উবুন্তু ,মিন্ট ,ফেডোরা আর কত কি কেরামতি দেখলাম লিনাক্স বাবাজির ।। এবারে যেটা হাতে পেলাম সেটা হয়তো আপনি কারো কাছ থেকে নাম ই শোনেন নি । " OZ Unity " সেই মহান ডিস্ট্র । এর বিশেষ বৈশিষ্ট হল আপনার প্রয়োজনের সব সফটঅয়ার পাবেন সরাসরি ইন্সটল করা ।। আর উইন্ডোজ এর গুলো চালাতে যে টা লাগবে সেই wine ও পাবেন । তাহলে আর কি চাই ?? নেট এর স্পিড নাই এই অজুহাতে অনেক সফটওয়্যার ডাউনলোড করতে পারিনাই তাই লিনাক্স এ রেগুলার ছিলাম ও না । এখন থাকি সবসময় । ৪ টি ডেস্কটপ পরিবেশ পাবেন এতে । আমি অবশ্য নোটবুক এর ফ্লেভার নেই । ব্লেন্ডার , ইঙ্কস্পেস , গিম্প সহ অনেক ডিজাইনিং সফটওয়্যার , মাল্টিমিডিয়ার যে কোনটা দেয়া নাই আমি জানি না , গেমস গুলো নরমাল , ওপেন অফিস দিয়ে চলতে হবে আপনাকে । ইন্টারনেট এর জন্য মজিলা আর ক্রোম সহ আরো পাবেন প্রায় ১৫ টার মত সফটওয়্যার ।। আপনার আরো লাগলে wine দিয়ে windows এর টা ব্যবহার করতে পারেন ।। আমি যেগুলো wine দিয়ে ইন্সটল দিয়েছি সেগুলো হল winrar, quincy, MS word, Adobe photoshop .. """ EID MUBARAK """
Download ISO -----> Burn to DVD -------> make a partition about 20 gb----->Instal it---->Play with it.
আমি দীনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মোঃ মাহমুদুল হাসান, তথ্যপ্রযুক্তি ইন্সটিটিউট,জাহাঙ্গীরনগর বিঃ (১ম ব্যাচ)
ধন্যবাদ, anyway, Zorin সম্পর্কে কিছু জানেন ভাই? ঐ distro টা কেমন? আমি install করতে পারি নাই, সম্ভবতঃ আমার PC তে সমস্যা ছিল, আর OZ Unity এর নাম তো কখনই শুনি নাই।