আমার লিনাক্স!! লিনাক্স প্রেমীদের জন্য Ubuntu-11.04

আমার লিনাক্স!! হ্যা লিনাক্স আমার আপনার সবার। কারন লিনাক্স ব্যবহারের জন্য আপানাকে কোন টাকা দিতে হয় না, নিজের মত ব্যবহার করাযায়, সোর্স কোড দেখে প্রয়জনীয় পরিবর্তন করে ব্যবহার করা যায়।

সবাইকে সালাম ও শুভেচ্ছা, প্রথমেই ধন্যবাদ জানাই সেই লিনাস কে, যে আমাদের জন্য এ সুন্দর ফ্রী ওপেন সোর্স প্লাটফরম তৈরি করে দিয়েছে।

Ubuntu running on a Dell laptop

লিনাক্স কার্নালে চালিত অপারেটিং সিস্টেম গুলোর মধ্যে সবচেয়ে প্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে Ubuntu। কিন্তু কি এই উবন্টু?   গতিময় , secure এবং সহজেই ব্যবহার যোগ্যা অপারেটিং সিস্টে হচ্ছে Ubuntu। উবুন্টুএর সর্বশেষ ভার্সন হচ্ছে 11.04, যার মধ্যে নতুন নতুন অনেক ফিচার যুক্ত করা হয়েছে।

যুক্ত করা হয়েছে অনেক নতুন এপলিকেশন।

Ubuntu এর বৈশিষ্ঠঃ

  • Web browsing

YouTube in Firefox on Ubuntuআপনি তো সারাদিনই ব্রাউজ করে কাটান তাই না? আর মজিলা ফায়ার ফক্স আপনার প্রিয় ব্রাউজার, হ্যা আপনার কথা চিন্তা করে উবুন্ডুর সাথে মজিলাকে দেওয়া আছে। আবার ক্রোম অনেকেরই প্রিয় ব্রাউজার হয়ে উঠছে তাই Google Chrome সহ অন্যান্য ব্রাউজার গুলো Ubuntu Software Centre থেকে ডাউনলোড করে ব্যবহার করার ব্যবস্থা করা আছে।

  • Office applications

Calendar on Ubuntu

উবুন্টুর সাথে দেওয়া আছে Libre Office, যা দিয়ে প্রফেশনাল ওয়ার্ড ডকুমেন্ট, স্প্রেড শীট এবং আকর্শনীয় প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন।

আপনি যেভাবে মাইক্রোসফট অপিশে কাজ করে ঠিক সেভাবেই কাজকরতে পারবেন উবুন্টুতে।

তাছারা আপনার জন্য রয়েছে Ubuntu Software Center যেখানে আপনি পাবেনঃ

  • Adobe Reader icon Adobe Reader
  • Thunderbird icon Thunderbird
  • HomeBank icon HomeBank
  • Quicken icon Quicken এর মত দরকারী ও আকর্শনীয় সব সফটওয়ার।

  • Social and email

Skype video call on Ubuntu

Skype

Gwibber window

Gwibber

আপনার জন্য রয়েছে Skype, Gwibber সহ আরো অনেক সামাজিক যোগাযোগের সফট।

  • Music and mobile

Banshee and the Music Store on Ubuntu

মিউজিক ছাড়া কি আমাদের চলে?? হ্যা তাই তো আমাদের জন্য রয়েছে Ubuntu One Music Store

  • Photos and videos

Shotwell on Ubuntu

Ubuntu মধ্যে রয়েছে ছবি দেখা, সম্পাদনা করা সহ অন্যান্য কাজ করার সফট।

  • Ubuntu Software Centre

World of Goo

অনেক গুলো ক্যাটাগরি অনুযায়ী সাযানো রয়েছে আমাদের জন্য হাজার সফট। এখন শুধু এক্সপ্লোর করা বাকি। রয়েছে গেমস, এনিমেশন সহ আরো কত কি।

