Linux এক্সপার্টদের প্রতি একটি অনুরোধ

techtunes এর Linux বিভাগে যেসব Linux এক্সপার্ট ভাইয়েরা Linux এর উপরে বিভিন্ন আকর্ষণীয় ও চমৎকার টিউন লেখেন এবং মানুষকে এর প্রতি আকৃষ্ট করার চেষ্টা করেন, তাদের প্রতি Linux ব্যবহারে ইচ্ছুকদের পক্ষ থেকে একটি অনুরোধ।

আপনারা যেসব Linux এর বর্ণনা করেন এবং বিশাল সাইজের ISO ইমেজের ডাউনলোড এর লিঙ্ক দেন তা বাংলাদেশের সাধারন নেট ব্যবহারকারীদের পক্ষে তাদের সীমিত ও স্বল্প গতির ইন্টারনেট দিয়ে ডাউনলোড করা এক কথায় অসম্ভব। আর বিশাল সাইজের একই ISO ফাইল জনে জনে আলাদাভাবে ডাউনলোড করা সময় ও অর্থের অপচয়ও বটে। তাই Linux এক্সপার্টদের মধ্যে যাদের কাছে Linux এর ISO ফাইলগুলো ডাউনলোড করা আছে তারা যদি এগুলো Linux ব্যবহারে ইচ্ছুকদের জন্য বিতরণের ব্যবস্থা করেন তাহলে খুব ভাল হয়।

এক্ষেত্রে তারা যা করতে পারেন তা হচ্ছেঃ

১। Linux এর CD/DVD/ISO image বাংলাদেশের মধ্যে স্বল্পমূল্যে বা বিনামূল্যে বিতরণের জন্য একটি Forum বা সংগঠন তৈরি করা।

২। এই Forum বা সংগঠনের এর মাধ্যমে ঢাকা সহ সারাদেশের বিভিন্ন এলাকায় Linux ব্যবহার ও বিতরণে ইচ্ছুকদের একটি তালিকা তৈরি করা এবং এদের কাছে Linux এর CD/DVD/ISO image হাতে হাতে অথবা কুরিয়ার এর মাধ্যমে পৌঁছে দেয়া আর এদের email ও phone নম্বরের তালিকা Forum এর website এ সংরক্ষণ করা, যাতে নতুন যারা Linux এ আসতে ইচ্ছুক, তারা যেন এদের কাছ থেকে Linux এর বিভিন্ন Version এর CD/DVD/ISO image সংগ্রহ করতে পারেন।

৩। এই Forum বা সংগঠনের এর মাধ্যমে নতুন Linux ব্যবহারকারীদের বিভিন্ন সমস্যার সমাধানও করা জেতে পারে।

সবশেষে বলা যেতে পারে যে- এটা শুধুমাত্র একটি প্রস্তাবনা, আশাকরি যারা Linux এর এক্সপার্ট, তারা এর থেকে ধারণা নিয়ে আরও সুন্দর ও কার্যকর কোন ব্যবস্থা নিতে সফল হবেন।

ধৈর্য সহকারে টিউনটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।

Level 0

আমি SamuraixBD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লিনাক্স ফোরামতো আছেই।

সিডি বিতরণের জন্য আমার ছোট্ট একটা প্রচেষ্টা ছিল, আমার ব্লগের মাধ্যামে চালাতাম। এখন ওটা ইনএকটিভ রয়েছে। আমি তেমন একটা সময়ই দিতে পারতেছি না বলে। অনেকগুলা আইএসও ডালো করেছিলা এই কাজে। লোকাল কয়েকজন ভলান্টিয়ার হলে আবার শুরু করা যেত কাজটা। 🙂

    Level 0

    @বাবর: ভাই, আমি ভলান্টিয়ার হতে রাজি আছি। অন্তত ঢাকার মিরপুর এলাকার জন্য। আপনি যদি Linux এর নুতন Version গুলোর কিছু CD/DVD অথবা ISO image এর ব্যবস্থা করে দিতে পারতেন তাহলে আমি এগুলোর নুন্যতম ISO file নতুন Linux ব্যবহারকারীদের মধ্যে বিতরণের চেষ্টা করতাম। আমার ইমেইল [email protected]

