বাংলাদেশের জন্য Best Linux !!! প্রথম ব্যবহারের জন্য

Linux এর উপর আমার আগের একটি টিউন এ ভিজিটরদের মন্তব্য পড়ে বুঝতে পারলাম বাংলাদেশে Linux ব্যবহারে ইচ্ছুক ব্যক্তির সংখ্যা কম নয়। আগের টিউন টি পড়তে এখানে ক্লিক করুন। কিন্তু সমস্যা হচ্ছে এর CD\DVD\ISO যোগার করা নিয়ে, এর বড় বড় ইমেজ ফাইলগুলো যেমন বাংলাদেশের সাধারণ নেট ব্যবহারকারীদের পক্ষে তাদের সীমিত গতির ইন্টারনেট দিয়ে ডাউনলোড করা সম্ভব নয়, আবার যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে এগুলো ডাউনলোড করা আছে তাদের ব্যস্ততার কারনে সহসাই আপনি তাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন না। বাকী থাকল CD/DVD বিক্রির দোকানগুলো, এসব দোকানেও আপনি কাঙ্খিত অথবা প্রয়োজনীয় Linux এর CD/DVD পাবেন না। আর তাই Linux ব্যবহারে আগ্রহী ব্যক্তিদের উৎসাহ শুরুতেই থেমে যায়।

আমার আজকের টিউন টি সেইসব নতুন লিনাক্স ব্যবহারকারীদের উদ্দেশ্যে। Computer ব্যবহারকারীদের মধ্যে যারা Linux এ নতুন আসতে চান তারা প্রথমেই চিন্তা করেন যে এতে অডিও, ভিডিও, CD/DVD অর্থাৎ মাল্টিমিডিয়া চলবে কিনা। এরপর তারা অন্য বিষয়গুলো নিয়ে ভাবেন। আজকে আমি আপনাদের এমন একটি চমৎকার! Linux এর খোঁজ দেব যেটি আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন (মাত্র ২০০ মেগাবাইট!!!) এবং এর সাহায্যে যেকোনো অডিও, ভিডিও, CD/DVD অর্থাৎ মাল্টিমিডিয়া খুব সহজেই চালাতে পারবেন। এর সাথে সাথে এই লিনাক্স এর মাধ্যমে আপনি MS Office এর যাবতীয় কাজ, ইমেজ এডিটিং সহ অধিকাংশ কাজই করতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এটি হার্ডডিস্কে ইন্সটল না করে অর্থাৎ Live মোডেই এসব কাজ করতে পারবেন। এর ইউজার ইন্টারফেসটিও বেশ সহজ।

চমৎকার এ Linux টির নাম হচ্ছে Slax। নিচের website থেকে আপনারা এটি ডাউনলোড করে নিতে পারবেন।

http://www.slax.org/get_slax.php

এখানে আপনারা দুটি ভার্সন পাবেন একটি .ISO ফরম্যাটে, যা CD তে রাইট করে ব্যবহার করতে পারবেন। অন্যটি .tar যা USB Flash Drive এর জন্য। এটি winrar দিয়ে USB drive এ এক্সট্র্যাক্ট করে এর bat ফাইলটি রান করলেই USB drive টি boot-able হবে।

আশাকরি Linux এর নতুন ব্যবহারকারী হিসেবে এই লিনাক্স টি আপনাদের ভালো লাগবে। আমি আমার ব্যক্তিগত ধারণা থেকে লিখলাম। কারো কাছে যদি এর চেয়ে ছোট ও বেশি উপযোগী কোন লিনাক্স থেকে থাকে, তাহলে সেটি সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। ঢাকার মধ্যে কারো যদি Slax এর ISO/tar প্রয়োজন হয় তবে [email protected] এ যোগাযোগ করবেন।

Slax Linux এর স্ক্রিনশট।

টিউন টি পড়ার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।

Level 0

আমি SamuraixBD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Linux ar subidha gula jodi aktu blten vaia tahole one upokar hoto……..

ও.এসটির কয়েকটা স্কিনশর্ট দিতে পারতেন

কে বলেছে বড় সফটওয়্যারগুলো নেই? পুরা Koffice ঢুকায়ে দিসে। Gimp, Libre Office, 3rd party driver, Codeblocks, Blender, Firefox, Wine, Flash Player, DVD Ripper সবই আছে। এর মূল কার্নেল মাত্র 99 মেগাবাইট।

    Level 0

    @মিনহাজুল হক শাওন: আপনার অভিজ্ঞতা সমৃদ্ধ মন্তব্যে জন্য ধন্যবাদ। লেখার ওই অংশ বাদ দিয়ে দিলাম।

      @SamuraixBD: তাহলে এক কাজ করেন, http://www.slax.org/modules.php এটা এ্যাড করে দিন, পারলে কিছু দরকারী মডিউল যেমন ATI Radeon, nVIDIA, intel গ্রাফিক্স ড্রাইভার, টুকিটাকি সফটের তালিকা দিয়ে দিন, সবাই আরো আগ্রহী হবে 🙂

Level 0

ata to ISO file cd thaka live chal be. but installed karbo kamon kara

The world is “OPEN SOURCE” সম্ভবত স্লাক্স এর স্লগান। 🙂

ধন্যবাদ SamuraixBD ভাইকে। আমার কাছে কিছু লিনাক্সের সিডি/ডিভিডি আছে। যদি কারো দরকার হয় বলবেন, আমি নিজে কুরিয়ার করে তার ঠিকানায় পাঠিয়ে দেব। (শুধু কুরিয়ার কস্ট, ব্লাঙ্ক cd/dvd র দাম দিলেই চলবে) অথবা আমার বাসা খুলনায়, সরাসরিও নিতে পারেন।

দুঃখের বিষয় হার্ডডিস্কে এটা ইন্সটল করা যায় না।………

    Level 0

    ভাই, এটি ইন্সটলের দরকার নেই, CD থেকে সব ফোল্ডার গুলো হার্ড ডিস্কের C drive এ কপি করে, Boot নামক folder এ গিয়ে bootinst.bat ফাইলটি ডাবল ক্লিক করে রান করলেই Slax আপনার হার্ড ডিস্ক থেকে Boot করার জন্য তৈরী হয়ে যাবে। এবার PC reset দিলেই Slax এর Boot মেনু আসবে এখান থেকে ১ম অপশনটি সিলেক্ট করে Enter দিন। এর মাধ্যমে Slax চালু হলে আপনি এতে যে পরিবর্তন করবেন তা Hard Disk এ Save হবে।

Level 2

কিছুদিন আগে leopard os x এর একটি cd কিনলাম অনেক আশা নিয়ে, কিন্তু হতাশ হলাম যখন থিক মত install দিতে পারলাম না । কেও কি সাহায্য করতে পারে ???

    Level 0

    ভাই, leopard os x লিনাক্স এর অন্তর্ভুক্ত নয়। আপনি help বিভাগে নক করে দেখতে পারেন। ধন্যবাদ

আমার একটা উবন্তুর সিডি চাই।

Level 0

Vi, karu kase ki new drive korar softwer asha…..! ami amr pc te new r ekta drive korte chai, n linax use korte chai…!!

ভাই আমি সিডি চাই! কেও আমাকে কোরিয়ার করে পাঠাতে পারবেন?