এ্যাত লাফালাফি, চিল্লাপাল্লা করি কিল্ল্যাইগ্গা?

যাঁরা জানেন না, তাঁদের অনেকেরই মনে চিন্তা খেলা করে, এই লোকগুলো নিজেরা লিনাক্স ব্যবহার করে ভাল কথা, কিন্তু আমাদের পিছে লাগছে ক্যান? এঁদের স্বার্থ কী? এদের কি মহাপুরুষ রোগে ধরছে? কাউরে ইমপ্রেস করতে চায়? নাকি কেউ কি এঁদের টাকা দেয়?: দেয় মনে হয়, অবশ্যই দেয় …. নাইলে কার ঠেকা পড়ছে পকেটের টাকা খরচ করে সিডি বানায় দিবে, সময় খরচ করে আমাদের পেছনে ঘুরবে, ইনস্টল করে দিয়ে যাবে, সমস্যা সমাধান করতে সাহায্য করবে। আমি আমার মত ভাল আছি, ভাইরাস মারতেছি, রিইনস্টল করছি, এন্টিভাইরাস কিনতেছি … প্রতিনিয়ত এই প্রতিকূল পরিবেশেও আমাকে কত কিছু শিখতে হচ্ছে, লিনাক্সে গেলেও তো শিখতে হবে। … কী?! তোমরা টাকা পাও না কারো কাছ থেকে! তাহলে কি শুধুই দলে ভারী হইতে চাও জন্য এ্যাত কিছু কর? … আচ্ছা ভাল কথা, আমারে বাদ দিয়ে হিসাব কর। … যাও মিয়া ভাগো, আমি চোরাই উইন্ডোজ ব্যবহার করি আমার রিস্কে, তোমার তাতে কী!

জ্বী ভাই, আমার তাতে এসে যায়। আপনি জেনুইন সফটওয়্যার ব্যবহার করলে আমি কখনই আপনাকে লিনাক্স নিয়ে বিজ্ঞাপন দিতে যাব না, যদি ইতিমধ্যেই গিয়ে থাকি তবে সেটা ভুল হয়েছে, কিন্তু আপনি চোরাই সফটওয়্যার ব্যবহার করলে তাতে আমার সমস্যা হয়। কীভাবে জানতে চান নাকি?

সম্মান হারাতে চায় না কেউ। বড়লোকের হারানোর মত অনেক কিছু থাকতে পারে, কিন্তু গরীবের সম্মান ছাড়া আর আছে কী? (এই রে! বাংলা ছিঃনেমার ডায়লগ দিয়ে ফেললাম মনে লয় ...) বংশের সম্মান, ব্যক্তির সম্মান ইত্যাদিকে ঘিরে কত ঘটনাই না আবর্তিত হয় চারিদিকে। অনেক ক্ষেত্রে আমরা আজও দেখছি অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে অপমানিত আত্মসম্মানী মানুষ। আবার পরিবারের সম্মান রক্ষার্থে বিপথগামী সদস্য বা সদস্যাকে হত্যা করে অনেক জায়গায়: এটাকে ব্যাখ্যা করার জন্য অনার কিলিং বলে একটা শব্দ আছে ইংরেজিতে।

আপনি চোরাই উইন্ডোজ ব্যবহার করলে আমার সম্মান হারাই আমি। জ্বী, ঠিকই শুনেছেন ….. আপনি চোরাই সফটওয়্যার ব্যবহার করলে শুধু আপনি না সাথে আমিও সম্মান হারাই। আর হারানো সম্মান ফিরানোর জন্যই আমরা নিজেদের পকেটের টাকা আর মূল্যবান সময় খরচ করি, কিন্তু কোনো রকম আত্মহত্যা বা খুনাখুনি করি না (দেখেছেন, আমি কত্ত ভালো!)।

বাংলাদেশ খারাপ মানুষের দেশ, দূর্নীতিতে আগে টানা চ্যাম্পিয়ন ছিল, আর বর্তমানে এটা পৃথিবীতে সফটওয়্যার পাইরেসী তথা চুরীতে ৩য়। এর আগে ২য় পজিশনে ছিল, ইট্টুর লাইগা ফাস্ট হইতে পারে নাই …. আফসুস! এই ব্যাপারটা আপনি উপভোগ করেন কি না আমি জানিনা, তবে আমার কাছে এদেশের নাগরিক হিসেবে অসম্মানজনক মনে হয়।