'My Ubuntu setup is faster than a PC and prettier than a Mac...' The Times

উবুন্টু ব্যবহার করতে ডাউনলোড করে নিন।

আপনি যদি উইন্ডজের সাথে ব্যবহার করতে চান তাহলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন। তাহলে আপনার বর্তমান উইন্ডোজের সাথেই ব্যবহার করতে পারবেন।

প্রধান অপারেটিং সিসেটেম হিসেবে ব্যবহার করতে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন। তার পর একটা CD তে বার্ন করে অথবা USB  ডিভাইসে ঢুকিয়ে ইনস্টল করুন।

বিস্তারিত জানতে http://www.ubuntu.com/ তো আছেই।

তাছাড়া আপনার উবুন্টু সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য রয়েছে উবুন্ডু কমিউনিটি http://www.ubuntu.com/community

লিনাক্স, উবুন্টু, মিন্ট সহ অন্যান্য ডিস্ট্রিবিউশনের উপর বিভিন্ন সাইট থেকে সংগ্রহকৃত অনেক গুলো তথ্য যোগ করে সবার জন্য আপলোড করলাম। এখানে ক্লিক করে ইচ্ছে করলে ডাউনলোড করে নিতে পারেন। লিনাক্স নিয়ে আপনার অনেক গুলো প্রশ্নের উত্তর পাবেন আশা করি।

ধন্যবাদ সবাইকে সাথে প্রযুক্তির ব্লগ টেকটুইটসে স্বাগতম।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি ও ব্যবহার করছি জটিল ।

    সাউন্ড সিস্টেম অনেক ভালো।

    jhi bhai amio bebhar kortesi one week holo. kintu bangla likte partesina . karo kase kono somadan thakle diven please. ami ubuntu 11.04 use kori .

    Level New

    আমি http://www.ubuntu.com থেকে ubuntu 11.04,ubuntu 10.04,Xubuntu 11.04 download করেছি।পরপর সব try করছি ।কোনটাই setup হচ্ছে না।আমি Universal-USB-Installer-1.8.5.7 দিয়ে ৮জিবি pendrive এ boot করছিলাম।setup হচ্ছে না।CD তে write করছি।setup হচ্ছে না।setup এর শেষ সময় COMPUTER হ্যাং হচ্ছে । http://www.ubuntu.com এ যেভাবে বলা হয়েছে সেভাবেই করেছি।setup হইনি।সরাসরি internet থেকে setup দিয়েছি।কাজ হইনি।MY COMPUTER PROCESSOR :CORE i5,RAM:4GB,WINDOWS 7,INTERNET SPEED:512 KBPS DOWNLOAD SPEED 68KBPS,HDD:500 GB.DRIVE C=53GB FREE 13 GB,D=136 FREE 41GB,E=138GB FREE 103 GB,F=136GB FREE 29GB.WIN 7 INSTALLED IN DRIVE C.PLEASE HELP ME SOMEONE TO SETUP UBUNTU PLEASE.My facebook email [email protected],user name S.m.al-razi.

Level 0

আমি বাবর ভাইয়ের অনুপ্রেরনায় উবুন্টু 11.04 (natty narwhal) এ আছি। বাবর ভাই জিন্দাবাদ । উবুন্টু 11.04 (natty narwhal) এর ফিচারগুলো ভালো লাগতেছে। তবে চিন্তা করতেছি একটু opensuse এর স্বাদ নেওয়া দরকার। এটাতে নাকি অনেক ধরনের এপস বিল্ডইন আছে এমনকি wine সহ। এর ডাউনলোড সাইজও মাশাআল্লাহ ৪.৫ জিবি এবং এটা নাকি লেপির জন্য বেশ উপযোগি । কারো কোনো মতামত থাকলে শেয়ার করতে পারেন।