Level 0

fedora bangladesh, BLUA, BDOSN এসবের নাম শোনেন নি? এগুলো বাংলাদেশের লিনাক্স এবং ওপেন সোর্স সফটওয়্যযার ব্যবহারকারীদের সবরকম সাহায্য দিয়ে থাকে।

    Level 0

    @Ripendil: ভাই, আমি Linux এ নতুন, আপনি যেগুলোর কথা লিখেছেন তা আমার মত অনেকের কাছেই অপরিচিত। Linux এ যারা নতুন আসতে আগ্রহী তারা কিভাবে এর CD/DVD/ISO file গুলো ডাউনলোড ছাড়াই কিভাবে সহজে পেতে পারে তার জন্য বলছিলাম। আপনার কাছে যদি সহজে এগুলো পাবার কোন ঠিকানা থেকে থাকে তাহলে অনুগ্রহ করে সবার সাথে শেয়ার করলে ভাল হয়।

আমার কাছে যা আছে তার একটা লিস্ট পাবেন এখানেঃ http://www.elomelo.net/ubuntu/linux-iso.html
চেক করে দেখুন, নতুন কিছু লাগলে লিস্ট করে জানাইয়েন। ডাউনলোড করে রাখবোনি। আপনি একসময় এসে নিয়ে যাইয়েন।

ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (FOSSBD) তিনটি ডিস্ট্রিবিউশন সিডি/ডিভিডিতে কয়েকশ কপি তৈরী করে রেখেছে।
১। knoppix 6.7 – সিডি …… ২০ টাকা (নপিক্স সম্পর্কে জানতে আমার টিউন দেখতে পারেন: https://www.techtunes.io/linux/tune-id/84811/
২। LinuxMint11 (Katya) – ডিভিডি (৮৬৭ মেগাবাইট) … ৩০ টাকা।
৩। LinuxMint10 (Julia) – কাস্টমাইজ করা ডিভিডি (৭.৭ গিগা) … ৫০ টাকা
এগুলো সরাসরি অফিস থেকে সংগ্রহ করতে পারেন। কিংবা কুরিয়ার করে পাঠানো যেতে পারে। (কিভাবে টাকা দিবেন সেটা ফোনে আলাপ করা যেতে পারে)।
এছাড়া সরাসরি আপনার ইউএসবি ড্রাইভ নিয়ে চলে আসুন, এগুলো সহ উবুন্টু, পাপ্পি ইত্যাদি লিনাক্স ডিস্ট্রোর সফটকপি কপি করে নিয়ে যেতে পারবেন (টাকা পয়সা লাগবে না)
যোগাযোগের জন্য ওয়েবসাইটে ফোন নং ও ঠিকানা পাবেন: http://www.fossbd.org । (অফিস ঢাকার মিরপুর ২ নং এ ঢাকা কমার্স কলেজ আর প্রশিকার মাঝামাঝি জায়গায়)
এছাড়া এই কাজগুলোর জন্য একটা ফোরাম করা হয়েছে। অলসতার কারণে ওটাতে সময় দিতে পারছি না। 🙁

ধন্যবাদ।

    Level 0

    ধন্যবাদ শামীম ভাই, আপনার দেয়া তথ্যের জন্য, এগুলো জানা থাকলে আমার আর এই টিউন লেখা লাগত না। আশাকরি আমার মত নতুন যারা, তারা এর মাধ্যমে উপকৃত হবেন।

    Level 0

    @শামীম: ভাই, আপনাদের FOSSBD এর মিরপুর-২ এর অফিসে ২ দিন যেয়ে ফিরে আসলাম। অফিসের TNT নাম্বারে ফোন দিয়ে বিচ্ছিন্ন পেলাম। অন্য যে নাম্বারগুলো দিয়েছেন তা বাংলাদেশের কোন নাম্বার নয়। দয়া করে যদি কার্যকর কোন নাম্বার দিতেন অথবা কখন অফিসে গেলে আপনাদের পাওয়া যাবে তা জানালে ভালো হতো। ভয়ের কিছু নেই, আমি Linux এর CD/DVD নিলে, কিনেই নেব।