নিজে জেনুইন সফটওয়্যার ব্যবহার করেও যদি আপনাদের চোরাই সফটওয়্যারের কারণে আমাকে নাগরিক হিসেবে এই অপমানের ভাগ নিতে হয়, আমার দেশমাতাকে অপমানিত হতে হয় তাতে আমি ক্ষিপ্ত হই। কিন্তু ঐ যে বললাম, সম্মান রক্ষার্থে এখনও খুনাখুনি করি না, তাই লিনাক্স প্রচার করি। আমি টাকা দিয়ে আপনাকে জেনুইন সফটওয়্যার কিনে দিতে পারবো না (দিতে পারলেও সেটা নিতে কি আপনার নিজেকে ছোট মনে হত না?!) - তাই লিনাক্স ব্যবহার করতে বলি। কারণ, বিনামূল্যে জেনুইন সফটওয়্যার ব্যবহার করার এটাই এখন পর্যন্ত জানা একমাত্র রাস্তা। আর এটা কারো দান নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে এই ফ্রী সফটওয়্যারের আন্দোলন। এতে আমি সহ সমস্ত ব্যবহারকারীর বিভিন্নভাবে কন্ট্রিবিউট করি - কীভাবে জানতে চান? আজকে থাক, তবে চিন্তা (=দুশ্চিন্তা) কইরেন না, সেই কন্ট্রিবিউশন নিয়ে শীঘ্রই আরেকটা ত্যানা প্যাচানি লেখা নামাবো।

ভাইরাস মাইরাস, সিকিউরিটির সমস্যা অথবা উত্তেজনা - সেটা আপনার ব্যাপার, এগুলো আপনি এনজয় করলে আমার তাতে কী! বরং এইসব নিয়া আপনাদের পেরেশানী দেখলে আমিও আমোদিত হই, কারণ, আসলে আমিও খারাপ লুক, আর এই পেরেশানীর দলে আমিও ছিলাম এককালে। তারপরেও লিনাক্স নিয়া চিল্লাপাল্লা করার ইয়্যাকমাত্র কারণ - আমি আমার সম্মান বাঁচাতে চাই।

কখনো যদি এই দেশের নাগরিকত্ব ত্যাগ করি তারপরেও এই দেশটাই আমার মা (টিপিকাল বাঙালীর মত, একটু বেশি আবেগ হইয়ে গেল মনে লয়) – এর গায়ে অপমানের থুথু আমৃত্যূ আমার গায়েও এসে পড়ে।

(সর্বপ্রথম সচলায়তনে এবং খিচুড়ী ব্লগে প্রকাশিত)

Level 0

আমি শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 449 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

গুগল আমার সম্পর্কে জানে, কাজেই জানতে চাইলে আমার নাম বা ইউজার নামটা দিয়ে গুগল করুন ... :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

I love Linux. Thanks brother.

ওয়াইম্যাক্স চলতেছেনা। আপাতত সেটাই সম্মানহানীর কারণ।

    কবে যে ওয়াইম্যাক্স লিনাক্সে চালাতে পারব। 🙄

    ওয়াইম্যাক্স চলতেছেনা- শুধুমাত্র এই একটি কারনেই উবুন্টু সেটআপ দিয়েও রিমুভ করতে হয়েছে
    উবুন্টু সেটআপ দিতে গিয়ে নিজের ২০০ জিবি মুভি-গান-সফট হারিয়েছি, কিন্তু তারপরেও প্রচুর ইচ্ছা ছিলো উবুন্টুতে শিফট হবার, পারিনি শুধু আমার কিউবির কারনে, এটার একটা সমাধান কেউ করেনা কেন? 🙁

    কিউবির উচিত লিনাক্সের জন্য ওদের শাটল মডেমের সফট বের করা, অথবা যারা লিনাক্স ব্যাবহার করতে চায় তাদেরকে শাটল মডেম রিপ্লেস করে গিগাসেট মডেম দেয়া, কিন্তু এই দাবীটা কেন লিনাক্স প্রেমীরা তুলেনা সেটাই বুঝিনা, কারন ওদের কাছে রিপ্লেসমেনটের মডেম নিশ্চই আছে