    আপনার উত্তর পাবেন এখানেঃ http://forum.linuxdesh.org/

    ওয়াইন আপনি এমনিতেই পাবেন। সফটওয়্যার সেন্টারে যেয়ে wine লিখে সার্চ দিলেই ডিপেন্ডেন্সি সহ ইন্সটল হয়ে যাবে। অথবা ওয়াইনের সাইট এ ডেবিয়ান প্যাকেজ পাবেন। আর ডিভিডি তো আছেই, রিপো বলে ওইগুলারে। মানে ডিভিডি তেই অনেক সফটওয়্যার দেওয়া থাকে। চাইলে সেগুলা ইন্সটল করে নেওয়া যায়। একটা FTP সার্ভার পাবেন এখানে http://mirrors.bsd.md/Ubuntu/pool/main/

    ডিভিডি তে এগুলাই কপি করা থাকে। চাইলে সেই ৮টা ডিভিডি ডাউনলোড ও করতে পারেন। আর সমস্যা হলে রিং ভাই অথবা বাবর ভাই কিংবা শামীম ভাইরে টোকা দিলেই হবে 🙂

আমি উবুন্টু ১১.০৪ ইনস্টল করছি কিন্তু ইন্টারনেট কানেক্ট করতে পারছি না ।আমি ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করি। উবুন্টু ১০.৪ এ ইন্টারনেট কোন ঝামেলা ছাড়াই ব্যবহার করেছি।এখন আমি কি করে উবুন্টু ১১.০৪ এ ইন্টারনেট কানেক্ট করতে পারি ? স্ক্রিনসট সহ কেউ যদি সাহায্য করতে উপকৃত হতাম।

    হ্যা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্ট সহজেই করা যায়। নেটওয়ার্ক থেকে Wired connection এ ক্লিক করে Edit এ ক্লিক করুন। এবার আপনার IP, Subnet Mask, Getway,। DNS ইত্যাদি বসান। ক্লোজ করে বের হয়ে আসুন। তাহলে নেট ব্যবহার করতে পারবেন।

    ভাই wimax এর জন্য কোন সমাধান নাই ?? আমি লিনাক্স ইউস ক্রতে খুব এ ইচ্ছুক কিন্তু ওয়িমাক্স এর জন্য পারছি না, কওন ভাবে কি এই সমাধানের পথ নেই ??

    ভাই বলেন কি! আমি তো ১১.০৪ এ broadband দিলাম আর আমনেই পাইলো..

আমি একজন মিন্টু। ব্যাপক আনেন্দ আছি। উবুন্টুর এই সংস্করণটা একটু চেখে দেখেছিলাম।

Worst Ubuntu Release Ever!

আমার কাছে ডিস্ট্রিবিউশন গুলোর মধ্যে মিন্ট টাই ভাল লেগেছে।ধন্যবাদ পোস্টের জন্য।

Level 0

ভাই আমার কাছে Ubuntu 11.04 এর থেকে Ubuntu 10.10 বেশি ভাল লাগে। কারন ubuntu 11.04 এ কিছু প্রব্লেম আছে। ubuntu 11.04 এর unity থেকে gnome 3 বেসি ভাল। কিন্তু আমি অনেক চেস্টা করে একবার ও gnome 3 ইন্সটল করতে পারি নাই। প্রতেক বার এ unity break হইয়া যায়। পরে নতুন করে ইন্সটল সারা উপায় থাকে না। তাই এখন বাধ্য হয়ে ubuntu 10.10 চালাই।

    হাহা। ইউনিটি সরানো যায়। স্টার্টআপ এ যেয়ে ক্লাসিক স্টাইল দিলেই হবে 🙂

    গ্রাফিক্স অনেক উন্নত করার কারনে ubuntu 11.04 অনেক কম্পিউটারে একটু সমস্যা দেখা দেয়।

    Level 0

    আমি জানি Unity সরানো যায়। আমি Unity এর কথা বলতেছি না, আমি বলতেছি Gnome 3 এর কথা।