      @SamuraixBD:
      ইশ…. আসলেই ওয়েবসাইটে উল্টাপাল্টা হয়ে গেছে নাম্বারগুলো। ৮৮০১৬ এর জায়গায় ৮৮১০৬ লিখেছে!! আমি ওটা পরিবর্তনের জন্য বলেছি ইতিমধ্যেই। আপনার কষ্ট হল …. আন্তরিকভাবে দূঃখ প্রকাশ করছি এজন্য। সঠিক নাম্বার হল:
      মেহেদী ভাই (শ্যামলিমা): 01678-702533, রিং ভাই: 01671-411437
      ওটা মেহেদী ভাইয়ের বাসা এবং অফিস। কাজেই ওনাকে ফোন করলেই ব্যাটে-বলে হওয়ার চান্স বেশি।

      কিনে নেন আর কপি করে নেন – ব্যাপার না। এমনকি পিসি/ল্যাপটপ নিয়ে আসলে ইনস্টল করিয়ে নিতে পারেন (ফোন দিয়ে নিশ্চিত হয়ে আসবেন) … … টাকা-পয়সা চাই না এজন্য; শুধুমাত্র সিডি আর ডিভিডির ক্ষেত্রে হার্ডওয়্যারের খরচটুকুই বাধ্য হয়ে নিতে হয় — কারণ আমাদেরকেও ওগুলো কিনতে হয়েছে।

      এমনকি ব্ল্যাংক সিডি/ডিভিডি নিয়ে এসে রাইট করিয়েও নিতে পারেন … … এক্ষেত্রে সময় খরচের ব্যাপার ছাড়াও পাওয়ার ফেইলিওর জনিত বা অন্য কোন কারণে ওগুলো করাপ্ট হওয়ার সম্ভাবনাটা উড়িয়ে দেয়া যায় না।

Level 0

কয়েকদিন আগে একটি Acer Notebook কিনেছি। দোকানদার windows7 install করে দিয়েছে। বাসায় এসে দেখি এতে ডিফল্ট হিসেবে Linpus Lite For Meego লেখা আছে। আমার প্রশ্ন হল, কিভাবে Linpus Lite For Meego আবার ইন্সটল করতে পারি এবং windows7 সহ ডুয়াল os রাখতে চাই। মডেলঃ Acer Aspire one-D255E-N57ckk

আমিও নতুন ব্যাবহারকারী। চট্টগ্রাম অঞ্চলের ভাইয়েরা আমার কাছ থেকে ফিডোরা ১৫ ডিভিডি, ম্যানড্রিভা -১০, লিনপাস লিনাক্স লাইট, ফিডোর ১৫ কেডিই লাইভ এর আইএসও নিতে পারেন। ঠিকানা -পূবালী ব্যাংক লিমিটেড, আঞ্চলিক কার্যালয়, কোতোয়ালী চট্টগ্রাম। আর সবার ব্যাস্ত জীবনে যেখানে নিজের জন্য সময় পাওয়া যায়না তাতে ফোরাম করে বিতরন করা একটু কঠিন। ইদানিং সিডির দোকনে লিনাক্স এর প্রায় লেটেস্ট সব ডিভিডি পাওয়া যায় খোজ করে দেখতে পারেন।

    Level 0

    ধন্যবাদ, আপনার সহায়তা ও পরামর্শের জন্য।

    @শান্তনু: নারে ভাই, আমি জিইসি টু নিউ মার্কেট সব দোকান ঘুরে ফেলসি। উবুন্টুর নতুন ভার্সন টা আছে। আর লিনাক্স মিন্ট জুলিয়া আছে। কাটিয়া টা অনেক খুঁজে না পাওয়ার পর কিউবি দিয়ে ডাউনলোড করলাম। 🙁