    মিনহাজুল হক শাওনভাই আপনি এরকম একজন পুরান টিউনার হয়ে যদি বলেন "ওয়াইম্যাক্স চলতেছেনা", পাঠকের কাছে সেটা কি মেসেজ দিবে? স্পেসিফাই করে বলবেন না?? অবশ্যই উচিত বলা যে <strong>শুধুমাত্র</strong> ইউ.এস.বি মডেমটা লিনাক্সে "চালানো যাচ্ছে না", এটা লিনাক্সের সমস্যা না মডেম কোম্পানি ড্রাইভার না দিলে আমরা সবসময় কুলিয়েও উঠতে পারি না।
    ওয়াইমাক্স এর বড় 'ইনডোর মডেম' টা দিয়ে আরামে নেট ইউজ করা যায়, সেটা বলা উচিত ছিল।

    হায় হায় তাইতো! আসলে আমারটা ইউএসবি মডেম তো তাই মনে হয় যে সবারটাই ইউএসবি… হাহা… হুম। আমার ইউএসবি দিয়েও লিনাক্স এ ইন্টারনেট এ কাজ করা যায়। আরেক পিসি তে ওয়াইম্যাক্স মডেম লাগাই, আর ল্যান দিয়ে মিন্টে ইন্টারনেট শেয়ার করি। যা লাগে লোড কইরা নি। হু হু হা হা হা 😈

    ইনডোর মডেম নিয়া তো আর বাইরে ঘোরা যাবে না।ইস যদি এগুলা ব্যাগে নিয়া ঘোরা যেত 😆 ।আমি ল্যাপটপ ব্যবহার করি।আগে যখন ডেস্কটপ ব্যবহার করতাম তখন ব্রডব্যান্ড মিন্টে চালাতাম।খুব সুখেই ছিলাম।এখন ল্যাপটপ কিনে এর জন্য আলাদা বাংলালায়ন মডেম কিনে যত সমস্যা।ইউএসবি ডংগলগুলো চালানোর একটা উপায় শিঘ্রই বের করতে হবে।রিপ্লেসমেন্টের জন্য মডেম থাকলেও তা সম্ভবত নষ্ট বা কোন সমস্যা না হলে দিবে না।

    নিশাচর নাইম ভাই, বাংলাইদুরের নেটওয়ার্কের যেই হাল, লেপ্পু নিয়া বাইরে বাইর হইয়াই লাভ কি? নেট তো পাইবেন না 😉
    তারচেয়ে ওই বাক্সও খান লইলে ঘরে ইউজানো যাইব, নষ্ট হইলে পেপারওয়েট হিসেবে কাজে লাগান যাইব 😉

    ইউএসবি মডেমটা তো এমনিতেই চায়না মাল, খুবই হালকা। সো পেপার ওয়েট হিসেবে ব্যবহার করার সুযোগটাও গেল 🙁

    কারেন্ট থাকেনা। বক্স খান তো আরামে ঝিমাইবো… 🙁

    কেউ কি "নোবেলবিজয়ী টিপু" ভাইয়ের সমস্যার কথা একটু বলবেন? ওনার গান সফট নস্ট হইল কামনে? আমি ভাই বুঝি নাই।

    @হলুদ কষ্ট
    আগের ভার্সনগুলোতে ইনস্টলের সময়ে ডিফল্ট হিসেবে Erase entire disk and install ubuntu এই ধরনের অপশনটা সিলেক্ট হয়ে থাকতো। এর সাথেই install side by side with other operating system এবং define partitions manually (advanced) এরকম আরো দুইটা অপশন থাকতো। কেউ যদি অপশন না পড়েই নেক্সট বা ফরোয়ার্ড ক্লিক করতো তাহলে এইরকম বিপদ হত। এখনকার ভার্সনগুলোতে এটা এড়াতে "ইনস্টল সাইড বাই সাইড'টা ডিফল্ট হিসেবে সিলেক্ট হয়ে থাকে। তবে আমি সবসময়ই ম্যানুয়ালি পার্টিশন সিলেক্ট করে দিয়ে ইনস্টল করি — এখন পর্যন্ত কোনো ডেটা হারাই নাই।

    ধন্যবাদ।

Level 2

sob kisute chorir rekord ache. Mama etate thakle mondo ki? Chori bidda moha bidda jodi na poro dora.

