect করেছি, আমি মনে করি লিনাক্স গুরুদের কাছে এর চেয়ে বেশি ই আছে।আপনারা এগুল share করতে পারেন। যেন নতুন রা প্রথম এ ভয় পেয়ে সরে না যায়।

তাই তাদের প্রতি আহবান ভাজা মাছ উল্টে  করে খেতে হয়,তাই বলে এখানে উল্টো করে শিখাবেন না ।

আপনারা   চাইলে এটা সম্ভব।

সবশেশে বলি কিছু ভুল বললে ছোটো ভাই হিসেবে মাফ করবেন।

Level 0

আমি ধুলো পড়া নীল ডায়রি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার সম্পর্কে বলার তেমন কিছুই নাই। ডাইল খাই। বাবা খাই। রাইত হইলে পার্কে বইসা গান গাই। আর দিনের বেলা তেক্তিউন গুতাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আজ ভার্চুয়াল বক্স এ উবুন্টু ১১.০৪ ইন্সটল দিলাম। আচ্ছা আমি ভার্চুয়াল বক্স থেকে উইন্ডোজ এর যে গান,মুভি ইত্যাদি কি ওপেন করতে পারব।

    @smtanvirahmed: পারবেন তবে সেরকম পারফরমেনস পাবেননা। মানে যদি একটু কষ্ট করে আলাদা করে ইন্সটল করতেন তাহলে সহজ হত। উবুন্তুতে মিডিয়া চালাতে আগে

    sudo apt-get install vlc

    লিখে দরকারী কোডেক নামিয়ে নিন।

টার্মিনাল ইউজ করা = ভাজা মাছ উল্টে করে খাওয়া না। যখন সিনাপ্টিক কাজ করবেনা বা প্যাকেজ ব্রোকেন হবে তখন কি করবেন? যদি সিস্টেম ক্র্যাশ করে তখন কিভাবে রিপেয়ার করবেন?

টার্মিনালের অনেক সুবিধা, অল্প লিখে সব ইন্সটল করা যায়। আর সিনাপ্টিকের চেয়ে ভালো উপায় হল সফটওয়্যার সেন্টার যেখানে ক্লিক করলেই ইন্সটল হয়। তবে সিনাপ্টিক, সফটওয়্যার সেন্টার, অাপডেট – এগুলা apt-get এর উন্নত গ্রাফিকাল ভার্শন। আর *.deb ও সবসময় একা ইন্সটল হয়না।

যাই হোক, কিছু ভুল বললে ছোটো ভাই হিসেবে মাফ করবেন।

আমি উবুন্টু ইন্সটল করেছিলাম । কিছুই করতে পারি না । অনেক চেষ্টা করলাম নেট কানেক্ট করতে , কিন্তু পারি নাই । তারপর আর কি ? হতাশ হয়ে বাদ দিয়ে দিছি । এত সুন্দর উইন্ডোজ থাকতে কি দরকার এত ঝামেলায় যাবার ?

    @রিয়ন:
    vai apni linux chalate paren na sheta to linux er dosh na…..

    apni nije jokhon notun windows chaliyechen tokhon to nishchoi apni o janten na windows e kivabe net connect korte hoy….. linux er bepar ta jantei chesta koren ni……

    “sundor windows” apnar ei kotha tao ami mante parsi na vai……….
    apni youtube e gie ekbar search din “compiz fusion” asha kori vedio ta dekhe apni kisukkhon vabben asholei erokom possible ki na ar er jonno dorkar hobe na kono high config pc! eta gelo graphical dik

    ar linux ekdom free & virus mukto…… ar ki chan????
    windows dine dine slow hoye jay but linux hoy na……
    aro subidha ase vai…………
    ar jototuku sunci 2013 er pore ar pirated windows use kora jabe na. tokhon ki korben vai?????

      @সাজ্জাদ: সহমত। যে কোন কোম্পানি যেকোন মুহুর্তে পাইরেটেড কপির মালিকের বিরুদ্ধে মামলা করতে পারে। চোরাই করে দেশের নাম কলংকিত করবেন নাকি নিজেদের ভালোর জন্যেই লিনাক্স ব্যবহার করবেন তা আপনার ইচ্ছা।

Level 0

শাওন ভাই,ঠিক আছে Terminal এ কাজ সহজে করা যায়।কিন্তু কজন নতুন ইউজার Terminal এর command মনে রাখতে পারে। উইন্ডোজ এ run command এর ব্যবহার হয়। কিন্তু এটি ছারাও কিন্তু কাজ করা যায়। যা নতুনদের উতসাহিত করে।আগেত (অ আ ই ঈ ) তারপরে লিখতে শেখা। 🙂

অনেক সমস্যা নিয়ে আমি গত ৬মাস লিনাক্স-এর সাথে লেগে আছি। কিউবির ইউএসবি মডেম চলে না তাই কিউবির গিগাসেট কিনে লিনাক্স চালাচ্ছি। যে করেই হোক লিনাক্স ভালভাবে চালাতে হবে – এরকম একটি ইচ্ছা ছিল। শুরুটা খুব কঠিন হলেও লিনাক্স আমাকে আশাহত করেনি। বর্তমানে আমি কতটা শক্তিশালি ও নিরাপদ তা ব্যখ্যা করার জন্য একটি টিউন লেখা যেতে পারে।

wubi diye ubuntu install hoy..internel hard disk e kaj koraite parsi but oita externel harddisk e install korle kaj kortesena….kew janle janaben…