ভাইয়া ছোট ভাই হিসেবে একটা কথা বলি ,
ভাইয়া আপনি এই টিউনের মাধ্যমে উবুন্টুর জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করেছেন কিন্তু ভাইয়া যারা উবুন্টু সমন্ধে অজ্ঞ তারাতো আপনার এই টিউনটি পড়ে ভাববে
যে উবুন্টুতে কেবল Web browsing আর Office applications এই আছে !!!!
তাই বলছি কি ভাইয়া আপনি যদি "Ubuntu এর বৈশিষ্ট্য " কথাটি পরিবর্তন করে "Ubuntu এর কিছু বৈশিষ্ট্য " কথাটি বলেন
তাহলে টিউনটির সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে ।
আর টিউনটি করার জন্য আপনাকে ধন্যবাদ ………

    হ্যা, ঠিকই বলছেন। ধন্যবাদ।

Level 0

উবুন্টু ব্যবহার করার ইচ্ছা আছে । কিন্তু ডাউনলোড করতে পারতেছি না । একটা ভালো ডাউনলোড লিংক দিবেন ?

    http://www.ubuntu.com/download এখানে গিয়ে ডাউনলোড করে নিন।

    Level 0

    http://mirrors.ispros.com.bd/ubuntu-release/ এইতা থেকে বেশি স্পীড পেতে পারেন

    Level 0

    থেঙ্কু তানভীর ভাই, উবন্টুর ওয়েব থেকে ডাউনলোড স্প্রিড অনেক কম । অর্ধেক ডাউনলোড হয়ে বাতিল হয়ে যায় । আপনার লিংক থেকে অনেক স্প্রিড পাচ্ছি ।

লিনিউস বলে কোন শব্দ আছে কি? আমরা কি লিনুয়াক্স উচ্চারণ করি? আসল উচ্চারণ জেনে নেন এখানে ক্লিক করে http://upload.wikimedia.org/wikipedia/commons/3/3c/Sv-Linus_Torvalds2.ogg লিনাক্স শুধু কার্ণেলের নাম। উবুন্তু বানান মার্ক শাটল ওয়ার্থ নামের এক ব্যক্তি। যাই হোক, এই টিউন অন্তত কয়েকবার দেখেছি অনেক আগে। একটা কথা বলেই ফেলি, একটা করে টিউন নিজের ব্লগ থেকে কপি করে সেটা যথাক্রমে টেকটিউনস, টিউনারপেজ, বিডিরঙ, পিসি হেল্পলাইন বিডি ইত্যাদি ইত্যাদি ম্যালা জায়গায় লেখা হয়। সাথে আছে নিজের সাইট এর প্রোমো। কি লাভ এমন করে? কিছু মনে করে থাকলে দুঃখিত।

    আর যা বলছিলাম, ১১.০৪ মানে এপ্রিলের রিলিজ। ৩ মাস পর টিউন? আরেকবার দুঃখিত

    প্রথম দেখাতে তে লিনিউস মনে হয়েছে তাই লিখছি। এখন ঠিক করে দিলাম। ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
    আমি টেকটুইটস আর টেকটিউন্সে লিখি। এ দুই জায়গায় আপনি দুই বারই দেখতে পাওয়ার কথা "অন্তত কয়েক বার" না। কয়েক বার >> ২
    সাইট এর এড দেওয়ার টেকটিউন্সের ভিজিটরদেরকে জানানোর জন্য যে প্রযুক্তির আরেকটি কমিউনিটি ব্লগ রয়েছে। এতে আপনি উপকৃত না হয়ে থাকেন আরেক জন তো উপকৃত হবে। তাই না?
    লাভ লসের হিসেব করলে আমি আর সব কিছু ছেড়ে লেখালেখি করার জন্য আসতে পারতাম না। এখন নিজেদের ও একটি ব্লগ আছে তা সবাইকে জানানো এত দোষের কিছু না বা টেকটিউন্সের নীতির বিরুদ্ধে না।
    আমি কোন জাগায় রিলিজ নিয়ে উল্লেখ করি নি। আমি জানানোর চেষ্টা করছি।
    হার্ডড্রাইব, পেন ড্রাইভ, র‍্যাম। গ্রাফিক্স কার্ড তো আরো কয়েক বছর আগেই তৈরি হয়েছে তা এখন সবাইকে জানানো কি দোষের কিছু?
    …………………………….. আপনার প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার চেষ্ট করছি মাত্র।