    সেই রেকর্ডের কারণে আমি ক্ষতিগ্রস্থ না হইলেই হইলো।

Level 0

জনাব শামীম ভাই, আপনার যদি চোরাই সফটওয়্যারের ব্যবহার এতই অসম্মানজনক মনে হয় তাহলে এক কাজ করেন।
দয়া করে যে সমস্ত টিউনার টিটি তে বিভিন্ন ওপেনসোর্স নয় এমন সব (পাইরেটেড ) সফটওয়্যারের উপর টিউন করে থাকেন তাদের সাথে যোগাযোগ করুন।
তারা যদি আপনার উপর দয়া করে তাদের চোরাই সফটওয়্যারের ডাউনলোড লিঙ্ক দেয়া থেকে বিরত থাকেন তবে এতে সবার মঙ্গল।
আর তাতে টিটির ভাবমূর্তিও কিছুটা উজ্জল হয় বলে আমার ধারণা।

আশা করি আমার পরামর্শ টা আপনি আন্তরিকতার সাথে বিবেচনা করবেন। ধন্যবাদ।।

Boraborer moto osadharon hoyeche. Osonkho dhonnobad. Ami e bisoye koyek jonke bojhate sokkhom hoyechi. Jodio ami linuxe notun.

shamim vai, techtunes a anekei bivinno payable software er crack ba ajibon free te use karun jatio post kore segulao to akdharoner curi taina,,,,,,,,,,,,agula babohar o to amader bandho kora ucit,,,,,,r agulai jadi na kori tahole techtunes e cere dea ucit. tai na vai????

    না টেকটিউনস ছাড়া উচিত নয়। এখানে অনেক ভাল এবং আসলেই দেশের মানুষের জন্য উপকারী টিউনও হয়। এখানে বরং সবাইকে বিকল্প মুক্তসোর্স সফটওয়্যারগুলো সম্পর্কে জানানো যেতে পারে।

আমাদের ৮০ ভাগ (বেক্তিগত অভিজ্ঞতা থেকে) পিসি ইউজার শুধুমাত্র বেসিক কাজে তাদের পিসি ইউজ করেন, অর্থাৎ গান শুনা+ ভিডিও দেখা+ ইন্টারনেট, তারা সাধারনত এর বাইরে কাজ কমই করে, তারা খুব বেশি সফট ইন্সটলও করেন না, তাদের অবশ্যই লিনাক্সে শিফট হওয়া উচিত, কারন এইসব কাজ লিনাক্সে করার জন্য নতুন করে কিছু শিখতে হয়না, শুধুমাত্র যারা খুব বেশি সফটঅয়্যার নিয়ে কাজ করেন তারাই উইন্ডোজে থাকতে পারেন, কেননা ওপেনসোর্স সবসময় তাদের প্রয়োজনীয় সমাধান নাও দিতে পারে, এরা ক্রাক, নকল যাই ব্যাবহার করুক, করতে থাকুক। আমার শুধু একটাই কথা এই ৮০ ভাগ বেসিক ইউজার যদি লিনাক্স ইউজ করত তাহলে আজকে চোরের জাতি পরিচয় পেতে হতনা।

কিন্তু লিনাক্সপ্রেমীরা এই জায়গাটাতেই ভুল করতেছি বলে আমি মনে করি, আমরা বেসিক ইউজারদের লিনাক্সে না এনে শুধু হার্ডকোর ইউজারদের দিকে বেশি নজর দিচ্ছি, আমাদের এই ৮০ ভাগের দিকে একটু গুরুত্ব দেয়া উচিত, বাকি ২০ ভাগ গঙ্গার জলে গিয়ে ভাসুক, তাতে কি আসে যায় ?

    প্রথম টুকু একদম ঠিক বলেছেন। তবে হার্ড কোর ইউজার মানে কি? লিনাক্স এ তো সবই সহজ, অন্তত উইন্ডোজ এর চেয়ে। অর্থাৎ উইন্ডোজ এ এটা ওটা চেঞ্জ করলে সিস্টেমের বারোটা বেজে যায়। আমার লিনাক্স এখনো ক্র্যাশ করেনি।

    হার্ডকোর ইউজার বলতে যারা প্রচুর গেমস খেলেন বা প্রচুর সফট ইউজ করেন তাদের বুঝিয়েছি, কিছু কিছু কাজের জন্য ওপেনসোর্স অনেকের কাছেই কিছুটা বিব্রতকর লাগতে পারে, কারন তারা একভাবে অভ্যস্ত, হঠাত অভ্যাস পরিবর্তনে তাদের সমস্যা হতে পারে