Level 0

বগুড়া যারা থাকেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে লিনাক্স মিন্ট ১১ (ক্যাটেয়া), জোরিন ওএস ৫ কোর, উবুন্টু ১১.০৪, ব্যাকট্রাক ৫ আছে। শুধু আইএসও ফাইল নিতে চাইলে ফ্রি পাবেন, লাইভ ডিভিডি ডিস্ক নিতে চাইলে ৫০/- লাগবে। ধন্যবাদ।

আমি ভলান্টিয়ার হতে রাজি আছি আমি নারায়াঙ্গঞ্জ সোনারগাঁ থাকি আমার ইমেইল [email protected]
[email protected] [email protected] বা google থেকে সার্চ করে নিতে পারেন rakibrps লিখে

    Level 0

    @RASHADUL ISLAM RAKIB: ধন্যবাদ ভাই, আশাকরি আপনার এলাকায় যারা নতুন Linux এর ব্যবহারকারী হবেন, তারা আপনার সাথে যোগাযোগ করবেন।

আমি ভলান্টিয়ার হতে রাজি আছি

আমার কাছে Linux – mint 11, ubuntu 11. আছে। কিন্তু use পারি না।

আমার কাছে, উবুন্টূ ১০.১০, ১১.৪, ফেডোরা-১৩, লিনাক্স মিন্ট-১১ আছে। আমি ভলেন্টিয়ার হিসাবে কাজ করতে চাই। আমার বাসা খুলনায়। [email protected]

    Level 0

    @সৌমিত্র বিশ্বাস: ধন্যবাদ, আশাকরি আপনার এলাকায় যারা Linux এর নতুন ব্যবহারকারী হবেন, তারা আপনার সাথে যোগাযোগ করবেন।

কেউ HIGHLY COMPRESS করেন

Level 0

বগুড়া অথবা নওগায় কারও লাগলে আমি দিতে পারি [email protected]

    Level 0

    @raihan: ধন্যবাদ, আশাকরি আপনার এলাকায় যারা Linux এর নতুন ব্যবহারকারী হবেন, তারা আপনার সাথে যোগাযোগ করবেন।

Level 0

মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ। মন্তব্যগুলো পড়ে আমার মনে হচ্ছে একটু চেষ্টা করলেই বাংলাদেশে Linux এর User বাড়ানো সম্ভব, শুধু দরকার Linux এর CD/DVD/ISO image এর ডাউনলোড ব্যাতিত সহজলভ্যতা আর Linux এক্সপার্টদের পক্ষ থেকে একটু সহযোগিতা।

    Level 0

    @SamuraixBD: আপনাদের সবার কমেন্ট পড়লাম। আসলে আমাদের দেশে লিনাক্স এর প্রতি মানুষের ভালই আগ্রহ আছে কিন্তু উপযুক্ত Training এর অভাব। আমি লিনাক্স এ Advance Level এর অনেক কাজ করেছি। আপনাদের কোন কোন ভারসান এর ISO লাগবে ফোন নাম্বার সহ আমাকে জানাতে পারেন। আমি Download করে ফোন করব। আপনারা এসে নিয়ে জাবেন। আর কার যদি Redhat/CentOS Linux সম্পর্কে কোন সাহায্যের দরকার হয়, তাহলে আমাকে বলবেন।

Level 0

bhi ami Linux usd korta chi konta valo ta o jane na. doya kora bolban ki ! kono new user der jonno kon linux ta valo …ami aj k (ubuntu-11.04-desktop-amd64)715 MB…ar (zorin-os-5.1-core-64)1.137 GB..TT thaka namaichi…plz plz bhi amak halp koran…o r amer pc=pro=core i5,matherboad=intel corporation DP55WB,RAM=4 (GB DDR3),HD=1 tara bit,ar ami win7 @ linux 2 ta system ak shata chalata chi ki korbo? 😉

লিনাক্স লিনাক্স করতে করতে জীবনটাই গেল।

Level 0

ভলান্টিয়ার টলান্টিয়ার কিছু বুঝিনা যতটুকু পারি ততটুকুই সাহাজ্য করতে পারবো আশাকরি।