আমার লিনাক্স!! হ্যা লিনাক্স আমার আপনার সবার। কারন লিনাক্স ব্যবহারের জন্য আপানাকে কোন টাকা দিতে হয় না, নিজের মত ব্যবহার করাযায়, সোর্স কোড দেখে প্রয়জনীয় পরিবর্তন করে ব্যবহার করা যায়।
সবাইকে সালাম ও শুভেচ্ছা, প্রথমেই ধন্যবাদ জানাই সেই লিনাস কে, যে আমাদের জন্য এ সুন্দর ফ্রী ওপেন সোর্স প্লাটফরম তৈরি করে দিয়েছে।
লিনাক্স কার্নালে চালিত অপারেটিং সিস্টেম গুলোর মধ্যে সবচেয়ে প্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে Ubuntu। কিন্তু কি এই উবন্টু? গতিময় , secure এবং সহজেই ব্যবহার যোগ্যা অপারেটিং সিস্টে হচ্ছে Ubuntu। উবুন্টুএর সর্বশেষ ভার্সন হচ্ছে 11.04, যার মধ্যে নতুন নতুন অনেক ফিচার যুক্ত করা হয়েছে।
যুক্ত করা হয়েছে অনেক নতুন এপলিকেশন।
আপনি তো সারাদিনই ব্রাউজ করে কাটান তাই না? আর মজিলা ফায়ার ফক্স আপনার প্রিয় ব্রাউজার, হ্যা আপনার কথা চিন্তা করে উবুন্ডুর সাথে মজিলাকে দেওয়া আছে। আবার ক্রোম অনেকেরই প্রিয় ব্রাউজার হয়ে উঠছে তাই Google Chrome সহ অন্যান্য ব্রাউজার গুলো Ubuntu Software Centre থেকে ডাউনলোড করে ব্যবহার করার ব্যবস্থা করা আছে।
উবুন্টুর সাথে দেওয়া আছে Libre Office, যা দিয়ে প্রফেশনাল ওয়ার্ড ডকুমেন্ট, স্প্রেড শীট এবং আকর্শনীয় প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন।
আপনি যেভাবে মাইক্রোসফট অপিশে কাজ করে ঠিক সেভাবেই কাজকরতে পারবেন উবুন্টুতে।
তাছারা আপনার জন্য রয়েছে Ubuntu Software Center যেখানে আপনি পাবেনঃ
Skype
আপনার জন্য রয়েছে Skype, Gwibber সহ আরো অনেক সামাজিক যোগাযোগের সফট।
মিউজিক ছাড়া কি আমাদের চলে?? হ্যা তাই তো আমাদের জন্য রয়েছে Ubuntu One Music Store
Ubuntu মধ্যে রয়েছে ছবি দেখা, সম্পাদনা করা সহ অন্যান্য কাজ করার সফট।
অনেক গুলো ক্যাটাগরি অনুযায়ী সাযানো রয়েছে আমাদের জন্য হাজার সফট। এখন শুধু এক্সপ্লোর করা বাকি। রয়েছে গেমস, এনিমেশন সহ আরো কত কি।
উবুন্টু ব্যবহার করতে ডাউনলোড করে নিন।
আপনি যদি উইন্ডজের সাথে ব্যবহার করতে চান তাহলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন। তাহলে আপনার বর্তমান উইন্ডোজের সাথেই ব্যবহার করতে পারবেন।
প্রধান অপারেটিং সিসেটেম হিসেবে ব্যবহার করতে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন। তার পর একটা CD তে বার্ন করে অথবা USB ডিভাইসে ঢুকিয়ে ইনস্টল করুন।
বিস্তারিত জানতে http://www.ubuntu.com/ তো আছেই।
তাছাড়া আপনার উবুন্টু সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য রয়েছে উবুন্ডু কমিউনিটি http://www.ubuntu.com/community
লিনাক্স, উবুন্টু, মিন্ট সহ অন্যান্য ডিস্ট্রিবিউশনের উপর বিভিন্ন সাইট থেকে সংগ্রহকৃত অনেক গুলো তথ্য যোগ করে সবার জন্য আপলোড করলাম। এখানে ক্লিক করে ইচ্ছে করলে ডাউনলোড করে নিতে পারেন। লিনাক্স নিয়ে আপনার অনেক গুলো প্রশ্নের উত্তর পাবেন আশা করি।
ধন্যবাদ সবাইকে সাথে প্রযুক্তির ব্লগ টেকটুইটসে স্বাগতম।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
আমি ও ব্যবহার করছি জটিল ।