লিনাক্স এর আমার ব্যবহার করা সবচেয়ে perfect distro. windows কে টা টা জানানোর সময় এসে গেল বুঝি।

উবুন্তু ,মিন্ট ,ফেডোরা আর কত কি কেরামতি দেখলাম লিনাক্স বাবাজির ।। এবারে যেটা হাতে পেলাম সেটা হয়তো আপনি কারো কাছ থেকে নাম ই শোনেন নি । " OZ Unity " সেই মহান ডিস্ট্র । এর বিশেষ বৈশিষ্ট হল আপনার প্রয়োজনের সব সফটঅয়ার পাবেন সরাসরি ইন্সটল করা ।। আর উইন্ডোজ এর গুলো চালাতে যে টা লাগবে সেই wine ও পাবেন । তাহলে আর কি চাই ?? নেট এর স্পিড নাই এই অজুহাতে অনেক সফটওয়্যার ডাউনলোড করতে পারিনাই তাই লিনাক্স এ রেগুলার ছিলাম ও না । এখন থাকি সবসময় । ৪ টি ডেস্কটপ পরিবেশ পাবেন এতে । আমি অবশ্য নোটবুক এর ফ্লেভার নেই । ব্লেন্ডার , ইঙ্কস্পেস , গিম্প সহ অনেক ডিজাইনিং সফটওয়্যার , মাল্টিমিডিয়ার যে কোনটা দেয়া নাই আমি জানি না , গেমস গুলো নরমাল , ওপেন অফিস দিয়ে চলতে হবে আপনাকে । ইন্টারনেট এর জন্য মজিলা আর ক্রোম সহ আরো পাবেন প্রায় ১৫ টার মত সফটওয়্যার ।। আপনার আরো লাগলে wine দিয়ে windows এর টা ব্যবহার করতে পারেন ।। আমি যেগুলো wine দিয়ে ইন্সটল দিয়েছি সেগুলো হল winrar, quincy, MS word, Adobe photoshop .. """ EID MUBARAK """

Download ISO -----> Burn to DVD -------> make a partition about 20 gb----->Instal it---->Play with it.

Level 0

আমি দীনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মোঃ মাহমুদুল হাসান, তথ্যপ্রযুক্তি ইন্সটিটিউট,জাহাঙ্গীরনগর বিঃ (১ম ব্যাচ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ, anyway, Zorin সম্পর্কে কিছু জানেন ভাই? ঐ distro টা কেমন? আমি install করতে পারি নাই, সম্ভবতঃ আমার PC তে সমস্যা ছিল, আর OZ Unity এর নাম তো কখনই শুনি নাই।

    @শুভ: জরিন ভালোলাগেনাই। মিন্টের ধারে কাছেও নাই। মিন্ট হইল সেরা [আমার মতে]

      @মিনহাজুল হক শাওন: আমিও অবশ্য মিন্টুর ফ্যান ছিলাম এতদিন । কিন্তু আমার রুমে নেট স্পিড নাই ।। ল্যাব এ যে পিসি টা ইউজ করি সেটাতে “কাতিয়া” দিছি ।

      দীনার ভাই ক্যাটয়াই তো মিন্টু 😛 নামটা মজা লাগে আমার B-) নেট স্পীডের জন্য সার্টিফিকেট ইন্সটল করতে হবে। আমারো এই সমস্যা ছিল

      @মিনহাজুল হক শাওন: ভাই জুলিয়ার পরে কাতিয়া মিন্ট এর সব ডার্লিং কেই ল্যাব এর আমার পিসি টায় দিছি ।। “সার্টিফিকেট” টা Try দেখব । আগাম ঈদ এর সেমাই এর দাওয়াত রইল।

Level 0

thnx 4 sharing… 🙂

আমি ওটা ব্যবহার করিনাই । http://zorin-os.com/tour.html টা দেখতে পারেন । মনে হয় খারাপ না । আপনি যে শুনেন নাই তার একটা প্রেডিকশন দিসিলাম।

Level 0

vai siez dikha voy painai tobe gpr 1gb salaitesi to samvov na .amar ekta ubanu disk lagbe ki vabe pete pari..ami ekhane akdom notun.apnake file shear karar jonno dhonnobad .aer stailta kintu joos

    @sbn5233: ভাই আমার মনে হয় দাঁত সাথে নাই ।। উবুন্তুর ISO ডাউনলোড করে DVD বার্ন করে নিন।।। সেটাই ভাল ।। DVD টা নষ্ট হয়ে গে
    লেও সমস্যা নেই

জোরিন ইনস্টল করেছি অফিসের পিসিতে। আহামরি কিছু না। তবে যারা উইন্ডোজ থেকে মাইগ্রেট করবে তাঁদের হয়তো কম এলিয়েন লাগবে। এটা ইনস্টলাইলাম, কারণ লুসিড চলছিলো আগে, নতুন ইউনিটি চালাতে চাইনি তাই ইনস্টল করিনি; এখন গনোম পাওয়াতে একটু ট্রাই দিলাম। ঢাকায় কারো লাগলে সফট কপি নিতে পারেন। (১.১ গিগা)

আমার কাছে মনে হয় অফলাইন ব্যবহারকারীদের জন্য জোরিনের চেয়ে মিন্ট ভালো হবে। কারণ এক সপ্তাহেই জোরিনে সাড়ে তিনশ মেগা আপডেট এসেছে!