    @?জাকির!, আপনার যুক্তি মানলাম। তাই বলে ডিডিআরথ্রি র্যামের যুগে আপনি নিশ্চয়ই ডিডিআর১ নিয়ে রিভিউ লিখবে না। যাই হোক ধন্যবাদ আপনার লেখার জন্য। তবে আরও বিস্তারিত হলে ভাল লাগত।

    Level 2

    ভাই সাইটের কথা না লিখলে জানবো কিভাবে ঐ নামে কিছু আছে………….. বিরোধীতা করা ঠিক না। প্রতিযোগীতায় আসেন

    এই টিউন দেখে লোকজন কি লিনাক্সের প্রতি আগ্রহী হবে বা এই টিউন পড়ে কিছু কি শেখা যাবে? কিছু এপ্লিকেশান বলতে Web browsing ও Office applications এ পুরো উবুন্টুর চিত্র আন্দাজ করা যায়।আপনার টিউনসমূহ শুধুমাত্র টপটিউনার হওয়ার উদ্দেশ্য প্রকাশ করেন বলেই আমার ধারণা।না হলে বই একটা ডাউনলোড লিংক দিয়ে টিউন বা পত্রিকা থেকে কপি-পেষ্ট করা আপনাদের মানায় না।আপনার সি নিয়ে টিউটোরিয়ালগুলো পড়ে খুবেই বিরক্ত হলাম।একটু লিখেই পর্ব শেষ।আপনার টিউনগুলোও একইরকম।এর মানে এটা বলতেছিনা যে, আপনি কম জানেন।কিন্তু সময় না নিয়ে হুট করে আদাঘন্টায় একটা টিউন,বই একটার লিংক পেলেই টিউন করার কোন মানে হয় না।এসব টিউন থেকে খুব কম এই শেখা যায়।আপনি শাওন ভাই,মিঠু ভাই,ছাত্র ও শিক্ষক ভাই, নাইম ভাই এর টিউটোরিয়ালগুলো দেখেন।একটা পর্ব পড়লেই তৃপ্তি পাওয়া যায়।কিছু হলেও জেনেছি,শিখেছি বলে দাবী করা যায়।কিন্তু আপনার টিউনগুলো পড়ে আমি হতাশ।নতুন টিউনারদের বেলায় এসব টিউন মানায়।প্রতিদিন একটা একটা টিউন করার চেয়ে ভাল করে সময় নিয়ে ১ সপ্তাহে একটা করলেও অনেক খুশি হব।আশাকরি মনে কিছু নিবেন না।খারাপ লাগে তাই বললাম।

    আপনি মনে হয় টিউনটি ভালো করে পড়েন নি। আমি একটা লিঙ্ক শেয়ার করছি যেখানে প্রয়োজনীয় তথ্য গুলো এক করে আপলোড করে শেয়ার করছি।
    আর টিউন বড় হতে হবে এমন তো কোন কথা নেই তাই না? বেশি করে পড়ার জন্য রয়েছে বই। এখানে আমি তো বই লিখছি না। আর আপনি বলছেন

    বই একটার লিংক পেলেই টিউন করার কোন মানে হয় না

    আমার কাছে প্রায় এক হাজারের মত গল্প, বিজ্ঞান, গণিত, প্রোগামিং, ইলেকট্রনিক্স, এরোনেটিক্স, রোবোটিক্সের বই রয়েছে আমি তো সব বই শেয়ার করি নি। অল্প কয়েকটা শেয়ার করছি যা আমি যেসকল টিউন করি সে বিষয়ে।

