techtunes এর Linux বিভাগে যেসব Linux এক্সপার্ট ভাইয়েরা Linux এর উপরে বিভিন্ন আকর্ষণীয় ও চমৎকার টিউন লেখেন এবং মানুষকে এর প্রতি আকৃষ্ট করার চেষ্টা করেন, তাদের প্রতি Linux ব্যবহারে ইচ্ছুকদের পক্ষ থেকে একটি অনুরোধ।
আপনারা যেসব Linux এর বর্ণনা করেন এবং বিশাল সাইজের ISO ইমেজের ডাউনলোড এর লিঙ্ক দেন তা বাংলাদেশের সাধারন নেট ব্যবহারকারীদের পক্ষে তাদের সীমিত ও স্বল্প গতির ইন্টারনেট দিয়ে ডাউনলোড করা এক কথায় অসম্ভব। আর বিশাল সাইজের একই ISO ফাইল জনে জনে আলাদাভাবে ডাউনলোড করা সময় ও অর্থের অপচয়ও বটে। তাই Linux এক্সপার্টদের মধ্যে যাদের কাছে Linux এর ISO ফাইলগুলো ডাউনলোড করা আছে তারা যদি এগুলো Linux ব্যবহারে ইচ্ছুকদের জন্য বিতরণের ব্যবস্থা করেন তাহলে খুব ভাল হয়।
এক্ষেত্রে তারা যা করতে পারেন তা হচ্ছেঃ
১। Linux এর CD/DVD/ISO image বাংলাদেশের মধ্যে স্বল্পমূল্যে বা বিনামূল্যে বিতরণের জন্য একটি Forum বা সংগঠন তৈরি করা।
২। এই Forum বা সংগঠনের এর মাধ্যমে ঢাকা সহ সারাদেশের বিভিন্ন এলাকায় Linux ব্যবহার ও বিতরণে ইচ্ছুকদের একটি তালিকা তৈরি করা এবং এদের কাছে Linux এর CD/DVD/ISO image হাতে হাতে অথবা কুরিয়ার এর মাধ্যমে পৌঁছে দেয়া আর এদের email ও phone নম্বরের তালিকা Forum এর website এ সংরক্ষণ করা, যাতে নতুন যারা Linux এ আসতে ইচ্ছুক, তারা যেন এদের কাছ থেকে Linux এর বিভিন্ন Version এর CD/DVD/ISO image সংগ্রহ করতে পারেন।
৩। এই Forum বা সংগঠনের এর মাধ্যমে নতুন Linux ব্যবহারকারীদের বিভিন্ন সমস্যার সমাধানও করা জেতে পারে।
সবশেষে বলা যেতে পারে যে- এটা শুধুমাত্র একটি প্রস্তাবনা, আশাকরি যারা Linux এর এক্সপার্ট, তারা এর থেকে ধারণা নিয়ে আরও সুন্দর ও কার্যকর কোন ব্যবস্থা নিতে সফল হবেন।
ধৈর্য সহকারে টিউনটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।
আমি SamuraixBD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
লিনাক্স ফোরামতো আছেই।
সিডি বিতরণের জন্য আমার ছোট্ট একটা প্রচেষ্টা ছিল, আমার ব্লগের মাধ্যামে চালাতাম। এখন ওটা ইনএকটিভ রয়েছে। আমি তেমন একটা সময়ই দিতে পারতেছি না বলে। অনেকগুলা আইএসও ডালো করেছিলা এই কাজে। লোকাল কয়েকজন ভলান্টিয়ার হলে আবার শুরু করা যেত কাজটা। 🙂