    যেমন ধরুন স্কুলের যে দপ্তরী ঘণ্টা বাজিয়ে অভ্যস্ত তাকে আপনি ইলেকট্রনিক এলারম এনে দিলেও তার কাছে ঘণ্টা বাজাতেই ভালো লাগবে

Level 0

সময়ের সাথে সাথে একসময় সবাই লিনাক্সে আসবে এটাই আশা করি। জোর জবরদস্তি করে কিছু হয় না এতে হিতে বিপরীত হয়ে যায়। হুট করে সবাই উইন্ডোজ ছেড়ে লিনাক্সে আসবে না, যারা প্রফেশনাল তাদের অনেক অনেক প্রবলেম আছে। নতুন জিনিষের সাথে খাপ খাইতে একটু সময় লাগবেই । তাই বলে যারা উন্ডোজ ব্যাবহার করে তারা সবাই চোর বা তদের চোরের সমতুল্য মনে করা বা তাদের নিচু চোখে দেখা। এবং যারা লিনাক্স ব্যাবহার করে তারা সবাই খুব দেশপ্রেমিক একমাত্র তারাই দেশের সম্মান রক্ষা করে চলছে, নিজেদের খুব উচু স্তরের মনে করা দেশের চিন্তা শুধু তাদের আর সবাই গোবর গবেট এই ধরনের মানসিকতা সাপোর্ট করতে পারি না। দুঃখ জনক হলেও সত্য যারা লিনাক্স ব্যবাহা করে তারা নিজেদের খুব উচু স্তরেরই মনে করে । এটা যতাটা না দেশপ্রেম থেকে তারচেয়ে বেশি নিজেক হাইলাইটস করার জন্য। ( সরি, করা কথা বলার জন্য)
পরিশেষে লিনাক্সেরই জয় হোক এটাই চাই । 😀 তাই বলে সবাইকে জোর করে কান ধরে লিনাক্সে আনার পক্ষে আমি নই।

    আমি নিজে কি তাহলে প্রফেশনাল না? (অসুবিধার সাথে প্রফেশনালকে জড়ালেন যখন) লিনাক্স নিয়ে যারা কাজ করছে তারা কি তাহলে প্রফেশনাল না? তাহলে তাঁদের পেট চলে কিভাবে?

    টেকটিউনস সাইটটা কি ওপেন সোর্স ব্যবহার করেই করা হয় নাই (ওয়র্ড প্রেস)? – একইভাগে যেসব ফোরাম বা ব্লগ প্লাটফর্ম ব্যবহার করছি সবগুলোই কি ওপেনসোর্স নয়? এদের কারে কারে কান ধরে টেনে আনতে হয়েছিলো?

    ভাইজান, আমার নিজের কাছেই দুইটা উইন্ডোজ এক্সপি আছে (জেনুইন)। উইন্ডোজের সাথে কোন বিরোধই নাই — এই কথাটা লেখায় মনে হয় দেই নাই। সমস্যা হইলো চোরাই মালে। মানুষ জেনুইন উইন্ডোজ এবং জেনুইন সফটওয়্যার ব্যবহার করুক, কে মানা করেছে!! কিন্তু চোরাই জিনিষ ব্যবহার কিভাবে দেশের সম্মান রক্ষা করেছে সেটা কি একটু বুঝিয়ে বলবেন (কড়া হইলেও অসুবিধা নাই)।

    লিনাক্সের জয় না হইলেও অসুবিধা নাই। সকলে জেনুইন সফটওয়্যার ব্যবহার করুক। আমি পদে পদে এই কারণে বাংলাদেশী হিসেবে অপমানিত হইতে চাই না।

লিনাক্স নিয়া কেমন সবাই উত্তেজিত দেখছেন??? মনে হচ্ছে দেশের সম্নানের জন্য কোনো যুদ্ধে নামছি,রক্ত গরম হইয়া যাচ্ছে 😛 ভাই আমিও লিনাক্স ইউজার।

    রক্ত গরম ছাড়াতো যুদ্ধ করা যায়নারে ভাই, আর দেশের সম্নানের জন্য কোনো যুদ্ধে নামাতো ভাগ্যের ব্যাপার, আরেকটা ১৯৭১ তো আর পাবোনা যে মুক্তিযুদ্ধে যাবো, এই যুদ্ধই করি, নিজেকে একজন যোদ্ধা পরিচয় দেয়া যাবে, বলতেত পারব দেশের সম্নানের জন্য জীবনে কিছু করেছিলাম 🙂