    আপনি বলছেনঃ

    সময় না নিয়ে হুট করে আদাঘন্টায় একটা টিউন,বই একটার লিংক পেলেই টিউন করার কোন মানে হয় না।এসব টিউন থেকে খুব কম এই শেখা যায়।

    আমার টিউনে দরকার কিন্তু আমি লিখি নি যদি এমন হয় তাহলে লিঙ্ক দিয়ে থাকি, কোন দিন লিঙ্ক গুলোতে ক্লিক করছেন? না করে থাকলে শিখবেন কিভাবে? হাতে গোনা কয়েকটি টিউন ছাড়া বাকি সব টিউন করতে আমার টিউন প্রতি ৩ ঘন্টার বেশি সময় করে লাগত এ সব টিউনের মধ্যে মাত্র ২৫০ ওয়ার্ড থাকত। বাড়তি কথা ছাড়া অল্প কথায় কিভাবে লিখব সে জন্য ছোট করে লিখতাম।
    আর কোন টপিক্স নিয়ে লিখলে ঐ টপিক্স সম্পর্কিত তথ্য গুলো লিখলেই তো হয়। বাড়তি লেখার কি দরকার?

    টিটিতে আপনাদের মত কিছু ফাজিলের জন্য অনেক ভালো টিউনার হারিয়েছে টিটি। তাই একটু সুন্দর ভাবে কমেন্ট করার চেষ্টা করুন প্লিজ। আগের টিউনারদের মত আমিও যেন চলে যেতে না হয়।
    তাছাড়া আমি ছোট টিউন করি আর যাই করি আমার তো কিছু সময় ব্যয় করতে হয় তাই না? এটা প্রায় নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মত।
    তাই প্লিজ এমন কোন মন্তব্য করবেন না যেন শুধু আমি না অন্য কোন টিউনাদের কষ্ট হয়।

    ধন্যবাদ আমাকে ফাজিল বলার জন্য। আরবিতে ফাজিল = জ্ঞানী। নিজেকে জ্ঞানী ভাবতে ভালো লাগছে।

    আমি আপনাকেই কথাটা বললাম টেকটিউনস নীতিমালা দেখেই

    "ব্লগিং কমিউনিটির ক্ষেত্রে যে সমস্যাটা হয় তা হল ব্লগার বা ভিসিটররা এক লেখা বিভিন্ন সাইটে দেখলে তা তাদের মনে কিছুটা বিরূপ ক্রিয়ার সৃষ্টি করে"

    যাইহোক টপিক ক্লোজড। ভালো থাকবেন।

    বুঝলাম না জাকির ভাই হঠাৎ কেন আক্রমনাত্নক ভাষা ব্যবহার করলেন? কোন লেখার সমালোচনা করা কি টেকটিউনস এ নিষেধ নাকি? নাকি কেউ টিউন করলেই তাকে তেল দিতে হবে "আপনার টিউন" টা খুব সুন্দর হয়েছে। (ব্যবহার না করেই) আমার অনেক কাজে লেগেছে। ধন্যবাদ। এ ধরনের কথা সবসময় বলতে হবে নাকি? আর নিজের সাইটের লিংক দেয়া নিয়ে যেটা বলেছেন সেটার সাথেও আমি একমত নই। আপনার টিউন কারও পছন্দ হলে স্বাভাবিক ভাবেই সে আপনার প্রোফাইলে যাবে। আর প্রোফাইলে গেলেই তো আপনার সাইটের লিংক দেখতে পাবে। তাছাড়া টিউনারদের আইডির উপর ক্লিক করলেই তার ইচ্ছামত সেট করা সাইটে যাওয়া যায়। প্রতি টিউনে নিজের সাইটের লিংক প্রচার করার দরকার কি? আর আপনার আপলোড করা পিডিএফগুলো দেখলাম। এত হাঙ্গামা করে আপলোড-ডাউনলোড-ফাইল ওপেনের ঝামেলা না করে আপনি যে সাইটগুলোর স্ক্রীণশট নিয়েছেন সেগুলোর সরাসরি লিংক দিলেই পারতেন।