সময় পাইলে OZ Unity চেখে দেখবো আশা করছি। টিউনের জন্য ধন্যবাদ।

ধন্যবাদ ।।

Dhonnobad for sharing…

মাসপি লিনাক্স-মিন্ট

মিন্ট হইল সেরা [আমার মতে]

Level 0

আমি পিনগাই ওএস ব্যবহার করছি।আপনি যত ফিচারের কথা বলছেন ওটাতে তার চেয়েও বেশি কিছু আছে এটা বলতে পারি।আর লুক অ্যান্ড ফিল অন্য যেকোনটার চেয়ে ভালো। 🙂

    @অয়ন: তাহলে তো ট্রাই করতে হয় … আমি কিন্তু সব application এর কথা বলতে পারিনাই ।। যদি বলতেন যে মাল্টিমিডিয়া আর ইন্টারনেট এর জন্য কয়টা করে সফটওয়্যার আছে ?? OZ এর ৪টা লুক এর মধ্যে মাত্র ১ টি ই আমি দেখিয়েছি ।। ধন্যবাদ

      Level 0

      @দীনার:আমি যতটা দেখেছি তাতে পিনগাইতে সফটও্য়্যার অন্যগুলোর তুলনায় বেশিই আছে।আমার কোড করার জিনিসপত্রগুলো বাদে আর তেমন কিছু ডাউনলোড করা লাগেনি।

Level 0

জোরিনে সমস্যা হল উইন্ডোজের পুরা লুক অ্যান্ড ফিল আনতে চেস্টা করেছে তারা কিন্তু কিছু সমস্যা থেকে গেছে এটাতে।কিছুদিন ব্যবহার করার পর সেগুলো আস্তে আস্তে ধরা পড়তে শুরু করে।জোরিন নিয়ে আমার একটা লেখা আছে।কেউ আগ্রহী হলে পড়ে নিতে পারেন।
http://www.somewhereinblog.net/blog/Skorpio/29406141

ভাই আমার কাছে লিনাক্স মিন্ট (ভালোবেসে ক্যাটরিনা বলি) ভালো লাগে 😎
যাইহোক ধন্যবাদ টিউনটি করার জন্য ।

টেকটিউনসের সকল টিউনার ও ভিসিটরগন সুন্দরবনকে এস.এম.এস এর
মাধ্যমে ভোট দেওয়া থেকে বিরত থাকুন । কারন জানতে নিচে দেখুন
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে এস,এম,এস ব্যাবসা ও এর পুরো ধান্দাবজী
https://www.techtunes.io/news/tune-id/80694/

যার ইন্টারনেট এর স্পিড ভাল , তার কাছে মিন্ট বা উবুন্তু ই বেস্ট । even আমি নিজে ও ইউজ করি ।উপরেরর কমেন্ট এ পাবেন । কিন্তু আমি তো বলছি আমার পক্ষে এত এত সফটওয়্যার ডাউনলোড করতে বুড়ো হয়ে যাব ।। আমাদের ল্যাব এ গড় ডাউনলোড স্পীড ২০০-৩০০ KBps । তাই ওখান থেকে OS টা ডাউনলোড করে এনেছি ।আমার কাছেও মিন্ট এ বেস্ট

Level 2

ভাই সেদিন tt এর একটা tune পরে বেশ উল্লশিত হয়েছিলাম যে এবার আমি windows এর বাইরে কিছু use করতে পারব যেটা হল jorin . কিন্তু একটা জিনিশ use করা বললেই তো আর করা না, তাই বিভিন্ন জাইগাই zorin সম্পরকে তত্থ নিয়ে বেরাছি, আপ্নের আখানেও কিছু তত্থ পেলাম, কিন্তু হতাশ হলাম যে আপনি বলছেন zorin ভাল না। জাহক্ ভাইয়া, আমি programming বা এইসব কিছু বুঝি না, তাই এখন আপনি আমাই suggestion দেন আমি কি করব ? আপনি যেটার কথা বলেছেন সেতা চালাতে কি খুব বেশি বেগ পেতে হবে আমাকে ? এটা কি windows এর মত ? নাকি কঠিন কিছু ? প্লিজ ভাইয়া আপ্নের comments এর অপেক্ষাই থাকলাম , pleaz হেল্পান :))