    আমি বুঝি না কোন দেশের জন্য যুদ্ধ করবেন আপনারা? কোন দেশের সৈনিক হয়ে যে দেশের প্রধানমন্ত্রী সহ মন্ত্রীসভার সকলেই চোর সেই দেশের হয়ে।

    টিপু ভাই আপনার কথায় খুবি খুশি হলাম। 😀
    হাসিব ভাই আমার কি বলা উচিত মাথায় আসছে না 🙁 তবে খুব সুন্দর কথা বলছেন।

Level 0

ভাই, কিভাবে ফ্রী Linux mint বা Ubuntu-r Live cd পেতে পারি?

    নতুন ভার্সনের লিনাক্স মিন্টের লাইভ সিডিতে কিন্তু কোডেক নাই কিন্তু উবি আছে। আবার ডিভিডিতে কোডেক আছে কিন্তু উবি নাই।

    আমার কাছে উবুন্টুর সিডি আর মিন্টের ডিভিডি ডাউনলোড করা আছে। ফ্রী চাইলে নিজের পেনড্রাইভ নিয়ে চলে আসুন। ফোন নং আমার হোমপেজে: http://sites.google.com/site/mmhzaman/home

আমি ভিজ্যুয়্যাল স্টুডিও ইউজ না করতে পারলে না খেয়ে মরব[এক্সপ্রেস এডিশন দিয়ে হবেনা]! Visual Studio 2010 এর দাম 3800 ডলার। সবাই 500 টাকা করে দিলে হয়ত Windows 7 + VS কেনা হয়ে যাবে। দেশের মান বাঁচাতে এগিয়ে আসুন 🙂

Level 0

vaiya, attosonmane laglo, ubuntu use korte mon chai, jodi help koren tahole chesta korte pari.

Amar mail=> [email protected]

G-TALK a jogajog korje khush hobo.

R ekta kotha vaiya ami kintu INDIAN.

    হেল্প সবসময়ই রেডি। সবচেয়ে বেশি সাহায্য পাবেন কমিউনিটি ফোরামে। এছাড়া ubuntu-bd মেইলিং লিস্টে সাহায্য পাবেন।

    প্রাথমিক আইডিয়া না থাকলে আমি রেকমেন্ড করবো আদনানের ব্লগ ঘুরে আসতে: http://adnan.quaium.com/ubuntu
    ভালভাবে স্টাডি করে কাজ শুরু করলে কোনরকম বিপদে পড়বেন না বলে মনে করি।

……..

কোনো কোনো সফটওয়্যার আছে যেগুলোর ফুল ভার্সন মানে আমার স্বপ্ন দেখা মনে করতাম….টেকটিউন্সের দৌলতে এখন সেগুলা সহজেই পাচ্ছি। তাই টুকটাক পাইরেসীরও দরকার আছে… 8)

    এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনার কাছে সম্মানের চেয়ে সফটওয়্যার মূল্যবান — তাই ওটার পেছনেই ছুটবেন। আমি উল্টাটা।

Level 0

Thanks for alert me about Linux

Level 0

"সামাজিক দায়বদ্ধতা থেকে এই ফ্রী সফটওয়্যারের আন্দোলন" — খুবই ভালো এবং প্রশংসনীয় উদ্যোগ।
.
কিন্তু শামীম ভাই, আপনার পোষ্ট পড়ে আমার কাছে মনে হয় আপনার লেখাগুলো লিনাক্স ব্যাবহারে আনুপ্রেরনা জাগায় না, বরং জানালা ব্যাবহার করে যারা তাদের একটা খোঁচা মারা হয়। আন্যদের কথা বলতে পারবোনা, এটা আমার কাছে মনে হয়। আপনার পোষ্টগুলো পড়ে আমি কখনো লিনাক্স ব্যাবহারে আনুপ্রেরনা পায়নি।
.
তবে আশার কথা হচ্ছে, লিনাক্স ব্যাবহার সম্পর্কে জনাব আমিনুল ইসলাম "বিজ্ঞান প্রযুক্তি.com" http://www.bigganprojukti.com/post-id/2694 এ এত সুন্দর ও সহজ ভাবে উপস্থাপন করেছেন, পোষ্টি পড়ার পর আমার কাছে মনে হয়েছে যে আমাদের সবার আসলেই লিনাক্স ব্যাবহার করা উচিত। আমি সত্যিই এখন লিনাক্স ব্যাবহারে বেশ আগ্রহী হচ্ছি।
.
তাই আমার আনুরোধ আপনার বৃহৎ ও প্রশংসনীয় আন্দোলনে যদি লিনাক্স ব্যাবহারে আনুপ্রেরনামূলক লেখা লেখেন তবেই আপনার আন্দোলনটি অনেক অনেনেনেক (জোর দিয়ে বলছি) এগিয়ে নিয়ে যাবে।