Level 0

( কারন লিনাক্স ব্যবহারের জন্য আপানাকে কোন টাকা দিতে হয় না, নিজের মত ব্যবহার করাযায়, সোর্স কোড দেখে প্রয়জনীয় পরিবর্তন করে ব্যবহার করা যায়।)

How Can we customize Ubuntu? I don't know about programing & also don't know more about Ubuntu.I think change the source code is a big trouble for all.

    আপাতত আপনাকে সোর্স দেখে সেটা চেঞ্জ করে কম্পাইল করার দরকার নেই। উবুন্তুর লক্ষ্যই হল সাধারণ মানুষের হাতে লিনাক্স তুলে দেওয়া। আপনি উবুন্তুর জন্য অনেক আকর্ষণীয় প্যাকেজ পাবেন যা দিয়ে সিস্টেম কে নিজের মত বানানো যায়। এর জন্য প্রোগ্রামিং জানা লাগেনা।

    প্রোগ্রামিং জানার কোন দরকার নেই, দরকার নেই সোর্সকোড নিয়ে কোন ঝামেলা করার। খুব সহজেই উবুন্টু কাস্টমাইজেশন করা যায়। আপনি আগ্রহী হলে টেক্সড এর লিংক বা ইউটিউবের ভিডিও দিতে পারি।

ব্যপক গনধোলাইয়ের মাঝে পরলাম মনে কয়। আর একটা কথা ঝগড়া করতে চাইলে এইখানে কেন, ফেসবুকের ভিডিও চ্যাটের মাধ্যমে কানেক্ট হইয়া ফেস টু ফেস ফাইট দেন…সকল জায়গার পরিবেশ নষ্ট কইরেন না। অনুরোধমুলক…

Level 0

usb -dia install-er system ba bolben ki ???

Level 0

Install to korlam kitu kopal kharap. sob kisu thik ase kitu amar laptop-er lite dim hoye gese. so kisui dekha jay na. win7 use kori. oitate abar thiki ase. can anybody help me plzz ??

Level 0

ki hoilo vai, kew ki help korar moto nai???? ami to wait kortesi…..tt-theke biday nibo vatesi . tune kore seta jodi karo kajei na laglo tobe r tune kore ki lav. er aageo ek problem-er help chaisilam. nokia c7 hack nia. kono sara painai. ok. TT – family …..biday. 🙁

জাকির ভাই চেষ্টায় আছি এই বছরের ভিতরেই চেষ্টা করব লিনাক্স-এ প্রবেশ করতে,
আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত ভাল একটা টিউন করার জন্য।

jakir vai ektu helpan…..

amr sidebar ta khali hang kre, ekbar hide hoy to arekbar hoy na. compiz nia bapok jhamela te asi. kno new effct or new option chalu korlei pura bar blur hoia jay & then log out & log in korte hoy……

ai somossar somadhan den vai……..

আমি লিনাক্স ১১.০৪ এ apache, mysql. mysql. php5 sudo দিয়ে ইন্সটল দিছি।
কিন্ত Home/Touhid ডিরেক্টরিতে www ডিরেক্টরি তৈরি হচ্ছে না।
উপায় কি বলে দেন???

Level 0

jotl ubontu

Level 0

sound pai na helph me plz

Level 0

I’m using Ubuntu 11.04 to browse internet. Please advise how I can write in Bangla with Ubuntu. Please also advise how I can upgrade to Ubuntu 11.10. Thanks in advance to anyone who cares to help me in this regard.

Level 0

Please disregard the above post in which I told 11.04 instead of 12.04. Actually I’m using Ubuntu 12.04 to browse internet. Please advise how I can upgrade to Ubuntu 12.10. Thanks in advance to anyone who cares to help me in this regard.