Linux এর উপর আমার আগের একটি টিউন এ ভিজিটরদের মন্তব্য পড়ে বুঝতে পারলাম বাংলাদেশে Linux ব্যবহারে ইচ্ছুক ব্যক্তির সংখ্যা কম নয়। আগের টিউন টি পড়তে এখানে ক্লিক করুন। কিন্তু সমস্যা হচ্ছে এর CD\DVD\ISO যোগার করা নিয়ে, এর বড় বড় ইমেজ ফাইলগুলো যেমন বাংলাদেশের সাধারণ নেট ব্যবহারকারীদের পক্ষে তাদের সীমিত গতির ইন্টারনেট দিয়ে ডাউনলোড করা সম্ভব নয়, আবার যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে এগুলো ডাউনলোড করা আছে তাদের ব্যস্ততার কারনে সহসাই আপনি তাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন না। বাকী থাকল CD/DVD বিক্রির দোকানগুলো, এসব দোকানেও আপনি কাঙ্খিত অথবা প্রয়োজনীয় Linux এর CD/DVD পাবেন না। আর তাই Linux ব্যবহারে আগ্রহী ব্যক্তিদের উৎসাহ শুরুতেই থেমে যায়।
আমার আজকের টিউন টি সেইসব নতুন লিনাক্স ব্যবহারকারীদের উদ্দেশ্যে। Computer ব্যবহারকারীদের মধ্যে যারা Linux এ নতুন আসতে চান তারা প্রথমেই চিন্তা করেন যে এতে অডিও, ভিডিও, CD/DVD অর্থাৎ মাল্টিমিডিয়া চলবে কিনা। এরপর তারা অন্য বিষয়গুলো নিয়ে ভাবেন। আজকে আমি আপনাদের এমন একটি চমৎকার! Linux এর খোঁজ দেব যেটি আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন (মাত্র ২০০ মেগাবাইট!!!) এবং এর সাহায্যে যেকোনো অডিও, ভিডিও, CD/DVD অর্থাৎ মাল্টিমিডিয়া খুব সহজেই চালাতে পারবেন। এর সাথে সাথে এই লিনাক্স এর মাধ্যমে আপনি MS Office এর যাবতীয় কাজ, ইমেজ এডিটিং সহ অধিকাংশ কাজই করতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এটি হার্ডডিস্কে ইন্সটল না করে অর্থাৎ Live মোডেই এসব কাজ করতে পারবেন। এর ইউজার ইন্টারফেসটিও বেশ সহজ।
চমৎকার এ Linux টির নাম হচ্ছে Slax। নিচের website থেকে আপনারা এটি ডাউনলোড করে নিতে পারবেন।
http://www.slax.org/get_slax.php
এখানে আপনারা দুটি ভার্সন পাবেন একটি .ISO ফরম্যাটে, যা CD তে রাইট করে ব্যবহার করতে পারবেন। অন্যটি .tar যা USB Flash Drive এর জন্য। এটি winrar দিয়ে USB drive এ এক্সট্র্যাক্ট করে এর bat ফাইলটি রান করলেই USB drive টি boot-able হবে।
আশাকরি Linux এর নতুন ব্যবহারকারী হিসেবে এই লিনাক্স টি আপনাদের ভালো লাগবে। আমি আমার ব্যক্তিগত ধারণা থেকে লিখলাম। কারো কাছে যদি এর চেয়ে ছোট ও বেশি উপযোগী কোন লিনাক্স থেকে থাকে, তাহলে সেটি সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। ঢাকার মধ্যে কারো যদি Slax এর ISO/tar প্রয়োজন হয় তবে [email protected] এ যোগাযোগ করবেন।
Slax Linux এর স্ক্রিনশট।
টিউন টি পড়ার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।
আমি SamuraixBD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Linux ar subidha gula jodi aktu blten vaia tahole one upokar hoto……..