    আপনি ঠিকই ধরেছেন, এটি লিনাক্স প্রসারের জন্য নয় বরং একটু খোঁচা মারার জন্যই লেখা হয়েছে। তবে আপনি এ্যাত চমৎকার অবজার্ভেশনে এর পেছনে দায়ী আমার অপমানিত হয়ে আহত হওয়ার ব্যাপারটা গায়ে মাখছেন না দেখে একটু দূঃখ পেলাম। আর এখানে পাইরেসিটাই মূল ইস্যূ, সেটা যে লিনাক্সই হতে হবে এমন কোন কথা নাই, উইন্ডোজের (জেনুইন) সাথেও কোনোরকম বিরোধ নাই।

    আমিনুল ইসলাম সাহেবের লেখাটা চমৎকার হয়েছে। খেয়াল করলে দেখবেন ওতে আমারও মন্তব্য আছে তিনটা (ছবি নাই যেই শামীমে সেইটা, সেই নামে ক্লিক করলে আমার প্রোফাইলেও যেতে পারবেন)।

    এই খোঁচা মারা লেখাটা টেকটিউনসে আমার প্রথম লেখা নয়। লিনাক্স বিভাগেও প্রথম লেখা নয়। আগের লেখাগুলোতে আশা করি আপনি উৎসাহিত হওয়ার মত কিছু উপাদান পেতে পারেন। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

সুন্দর বলেছেন।

http://www.amarputhia.com

Level 0

লিনেক্স জানার আমার অনেক আগ্রহ, কিন্তু আমি বড় কিপটা কেথায় গিয়ে অতিরিক্ত সময় বা পয়সা কোনটাই ব্যায় করা আমার পক্ষে বর্তমানে সম্ভব নয়। এন্ড আমাকে একাধারে উইন্ডজ ও লিনেক্স এর সাথে ব্যবহার করতে হবে (নয়তো আমার কাজগুলো করবো কেথায়?)… তাই আমাদের মত নবাগতদের জন্য চেইন টিউনের আবেদন করছি। যেখানে প্রথমিক সিরিয়ালটা এরকম হলে ভাল হয়।
1. installation (to use with win in same pc)
2. how to run windows file (and soft if possible) (specially office files)
3. how to use usb modem (bcz we want to learn via internet)
তাহলে হয়তোবা নতুনরা সাহস করে এগোব, আর পুরোপরি যখন expert হয়ে যাবো তখন চোর থেকে ভদ্দর লোক হয়ে যাব।

    আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি এ বিষয়ে বাংলায় পড়তে চাইলে আমি আপাতত আদনান কাইয়ুমের ব্লগকে রেকমেন্ড করবো। সেখানে ধারাবাহিক ভাবে প্রাথমিক থেকে একটু কঠিন বিষয়গুলো প্রাঞ্জলভাবে বর্ণনা করা হয়েছে।

    লিংক: http://adnan.quaium.com/ubuntu

    এছাড়া উবুন্টুর মুশকিল আসান নামের ব্লগটিও পড়ে দেখতে পারেন। এখানে আদনান কাইয়ুম সহ আরো অনেকের লেখাগুলোকে সংকলিত করা হয়েছে।
    লিংক: http://ubuntubd.wordpress.com/

    পাশাপাশি বুকমার্কের জন্য আরেকটা চরম কাজের লিংক যা সবসময় আমাকে সাহায্য করে:
    http://forum.amaderprojukti.com/ubuntuindex

Level 0

ধন্যবাদ সাহায্যের জন্য। আসা করি ভবিষ্যতেও এধরনের সাহায্য পাব।