@শাওন ভাই,

৬-৭-৮ জানিনা তবে একটাতেও পারে নাহ 😀

মনে অয় পারবো না আপনি যদি না হেল্পান 😛

লিনাক্স যে চালাতে চাই না । তা কিন্তু বলি নাই । আমার কথা শুনে বুঝেন নাই ? অনেকটা আশাহত হয়েই লেখাটা লিখেছি । সাধে তো আর ৬৮৫ এমবি ডাঊনলোড করে বিরাট বিরাট লেখা পড়ে পেনড্রাইভ দিয়ে ইন্সটল করি নাই । শিখার আশায়ই করেছিলাম । বুঝেন না আঙ্গুর ফল টক । তাই মজা করে লিখলাম । তো ইন্সটল করে কিছু তো করতে পারলামই না উল্টা ঝামেলা বাধায় ফেলছি । আপনাদের খুলে বলি দেখি কোন পথ খুঁজে দিতে পারেন কিনা । আমি উইন্ডোজ ৭ আর উবুন্টু একই ড্রাইভ মানে c ড্রাইভ এ ইন্সটল করি । ভাল ভাবেই চালাইতে ছিলাম । কিন্তু একদিন উইন্ডোজ ৭ এ উবুন্টুর স্কিন প্যাক ইন্সটল করতে যেয়ে উইন্ডোজ ৭ ক্রেশ করে তারপর উইন্ডোজ ৭ সেটআপ দিতে যেয়ে দেখি আমার সি ড্রাইভ দুই ভাগে বিভক্ত একটা ১৯.২৫ জিবি আর একটা ১০.৫৫ জিবি (পূর্বে ছিল ২৯.৮ জিবি) । ১০ জিবি ড্রাইভটা ফ্রি স্পেস হিসেবে শো করে । আমি তারপর ১৯.২৫ জিবি ড্রাইভেই উইন্ডোজ ৭ ইন্সটল করি । তারপর কম্পিউটার ম্যানেজমেন্ট থেকে ঐ ১০.৫৫ জিবি ড্রাইভ টাকে ফরমেট করে নতুন একটা ড্রাইভ তৈরি করি । পড়ে আবার যখন উইন্ডোজ সেটআপ দিতে যাই তখন একই সাথে ১৯.২৫ জিবি ও ১০.৫৫ জিবির ড্রাইভ দুটো ডিলিট করেছিলাম । মনে করেছিলাম ড্রাইভ দুটো একসাথে মিলে যাবে । কিন্তু মিলল তো নাই বরং সেই ১০.৫৫ জিবি দিয়ে এখন আর আমি ড্রাইভ তৈরি করতে পারছিনা । ফ্রি স্পেস হিসেবে পড়ে আছে । আমি সেটা ব্যবহার করতে পারছি না । এখন কি করতে পারি ? যদি সাহায্য করতে তবে খুব ভাল হত । কারণ আমার হার্ডডিস্ক এ স্পেস এখন অনেক কম । ধন্যবাদ ।

    @রিয়ন: করতেন*

    @রিয়ন: লিনাক্স এর লাইভ সিডি
    থেকে জিপার্টেড দিয়ে ২ টা ড্রাইভ জোড়া দিতে পারবেন।

    @রিয়ন: দেখুন এমন হওয়ার কথা নয়। আপনি আপনার computer এর উপর right button click করুন এবং manage > diskmanagment এ যেয়ে দেখুন কনো unallocated space দেখায় কি না ? যদি থাকে তাহলে ওটাকে format করে drive বানিয়ে নিন। আর না হলে নিচের software টা use করে দেখতে পারেনঃ

    http://www.extend-partition.com/free-partition-manager.html

    পারলে এক টা screenshot দিন।

      @সাজ্জাদ: ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ । আমি আপনার দেওয়া সফটওয়ারটির মাধ্যমে আমার সি ড্রাইভ আবার আগের মত করে ফেলতে পেরেছি । আমি পূর্বে ড্রাইভটা ঠিক করতে অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি । আপনার দেওয়া সফটওয়্যারটা দিয়ে এখন পারলাম । আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ । 😀 😀 😀

      জেনে খুশি হলাম যে আমার suggetion আপনার কাজে এসেছে…… 😀

My Compurer (right clk)-> Manage-> Disk Management-> C: (right clk)-> Extend Volume ….. ETC. এই ভাবে ট্রাই মারতে পারেন। 🙂

ভাই ঠিক হয়ে গেছে । ধন্যবাদ । 😀 😀 😀

Level 0

ভাইয়া;
আমি লিনাক্স সম্পর্কে বলতে গেলে কিছুই জানিনা।
আমি ubuntu 11.10 তে wine setup দিতে পারছিনা। সফ্টওয়্যার সেন্টার হতে সফ্টওয়্যার ইন্সটল করতে কী নেট লাগে? আমি সফ্টওয়্যার সেন্টার এ গিয়ে চেষ্টা করেছি কোনও ইন্সটলেশন অপ্শন খুজে পাইনি।

যদি net না লাগে তাহলে কী ভাবে কোরবো একটু বলেন। please…..

আর ubuntu 11.10 তে কিভাবে ব্রড বেন্ড নেট কানেক্ট কোরবো?

media ফাইল চালাতে পারছি না, প্লীজ হেল্প……….

উবুন্টু ১১.০৪ ব্যবহার করি। কিন্তু 5:1 স্পিকার চালাতে পারছিনা। শুধু দুইটা দিয়ে আওয়াজ বের হয়। কোন গ্রাফিক্স কার্ড নাই। উইন্ডোজ ৭ এ চলে সব গুলা। কেউ যদি হেল্পান। প্লিজ।