    @inferon: Linux কখনই winodws এর মত না। তবে আপনি চাইলে wine নামক software টি দিয়ে windows এর সফটওয়্যার চালাতে পারবেন । oz unity তে আপনি wine ইন্সটল করা পাবেন।

Level 0

উইনডোজ থেকে যখন কোন ব্যাক্তি লিনাক্সে আসে প্রথমেই যে ধাক্কা পায় তা হল ডেক্সটপ ইনভাইরোনমেন্ট। কেননা উইনডোজ থেকে একটি আলাদা পরিবেশে অনেকেই অনেক সফটওয়ার থুজে পায়না। তখন লিনাক্সে বেশ বেগ পেতে হয়। তাই আমি প্রথমে তাদেরকে সাজেষ্ট করবো যে তারা যেন সর্বপ্রথম জোরিন ওএস ব্যবহার করে। কেননা এটি বেশ ইউজার ফ্রেন্ডলি। লিনাক্স মিন্ট ও বেশ ভাল করেছে। তবে উইন্ডোজের খুব কাছাকাছি পৌছাতে পেরেছে যে ওএস তা হল জোরিন ওএস।

উইনডোজ এর ফ্লেভার যদি লিনাক্স এ পেতে হয় তাইলে লিনাক্স এর দরকার কি??

ও ভাইজান winrar, quincy, MS word, Adobe photoshop এইগুলান কি ক্রাক করা না অরিজিনাল?

এটা হল উবুন্টু ১১.০৪ এর একটা ফর্ক, যা উইনিটি ডেস্কটপ কে ব্যবহার করে বানান।
অফলাইনের জন্য মিন্ট সবচেইয়ে ভাল, নিজ্বেস্য রেপো আছে।

    @ইকরামা: ভাই তালগাছে কি একবারেই ওঠা যায় ??? আপনার গুলো বোধ করি অরিজিনাল ছিল ।

      @দীনার:

      ধুর ভাই … এই গুলা বাদ দিয়ে উবুন্তুটা নিয়ে কিছু করা দরকার । উবুন্তুর জন্য ফটোসপ , ফ্ল্যাস ইত্যাদির বিকল্প কিছু নিয়ে চিন্তা করেন …জানালা ২০১৩ তেই শেষ …। আর ফাউ ব্যবহার করা যাবে না । লিনাক্স এখনও প্রফেসনাল ভাবে ব্যবহার উপযোগী না । এই ও্যাইন দিয়ে কাজ করে লাভ নাই । মুল কথা হল জানালা ছাড়ার আগে লিনাক্সকে জানালারচেও ভালো অবস্থানে দেখতে চাই ।

    @ইকরামা: আমার মনে হয় আমাদের প্রত্যেকটি কম্পিউটার ল্যাব এ যদি এর ব্যবহার শুরু করা যায় তাহলে ফলাফল টা সুদূরপ্রসারী হবে ।। আমার ডিপার্টমেন্ট এর দায়িত্ব আমি নিতে পারব ।

      @দীনার: যাই করেন বা বলেন জানালার বিকল্প হিসেবে লিনাক্সকে যদি দাড়করানো না যায় তাহলে ২০১৩ তে বাংলাদেশি দের ৫০% কম্পিউটার ব্যবহার ছেড়ে দিবে বলে আমার মনে হয় ।

@ইকরামা: একটা মজার কথা শোনেন । সেদিন আমার zoology এর দুইটা ফ্রেন্ড আসল ওদের পিসি তে Mint 11 সেটাপ এর জন্য । আমি হা হয়ে গেলাম । জিগেস করলাম অন্য কোন খালি পার্টশন করসে কি না। বলল , windows আর লিনাক্স পাশাপাশি ও চালাবে না । pure linux !!! মাস খানেক হয়ে গেছে ।। ওরা বেশ সন্তুষ্ট । কিন্তু আমাক বলে ” refresh থাকলে ভালো হত ” !!!!!

Level 0

ভাই, আপনাদের লেখা পরে লিনাক্স ব্যবহারের ইচ্ছা হচ্ছে, কিন্তু ডাউনলোড করার অবস্থা নাই। আপনাদের এই লিনাক্স এর cd/dvd কি কোথাও কিনতে পাওয়া যায়? অথবা অন্য কোন ভাবে যোগার করা যাবে? দয়া করে জানাবেন।

আমি নতুন আসছি , linux mint 12 lisa সম্পর্কে কিছু তথ্য দেন, আমিও লিনাক্স পরিবারে ডুকতে চাই, আপনাদের সাহায্য ছাড়া সম্ভব না, সাহায্য করুন